বাংলা নিউজ > ময়দান > Australia vs India 3rd ODI: ১৩ রানের উত্তেজক জয় ভারতের
জয়ের পর টিম ইন্ডিয়া। ছবি- টুইটার।

Australia vs India 3rd ODI: ১৩ রানের উত্তেজক জয় ভারতের

তৃতীয় ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় টিম ইন্ডিয়া।

সিডনিতে সিরিজের প্রথম দু'টি ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ খুইয়ে বসে ভারত। এই অবস্থায় ক্যানবেরায় সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ সম্মান রক্ষার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছিল টিম ইন্ডিয়ার কাছে। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৩ ব্যবধানে হেরেছেন কোহলিরা। উপর্যুপরি দু'টি ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ছিল ভারতীয় দল। শেষমেশ সেই লজ্জা এড়াতে সক্ষম হয় ভারতীয় দল। ক্যানবেরায় উত্তেজক জয় তুলে নিয়ে টি-২০ সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় ভারত।

02 Dec 2020, 06:18:19 PM IST

অজি দলনায়ক ফিঞ্চও কুর্নিশ জানান জাদেজা-পান্ডিয়া জুটিকে

অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চও মেনে নে যে, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার জুটিটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে। তবে তিনি খুশি প্রকাশ করেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারায়।

02 Dec 2020, 06:15:34 PM IST

জাদেজা-পান্ডিয়াকে কৃতিত্ব কোহলির

ম্যাচের শেষে কোহলি জানান, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ঠিক সেটাই কেরছে, যেটার প্রয়োজন ছিল দলের। কোহলি স্পষ্ট জানালেন যে, সিরিজ হারলেও তাঁরা মনে-প্রাণে নিজেদের মাঠে সঁপে দিয়েছেন। অস্ট্রেলিয়ায় জিততে হলে ঠিক এটাই দরকার বলেও উল্লেখ করেন ভারত অধিনায়ক।

02 Dec 2020, 06:09:56 PM IST

সিরিজ সেরা স্মিথ

প্রথম দু'টি ম্যাচে সেঞ্চুরি করা স্টিভ স্মিথ সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

02 Dec 2020, 06:09:00 PM IST

ম্যাচের সেরা পান্ডিয়া

৯২ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।

02 Dec 2020, 04:59:44 PM IST

অল-আউট অস্ট্রেলিয়া

জাম্পা আউট। ৭ বলে ৪ রান করে বুমরাহর বলে এলবিডব্লিউ হন তিনি। ৪৯.৩ ওভারে ২৮৯ রানে অল-আউট অস্ট্রেলিয়া। ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জয় ভারতের।

02 Dec 2020, 04:57:27 PM IST

৪ বলে ১৪ রান প্রয়োজন

জয়ের জন্য ৪ বলে ১৪ রান দরকার।

02 Dec 2020, 04:56:53 PM IST

শেষ ওভারে ১৫ রান দরকার অস্ট্রেলিয়ার

জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার অজিদের।

02 Dec 2020, 04:51:41 PM IST

২ ওভারে ২১ রান দরকার অস্ট্রেলিয়ার

জয়ের জন্য শেষ ২ ওভারে ২১ রান দরকার অস্ট্রেলিয়ার। ৪৮ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তুলেছে অজিরা।

02 Dec 2020, 04:46:27 PM IST

এগর আউট

নটরাজনের বলে এগর আউট। ৯ উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ২৮ রান করে কুলদীপের হাতে ধরা পড়েন তিনি।

02 Dec 2020, 04:45:23 PM IST

অ্যাবট আউট

উত্তেজক মোড় ম্যাচে। সিয়ান অ্যাবটকে ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর। ৪ রান করে রাহুলের দস্তানায় ধরা পড়েন তিনি। 

02 Dec 2020, 04:31:21 PM IST

ম্যাক্সওয়েলকে ফেরালেন বুমরাহ

ভয়ঙ্কর রূপ নেওয়া গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরালেন বুমরাহ। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। ৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৭০/৭। ৫ ওভারে ৩৩ রান দরকার অস্ট্রেলিয়ার।

