টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন। কিন্তু সেইসব ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে উঠে এলেন সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক। একাধিক মহলে গুঞ্জন, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন তিনি। বিষয়টি জেনে নিন -
1/7অভিনেত্রী অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে কি প্রেম করছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক? আবারও সেই জল্পনা ছড়িয়েছে। (ছবি সৌজন্য, ইনস্টাগ্রাম ayesha.m.omar)
2/7সম্প্রতি এক পাক ম্যাগাজিনের হয়ে এই বোল্ড ফটোশ্যুট সেরেছেন সানিয়া মির্জার স্বামী। যা ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ভাইরাল হয়ে গিয়েছিল। এবার স্কটল্যান্ডের বিরুদ্ধে শোয়েবের দুর্ধর্ষ ইনিংসের পর আয়েশার নয়া পোস্টে গুঞ্জনের মাত্রা বেড়েছে। (ছবি সৌজন্য, ইনস্টাগ্রাম ayesha.m.omar)