সারা বিশ্বে সাংবাদিকতার সবচেয়ে বড় পুরস্কার পুলিৎজার জিতলেন তিন ভারতীয়
Updated: 05 May 2020, 02:50 PM IST Arghya Prasun Roychowdhury 05 May 2020 Pulitzer Award, Jammu and Kashmir, Omar Abdullahতিন ভারতীয় চিত্র সাংবাদিক জিতলেন পুলিৎজার পুরস্কার। এটি হল সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। কাশ্মীরের পরিস্থিতির ছবি সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই পুরস্কার পেলেন মুখতার খান, ইয়াসিন দার ও চান্নি আনন্দ। মূলত গত বছর ৩৭০ ধারা অবলুপ্ত হওয়া ও তারপর জম্মু-কাশ্মীরকে দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দ্বিখণ্ডিত করার পরে সেখানকার অবস্থা উঠে এসেছে এই তিন অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে যুক্ত সাংবাদিকদের লেন্সে। সেই কাজের স্বীকৃতি স্বরূপ মিলল এই পুরস্কার। ফিচার ফোটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পেলেন এই তিন সাংবাদিক।
পরবর্তী ফটো গ্যালারি