করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছে এই মরশুমের আইপিএল। ক্রিকেটাররা নিজের নিজের বাড়িও ফিরে গিয়েছেন। এরপরেই করোনার বিরুদ্ধে লড়ার জন্য একে একে ভ্যাকসিন নিতে শুরু করেছেন সকল ভারতীয় ক্রিকেটারই। ইতিমধ্যেই বিরাট কোহলিসহ ভারতীয় দলের একাধিক তারকা টিকা নিয়ে ফেলেছেন। এ বার সেই দলে সামিল হলেন কলকাতা নাইট রাইডার্স তারকা ও সহ-অধিনায়ক দীনেশ কার্তিকও।
মঙ্গলবার (১১ই মে) টিকা নেওয়ার ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন ডিকে। সেই ছবিতেই তাঁর কেকেআর দলের প্রাক্তন সতীর্থ ক্রিস লিন ডিকের পোশাক দেখে মজা করে লেখেন, ‘আর কিছু না হোক অন্তত প্যান্ট তো পড়তে পারতে।’
নিজের চতুর জবাব ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত কার্তিক। লিনকে তাঁর জবাবে আবারও সেই বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। প্রাক্তন সতীর্থের উদ্দেশ্যে কার্তিক বলেন, ‘ভাবছিলাম তোমার মতো হাফ প্যান্ট পড়ে যাব। তারপর মনে পড়ল আমি তো আর মলদ্বীপে নেই, তাই এই পড়েই যেতে হল।’
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় লিনসহ প্রায় ৪০ জন অজি ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকারদের মলদ্বীপে পৌঁছে দেয় বিসিসিআই। অজি সরকারের দেশে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করার ফলেই দ্বীপরাষ্ট্রে থাকতে হচ্ছে লিনদের। সেই কথা মাথায় রেখেই কার্তিক লিনের মশকরার জবাব দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।