02 Dec 2020, 04:23:11 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

টি নটরাজনকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল। পরের বলেই তিনি চার মারেন। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্য ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে অস্ট্রেলিার জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন। ৪৪তম ওভারে ১৮ রান ওঠে। ৬ ওভারে ৩৯ রান দরকার অজিদের। ম্যাক্সওয়েল ৫৮ ও এগর ২১ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 04:19:10 PM IST

৭ ওভারে ৫৭ রান দরকার অস্ট্রেলিয়ার

৪৩তম ওভারে ১২ রান খরচ করেন কুলদীপ। ৭ ওভারে জয়ের জন্য ৫৭ রান দরকার অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল ৪৬ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 04:13:56 PM IST

৪২ তম ওভারে ৪ রান বুমরাহর

কুলদীপের পর কৃপণ বোলিং বুমরাহর। ৪২ তম ওভারে তিনি মাত্র ৪ রান খরচ করেন। জিততে হলে ৮ ওভারে ৬৯ রান তুলতে হবে অস্ট্রেলিয়াকে। ম্যাক্সওয়েল ৩৮ ও এগর ১২ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 04:08:26 PM IST

টাইট ওভার কুলদীপের

টাইট ওভার কুলদীপ যাদবের। ৪১তম ওভারে মাত্র ৩ রান খরচ করেলন ভারতের রিস্ট স্পিনার। ৫৪ বলে ৭৩ রান দরকার অস্ট্রেলিয়ার।

02 Dec 2020, 04:04:54 PM IST

৪০ ওভারে অস্ট্রেলিয়া ২২৭/৬

শেষ ১০ ওভারের খেলা বাকি। ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটের বিনিময়ে ২২৭ রান তুলেছে। সুতরাং জয়ের জন্য ৬০ বলে ৭৬ রান দরকার অজিদের। ৩৬ রান করে ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যক্তিগত ৮ রানে অপরাজিত রয়েছেন অ্যাস্টন এগর।

02 Dec 2020, 03:54:35 PM IST

রান-আউট ক্যারি

গুরুত্বপূর্ণ উইকেট ভারতের। ৪২ বলে ৩৮ রান করে রান-আউট হলেন অ্যালেক্স ক্যারি। তিনি ৪টি বাউন্ডারি মারেন। ৩৮ ওভারে অস্ট্রেলিয়া ২১১/৬। জয়ের জন্য শেষ ১২ ওভারে ৯২ রান দরকার অস্ট্রেলিয়ার।

02 Dec 2020, 03:50:04 PM IST

২০০ রান অস্ট্রেলিয়ার

ইনিংসের ৩৭তম ওভারে ২০০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ২০৫/৫। ক্যারি ৩৮ ও ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 03:40:32 PM IST

১৫ ওভারে ১২০ রান দরকার অস্ট্রেলিয়ার

৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ১৫ ওভারে ১২০ রান দরকার অজিদের। অ্যালেক্স ক্যারি ৩৩ ও ম্যাক্সওয়েল ৬ রানে ব্যাট করছেন। 

02 Dec 2020, 03:19:58 PM IST

গ্রিন আউট

অজি ইনিংসে পঞ্চম উইকেটের পতন। ক্যামেরন গ্রিনকে ২১ রানের মাথায় ফেরত পাঠালেন কুলদীপ যাদব। ২৭ বলের ইনিংসে তিনি ১টি চার ১টি ছক্কা মারেন। গ্রিনের অনবদ্য ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ক্যানবেরায় ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে দুরন্ত ছন্দে রয়েছেন জাদেজা। অস্ট্রেলিয়া ৩১ ওভারে ১৫৯/৫।

02 Dec 2020, 03:14:24 PM IST

৩০ ওভারে অস্ট্রেলিয়া ১৫১/৪

৩০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে। শেষ ২০ ওভারে জয়ের জন্য অজিদের প্রয়োজন ১৫২ রান। অ্যালেক্স ক্যারি ১৬ ও ক্যামেরন গ্রিন ১৫ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 02:58:26 PM IST

ফিঞ্চ আউট

হাফ-সেঞ্চুরি করা অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে ভারতকে বড়সড় সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাদেজা। ৮২ বলে ৭৫ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। অস্ট্রেলিয়া ২৬ ওভার শেষে ১৩৩/৪।

