এপার বাংলার মাঠে বিশ্বকাপের দুটি ম্যাচে খেলবে ওপার বাংলার দল। অর্থাৎ ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেইসঙ্গে ধরমশালা এবং পুণেতে দুটি করে ম্যাচ খেলবেন শাকিব আল হাসানরা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সূচি অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে খেলবে আগামী ১৯ অক্টোবর। আগামী ৩১ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ। আর গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবেন টাইগাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সেই ম্যাচ হবে।
২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের পুরো সূচি
১) বাংলাদেশ বনাম আফগানিস্তান, ৭ অক্টোবর (শনিবার), ধরমশালা, সকাল ১০ টা ৩০ মিনিট।
২) ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ১০ অক্টোবর (মঙ্গলবার), ধরমশালা, দুপুর ২ টো।
৩) নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ১৪ অক্টোবর (শনিবার), চেন্নাই, সকাল ১০ টা ৩০ মিনিট।
৪) ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর (বৃহস্পতিবার), পুণে, দুপুর ২ টো।
৫) দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ২৪ অক্টোবর (মঙ্গলবার), মুম্বই, দুপুর ২ টো।
৬) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার), কলকাতা, দুপুর ২ টো।
৭) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার), কলকাতা, দুপুর ২ টো।
৮) বাংলাদেশ বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার, ৬ নভেম্বর (সোমবার), দিল্লি, দুপুর ২ টো।
৯) অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ১২ নভেম্বর (রবিবার), পুণে, সকাল ১০ টা ৩০ মিনিট।
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
১) ১৯৯৯ সালের বিশ্বকাপ: ১৯৯৯ সালে প্রথমবার ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে খেলতে নেমেছিল বাংলাদেশ। গ্রুপ 'বি'-তে ছিলেন টাইগাররা। আর প্রথমবারেই পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিলেন। সবমিলিয়ে ওই বিশ্বকাপে গ্রুপ 'বি'-তে ছ'টি দলের মধ্যে পাঁচ নম্বরে শেষ করেছিল বাংলাদেশ। হেরেছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পাকিস্তান ছাড়াও স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল। উঠতে পারেনি ‘সুপার সিক্স’ পর্যায়ে।
২) ২০০৩ সালের বিশ্বকাপ: ২০০৩ সালের বিশ্বকাপে একেবারে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সাতটি দলের মধ্যে গ্রুপ 'বি'-তে সাত নম্বরেই শেষ করেছিল। পাঁচটি ম্যাচে হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়নি। কারণ সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল।
৩) ২০০৭ সালের বিশ্বকাপ: ২০০৩ সালের ব্যর্থতার পর ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছিল যে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নয়া শক্তির উদয় হচ্ছে। সেই বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। গ্রুপ 'বি' থেকে দ্বিতীয় হয়ে 'সুপার এইট'-এ উঠেছিল। সেই পর্যায়ে সাত নম্বরে শেষ করেছিল।
৪) ২০১১ সালের বিশ্বকাপ: ভারতের সঙ্গে যুুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ। গ্রুপ 'বি'-তে ছিল। ছ'টির মধ্যে তিনটি ম্যাচে জিতে সাত দলের গ্রুপে পাঁচ নম্বরে শেষ করেছিল। জিতেছিল নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে। উঠতে পারেনি কোয়ার্টার-ফাইনালে।
৫) ২০১৫ সালের বিশ্বকাপ: পুল 'এ'-তে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্যায়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। ছিটকে গিয়েছিলেন ইংরেজরা। গ্রুপে চতুর্থ হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বাংলাদেশ (ছ'টি ম্যাচের মধ্যে তিনটিতে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল)। কোয়ার্টার-ফাইনালে ভারতের বিরুদ্ধে হেরে গিয়েছিল।
৬) ২০১৯ সালের বিশ্বকাপ: রাউন্ড-রবিন ম্যাচ হয়েছিল। ১০টি দলের মধ্যে আট নম্বরে শেষ করেছিল বাংলাদেশ। নয় ম্যাচে পয়েন্ট ছিল সাত। হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানকে। বৃষ্টির জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। উঠতে পারেনি সেমিফাইনালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।