১৯-এ পা দিল শ্রাবন্তীর ‘পৃথিবী’, নায়িকার একমাত্র পুত্র ঝিনুক। প্রেমিকা দামিনী ঘোষ এদিন ভালোবাসায় ভরিয়ে দিল শ্রাবন্তী-পুত্রকে।
1/8১৮ পূর্ণ করে ১৯শে পা দিল শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। আদর করে অভিমন্যুকে ঝিনুক নামেই ডাকেন শ্রাবন্তী। মায়ের ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে চর্চায়, পিছিয়ে নেই ছেলেও। চলতি বছরের শুরুতেই নিজের প্রেম সম্পর্কে শিলমোহর দিয়েছে ঝিনুক। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8এতদিনে একথা সকলেরই জানা মডলে দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। এই সম্পর্কের বয়স প্রায় সাড়ে তিন বছর। ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ ভাব শ্রাবন্তীরও।
3/8১৩ অগস্ট শ্রাবন্তীর জন্মদিন, আর নায়িকার বার্থ ডে-র পর দিনই ছেলের জন্মদিন। আপতত সেলিব্রেশনের মুডে গোটা পরিবারয অভিমন্যুর জন্মদিনটা এবার খাস করে তুলেছেন দামিনী। প্রেমিকের জন্মদিনে একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করলেন তিনি।
4/8রেড ভেলভেট কেক কেটেই ১৯-এ পা দিল অভিমন্যু। ঘরোয়া সেলিব্রেশনের অংশ হলেন তাঁর সবচেয়ে কাছের দুই মানুষ- দামিনী ও শ্রাবন্তী।
5/8জন্মদিনে দামিনীর তরফে ডিজাইনার কালো-সোনালি রঙা হাতঘড়ি উপহার পেয়েছেন অভিমন্যু, সেই ছবি পোস্ট করে তিনি লেখেন ‘আমার ভালোবাসার মানুষটিকে জানাই ধন্যবাদ’।
6/8অভিমন্যুর গালে আদুরে চুমু খাওয়ার ছবিও এদিন পোস্ট করলেন দামিনী। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুজনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন।
7/8মা, জন্মদিনে কী উপহার দিয়েছেন তা এখনও ফাঁস করেনি ঝিনুক, তবে এদিন আদুরে চুমুতে ছেলেকে ভরিয়ে দিতে দেখা গেল শ্রাবন্তীকেও। মা-ছেলে দুজনের পরনেই ছিল সাদা রঙা টি-শার্ট।
8/8ঝিনুক পড়াশোনা শেষ করে আসতে চান টলিউডেই। তবে অভিনয় নয়, বাবা রাজীবের মতো সে-ও পরিচালনা করতে চায়। আর তাতে পুরোপুরি সায় আছে শ্রাবন্তীর।