02 Dec 2020, 02:45:43 PM IST

হেনরিকস আউট

ভারতকে ফের সাফল্য এনে দিলেন শার্দুল। ফিরিয়ে দিলেন হেনরিকসকে। ৩১ বলে ২২ রান করে মিডউইকেটে ধাওয়ানের হাতে ধরা পড়েন তিনি।

02 Dec 2020, 02:38:54 PM IST

১০০ রান পূর্ণ অজিদের

২১তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে অস্ট্রেলিয়া। ২১ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১১/২। ফিঞ্চ ৬৭ ও হেনরিকস ২২ রানে অপরাজিত রয়েছেন।

02 Dec 2020, 02:35:12 PM IST

২০ ওভারে ৯৮/২

অস্ট্রেলিয়া ২০ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে। ফিঞ্চ ৫৯ ও হেনরিকস ১৭ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৩০ ওভারে ২০৫ রান দরকার অজিদের।

02 Dec 2020, 02:33:16 PM IST

ফিঞ্চের হাফ-সেঞ্চুরি

ইনিংসের ১৮তম ওভারে জাদেজাকে ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যারন ফিঞ্চ। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ বলে ৫০-এর গণ্ডি টপকে যান অজি দলনায়ক।

02 Dec 2020, 02:18:30 PM IST

১৪ ওভারে অস্ট্রেলিয়া ৬৬/২

১৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে। ফিঞ্চ ৩৫ ও হেনরিকস ৯ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 02:02:57 PM IST

স্মিথ আউট

প্রথম দু'টি ম্যাচে সেঞ্চুরি করা স্টিভ স্মিথকে আউট করলেন শার্দুল ঠাকুর। ১৫ বলে ৭ রান করে রাহুলের দস্তানায় ধরা পড়েন তিনি। অস্ট্রেলিয়া ১২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬৪ রান তুলেছে।

02 Dec 2020, 01:54:32 PM IST

৫০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া

প্রাথমিক ধাক্কা সামলে ৫০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। ফিঞ্চ ৩৩ ও স্মিথ ১ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 01:51:06 PM IST

ফিঞ্চের জোড়া ক্যাচ ফেলল ভারত

সপ্তম ওভারে বুমরাহর পঞ্চম বলে ফিঞ্চের ক্যাচ ছাড়েন শিখর ধাওয়ান। নবম ওভারের প্রথম নিজের বলেই ফিঞ্চের ক্যাচ ফেলেন বুমরাহ।

02 Dec 2020, 01:32:18 PM IST

শুরুতেই সাফল্য ভারতের

শুরুতেই ভারতকে সাফল্য এনে দিলেন অভিষেককারী টি নটরাজন। তিনি ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই বোল্ড করেন ল্যাবুশানকে। ১৩ বলে ৭ রান করে আউট হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নটরাজনের।

02 Dec 2020, 01:29:51 PM IST

সতর্ক শুরু অস্ট্রেলিয়ার নতুন ওপেনিং জুটির

ডেভিড ওয়ার্নারের চোট। ফলে তিনি মাঠে নামেননি। তৃতীয় ম্যাচে ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামেন ল্যাবুশান। নতুন ওপেনিং জুটি ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে।

02 Dec 2020, 12:38:44 PM IST

টানা তৃতীয় ম্যাচে ৩০০-র গণ্ডি টপকাল ভারত

রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ক্যানবেরায় সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে তিনশো রানের গণ্ডি টপকাল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০২ রান তোলে। শেষ ওভারে ১৩ রান ওঠে। জাদেজা ৫০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। হার্দিক পান্ডিয়া নট-আউট থাকেন ৭৬ বলে ৯২ রান করে। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন।

02 Dec 2020, 12:33:29 PM IST

৪৯ ওভারে ভারত ২৮৯/৫

৪৯ তম ওভারে ওঠে ১০ রান। ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলেছে।

