2/7রবিবাসরীয় দুপুরে নিজের ফ্ল্যাটের অন্দরসজ্জার ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা। ফেসবুকে সেই ছবি পোস্ট করতেই কেউ লিখছেন, ‘এমন ঘরে থাকলে,দিন ঘোরে কাটবে’। কেউ কেউ আবার কুর্নিশ জানিয়েছেন মধ্যবিত্ত মানসিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য। (ছবি-ফেসবুক)
3/7বাড়ির ভিতর ঢুকলেই চোখে পড়বে ড্রয়িং কাম ডাইনিং রুম। রয়েছে ছিমছাম কাঠের সোফা। দেওয়ালে সুন্দর করে সাজানো রয়েছে কয়েক রকম কাউবেল, গোটবেল, সুইসবেল, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এই সব সংগ্রহ করেছেন তারকা দম্পতি। তবে তাঁদের এই ড্রয়িং রুমের হাইলাইট হল এক কোণে রাখা ল্যাম্পপোস্ট আদলরে ল্যাম্পশেড। দেওয়ালে রয়েছে একটি সুবিশাল ঘড়ি। (ছবি-ফেসবুক)
4/7ড্রয়িং রুমের একটা পাশে ডাইনিং টেবিল সেট করা। কাঠের ডাইনিং টেবিল, পাশে দেওয়াল আলমারি। এর সঙ্গেই লাগোয়া রান্নাঘরের সামনের সুইং ডোরটি। কাঠের এই দরজায় নানা রঙের কাচ লাগানো, বেশ একটা আটপৌরে ভাব রয়েছে এই অন্দরসজ্জায়। (ছবি-ফেসবুক)
5/7এই বাড়িতে রয়েছে একটি ব্ল্যাক রুম! হ্যাঁ, দেওয়াল থেকে সিলিং সবই কালো রঙ করা। এটি অবসর যাপনের ঘর। চারিদিকে সাজানো বই, রয়েছে বেতের চেয়ার, টিভি- একদম ঋত্বিকের ভাবনা থেকে তৈরি হয়েছে এটি। (ছবি-ফেসবুক)
6/7দম্পতির বেডরুমটি তাক লাগায়। উজ্জ্বল লালা-হলুদ রঙের সমাহার এই ঘরে। নজর কাড়ে সেগুন কাঠের পেল্লায় খাট, যা কিনা ঋত্বিকের দাদুর মামলের। ছোট থেকেই এই খাটে শুয়েই বড় হয়েছেন তিনি। (ছবি-ফেসবুক)
7/7'সংসার সুখের হয় রমণীর গুণে', কিন্তু ঋত্বিক-অপরাজিতার এই চোখ জুড়ানো ফ্ল্যাট দেখতে বলতেই হবে ফ্ল্যাটের অন্দরসাজ সুন্দর হয় স্বামী-স্ত্রী’র গুণে। প্রায় এক দশক হতে চলল এই ফ্ল্যাটেই নিজেদের ভালোবাসার নীড় গড়েছেন দুজনে। (ছবি-ফেসবুক)