Cyclone Asani Latest Update: ঘূর্ণিঝড় অশনি এখনও উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। ক্রমেই ঘূর্ণিঝড়ের গতি কমছে। তবে এখনও প্রবল ঘূর্ণিঝড়ের আকারেই বঙ্গোপসাগরের বুক চিরে ধেয়ে আসছে এটি। ভারতীয় পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে আজই এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোতে পারে। ওড়িশার উপকূল বরাবর বাংলার দিকে এটি এগোতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।
1/5মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অশনি ওড়িশা উপকূলের খুব কাছে পৌঁছে যাবে। মৌসম ভবনের অনুমান, এরপর এই ঘূর্ণিঝড় ডানদিকে বাঁক নিয়ে উপকূল বরাবর এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। তবে এখনও মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে না। (ছবি টুইটার - IMD)
2/5আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড় অশনি কাকিনাড়া থেকে ৩০০ কিমি দক্ষণি-পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৩৩০ কিমি দক্ষিণ-দক্ষণি-পূর্ব, গোপালপুর থেকে ৫১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম এবং পুরী থেকে ৫৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছিল ঘূর্ণিঝড় অশনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5ক্রমেই শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে অশনি। স্থলভাগে এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার এখনও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এটি বাঁক নিয়ে বাংলার দিকেই এগিয়ে আসবে। তবে স্থলভাগে প্রবেশ করবে না এই ঘূর্ণিঝড়। (ফাইল ছবি)
4/5ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।
5/5এদিকে থেকে ১৩ মে গাঙ্গেও পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার কিছু কিছু জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে এই সময়কালে। (ছবিটি প্রতীকী)