02 Dec 2020, 12:26:56 PM IST

হাফ-সেঞ্চুরি জাদেজার

ঝড় তুলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন জাদেজা। ৪৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অ্যাবটের ওভারের পরপর তিনটি চার ও একটি ছক্কা মারেন জাদেজা। ৪৮ তম ওভারে ওঠে ১৯ রান। ভারত ২৭৯/৫। শেষ ৩ ওভারে ৫৩ রান তোলে ভারত। জাদেজা ৫৭ ও পান্ডিয়া ৭৯ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 12:22:19 PM IST

শেষ ২ ওভারে ৩৪ রান তুলল ভারত

৪৭তম ওভারেও উঠল ১৭ রান। শেষ ২ ওভারে ৩৪ রান তোলে ভারত। ৪৭ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছে। জোড়া ছক্কা হাঁকান জাদেজা। তিনি ব্যাট করছেন ৩৯ রানে। পান্ডিয়া অপরাজিত ৭৮ রানে।

02 Dec 2020, 12:16:17 PM IST

আগ্রাসী ব্যাটিং পান্ডিয়ার

স্লগ ওভারে ব্যাট চালাচ্ছেন হার্দির পাল্ডিয়া। সিয়াম অ্যাবটের ওভারে দুটি চার ও ১টি ছক্কা মারেন হার্দিক। ওভারে ১৭ রান ওঠে। ৪৬ ওভারে ভারত ২৪৩/৫। পান্ডিয়া ৭৫ ও জাদেজা ২৬ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 12:10:55 PM IST

৪৫ ওভারে ভারত ২২৬/৫

৫ ওভারের খেলা বাকি। ভারত ৪৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২৬ রান তুলেছে। হার্দিক ৫৯ ও জাদেজা ২৫ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 12:04:29 PM IST

পান্ডিয়ার হাফ-সেঞ্চুরি

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন হার্দিক পান্ডিয়া। সিরিজে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতরান। ৫৫ বলে হাফ-সেঞ্চুরি পূ্র্ণ করেন তিনি।

02 Dec 2020, 11:57:04 AM IST

২০০ রানের গণ্ডি টপকাল ভারত

ইনিংসের ৪২তম ওভারে ২০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ৪২ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ২০৪ রান তুলেছে। পান্ডিয়া ৪৬ ও জাদেজা ১৬ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 11:49:08 AM IST

৪০ ওভারে ভারত ১৯২/৫

৪০ ওভারের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে। পান্ডিয়া ৩৯ ও জাদেজা ১১ রানে অপরাজিত রয়েছেন। ১০ ওভারের খেলা বাকি রয়েছে।

02 Dec 2020, 11:27:43 AM IST

৩৫ ওভারে ভারত ১৬৪/৫

৩৫ ওভারের খেলা অতিক্রান্ত। ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে। পান্ডিয়া ১৯ ও জাদেজা ৩ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 11:19:13 AM IST

কোহলি আউট

জোরালো ধাক্কা ভারতীয় শিবিরে। আউট বিরাট কোহলি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৬৩ রান করে হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন ভারত অধিনায়ক। নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।

02 Dec 2020, 11:09:12 AM IST

৩০ ওভারে ভারত ১৪৪/৪

৩০ ওভারের খেলা অতিক্রান্ত। ভারত ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে। কোহলি ৫৯ ও হার্দিক ৬ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 11:03:19 AM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

উপর্যুপরি দ্বিতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক।

02 Dec 2020, 10:54:21 AM IST

লোকেশ রাহুল আউট

গত ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও ক্যানবেরায় ব্যাট হাতে ব্যর্থ লোকেশ রাহুল। ভারতের সহ-অধিনায়ক সাজঘরে ফেরেন ১১ বলে মাত্র ৫ রান করে। এগরের বলে এলবিডব্লিউ হন তিনি। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। ভারত ২৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে।

02 Dec 2020, 10:42:42 AM IST

আউট শ্রেয়স

ফের ব্যর্থ শ্রেয়স আইয়ের। মাত্র ১৯ রান করে ল্যাবুশানের হাতে ধরা পড়লেন তিনি জাম্পার বলে। ২১ বল খেলেছিলেন সাবলীল ভাবে, কিন্তু একটা ভুলে ফিরতে হল সাজঘরে। ২২.৪ ওভারে ১১৪-৩। টপ অর্ডার ভারতীয়রা সাদামাটা স্পিন বোলিংয়ের সামনে পর্যদুস্ত হচ্ছেন, এটাই খুব খারাপ বিষয়। 

