বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে কুশল মেন্ডিসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিসিবির এক কর্তা জানিয়েছেন, ‘কুশল মেন্ডিসকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’
ঢাকা টেস্টের প্রথম সেশনের প্রায় শেষের দিকের ঘটনা। ২৩তম ওভারের প্রথম বলের মাথায় হঠাৎই মাঠের মধ্যেই বসে পড়েন কুশল মেন্ডিস। রাজিথার ফার্নান্দোর করা ডেলিভারিটি ছেড়ে দেন মুশফিক। ওই বল ধরেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। স্বাভাবিকভাবেই তিনি বলটি তুলে দিয়েছিলেন স্লিপে দাঁড়ানো মেন্ডিসের হাতে। তবে একটু পরেই বুকে হাত দিয়ে প্রথমে বসে পড়েন কুশল মেন্ডিস। খানিক পরই শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন শ্রীলঙ্কার ফিজিও। প্রাথমিক চিকিৎসায় সুফল না মেলায় কুশল মেন্ডিসকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে পরীক্ষার পর নিশ্চিত করে জানা যাবে কী হয়েছে তার।
জানা গিয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে কুশল মেন্ডিসকে। সেখানে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ডাক্তার মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে কুশলকে। বাকি আপডেট পরে জানানো হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।