৭ জুলাই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। জোস বাটলার অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের নেতৃত্ব সামলাবেন। একই সঙ্গে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে রোহিত শর্মার এটাই হবে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। বলা যেতেই পারে এই ম্যাচ দিয়ে বাইশ গজে নতুন যুগের সূচনা হবে। বহু দিন পরে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক এই কঠিন ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
এই ম্যাচ থেকেই দলে ফিরছেন ওপেনার রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া নয়, দলের নেতৃত্ব সামলাবেন হিটম্যান। রুতুরাজ হয়তো এই ম্যাচে জায়গা নাও পেতে পারেন। ফলে রোহিতের সঙ্গে ওপেন করতে আসতে পারেন ইশান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভালো ব্যাটিং করা সঞ্জু স্যামসনকেও এই ম্যাচের প্লেয়িং ইলেভেনে দেখা নাও যেতে পারে। তবে দীপক হুডা ওপেনার নন, তিন নম্বরে খেলতে পারেন। চার নম্বরে সূর্যকুমার যাদবের নাম নিশ্চিত মনে হচ্ছে।
আরও পড়ুন… ‘দেখব ভবিষ্যতে কী হয়?’ ইংল্যান্ডের ‘ব্যাজবল’ স্টাইলকে স্মিথের কড়া চ্যালেঞ্জ
পাঁচ নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, আর ছয় নম্বরে দেখা যাবে দীনেশ কার্তিককে। সাত নম্বরে থাকবেন ভুবনেশ্বর কুমার, সঙ্গী হবেন হার্ষাল প্যাটেল। তৃতীয় ফাস্ট বোলার হতে পারেন উমরান মালিক। একই সঙ্গে স্পিনারদের দায়িত্বে থাকতে পারেন যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই।
আরও পড়ুন… ‘দেখব ভবিষ্যতে কী হয়?’ ইংল্যান্ডের ‘ব্যাজবল’ স্টাইলকে স্মিথের কড়া চ্যালেঞ্জ
ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।