02 Dec 2020, 10:17:06 AM IST

আউট শুভমন

আচমকাই খেলার গতির বিরুদ্ধে আউট হলেন শুভমন। অ্যাস্টন এগারের বলে এলবি হলেন তিনি। সুইপ করতে গিয়ে বল মিস করেন তিনি। সোজা গিয়ে প্যাডে লাগে বল। আউট দেন আম্পায়ার। রিভিউ নেন শুভমন কিন্তু দেখা যায় বল গিয়ে বেলে লাগছিল। তাই ভারতের রিভিউ খোয়া না গেলেও আউট হয়ে গেলেন তরুণ ক্রিকেটার। ৩৯ বলে তিনটি চার ও একটি ছয় মেরেছিলেন তিনি। যখন মনে হচ্ছিল এবার হাত খুলে মারবেন, তখনই ফিরতে হল তাঁকে। ১৬ ওভার শেষে ৮৪-২। 

02 Dec 2020, 10:05:09 AM IST

১২ হাজার রান কোহলির

ওডিআই ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। নিলেন মাত্র ২৪২ ওডিআই। সচিনের ৩০০ ম্যাচ লেগেছিল এই মাইলফলক স্পর্শ করতে। ব্যক্তিগত ২৩ রানের মাথায় এই রেকর্ড গড়েন তিনি। ৪৫ বলে ৫০ রানের পার্টনারশিপ কোহলি-গিল। 

02 Dec 2020, 09:53:52 AM IST

মন্থর শুরু ভারতের

দশ ওভারের শেষে ভারত ৪৯-১। শন অ্যাবট অনেক দিন বাদে খেলছেন, ক্যামেরন গ্রিনের প্রথম ম্যাচ, তবুও কোনও সুযোগ নিতে পারছে না ভারত। শুভমান ১৬ ও কোহলি ১৩ রানে নট আউট। 

02 Dec 2020, 09:35:01 AM IST

ধাওয়ান আউট

ভারতকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারলেন না শিখর ধাওয়ান। ইনিংসের ষষ্ঠ ওভারে ২৭ বলে ১৬ রান করে সিয়ান অ্যাবটের বলে আউট হয়ে বসেন গব্বর। তিনি ২টি বাউন্ডারি মারেন। নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ৬ ওভারে ২৬/১।

02 Dec 2020, 09:29:42 AM IST

ভারত ৫ ওভারে ২৪/০

৫ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে। ধাওয়ান ১৫ ও গিল ৬ রানে ব্যাট করছেন।

02 Dec 2020, 09:22:10 AM IST

৩ ওভারে ভার ৯/০

সতর্ক শুরু ভারতের। ৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৯ রান তুলেছে। ধাওয়ান ৭ ও গিল ২ রান করেছেন।

02 Dec 2020, 09:20:33 AM IST

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন

অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, মইজেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, অ্যাস্টন এগর, সিয়ান অ্যাবট, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

02 Dec 2020, 09:18:11 AM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

শিখর ধাওয়ান, শুভমন গিল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপারক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও টি নটরাজন।

02 Dec 2020, 09:07:22 AM IST

ভারতীয় দলে চারটি পরিবর্তন

ভারতীয় দল ক্যানবেরার প্রথম একাদশে ব্লৈপ্লবিক পরিবর্তন করে। চারজন ক্রিকেটারকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়। মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে ওপেন করবেন শুভমন গিল। মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে শার্দুল ঠাকুরকে সুযোগ করে দেওয়া হয় প্লেয়িং ইলেভেনে। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে সুযোগ পান চায়নাম্যান কুলদীপ যাদব। নভদীপ সাইনির পরিবর্তে জাতীয় দলে অভিষেক হয় টি নটরাজনের।

02 Dec 2020, 09:03:26 AM IST

টস জিতল ভারত

সিরিজের প্রথম দু'টি ওয়ান ডে ম্যাচে টস হেরেছিলেন বিরাট কোহলি। অবশেষে সিরিজের তৃতীূয় ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় ভারত অধিনায়ককে। ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.