বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > চোট গুরুতর, ATK MB-কে চাপে ফেলে ISL 2022-23 মরশুম থেকেই ছিটকে যেতে পারেন কাউকো

চোট গুরুতর, ATK MB-কে চাপে ফেলে ISL 2022-23 মরশুম থেকেই ছিটকে যেতে পারেন কাউকো

জনি কাউকো।

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিলেন জনি কাউকো। চোটের জায়গা পরীক্ষায় দেখা গিয়েছে, এসিএল ছিঁড়ে গিয়েছে তাঁর। যদিও সরকারি ভাবে ফিনল্যান্ডের তারকার চোটের ব্যাপারে এটিকে মোহনবাগানের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আইএসএলে সবে ৬টি ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান। এর মধ্যেই বড় ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেড। সম্ভবত চলতি মরশুমে জনি কাউকোকে পাবে না বাগান শিবির। জানা গিয়েছে, কাউকোর চোট এতটাই গুরুতর যে, তিনি পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। যে কাউকো দলের সাফল্যের বড় অস্ত্র ছিলেন, তিনি ছিটকে গেলে যে বড় ক্ষতি হবে সবুজ-মেরুনের, সে কথা কারও অজানা নয়।

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিলেন জনি কাউকো। চোটের জায়গা পরীক্ষায় দেখা গিয়েছে, এসিএল ছিঁড়ে গিয়েছে তাঁর। যদিও সরকারি ভাবে ফিনল্যান্ডের তারকার চোটের ব্যাপারে এটিকে মোহনবাগানের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ATK MB-তে ফের ফিরলেন সঞ্জয় সেন, কোন পদে জানেন?

এসিএল (Anterior Cruciate Ligament) হল হাঁটুর জয়েন্টের অন্যতম প্রধান স্টেবিলাইজার লিগামেন্ট। এসিএল-এর আঘাত বা টিয়ার হাঁটুর সবচেয়ে সাধারণ আঘাতগুলির মধ্যে একটি। আর এই আঘাত সবচেয়ে বিপজ্জনকও।

সূত্রের খবর, চোট সারাতে অস্ত্রোপচার দরকার কাউকোর। যার জেরে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে ফিনল্যান্ডের তারকাকে এ বার আর আইএসএলে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বদলে অন্য কাউকে নিতে পারবেন কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু নতুন ফুটবলারের মানিয়ে নিতেও সময় দরকার।

আরও পড়ুন: স্কুলের ছেলেদের মতো ভুল করে ম্যাচ জেতা যায় না- ISL-এ ফের হার,ক্ষোভ উগরালেন EB কোচ

চলতি মরশুমের আইএসএলের অন্যতম ফেভারিট দল এটিকে মোহনবাগান। কিন্তু এই মুহুর্তে লিগ টেবিল ষষ্ঠ স্থানে ধুঁকছে সবুজ-মেরুন ব্রিগেড। আগের ম্যাচে এফসি গোয়ার কাছে বাজে ভাবে হেরেছে এটিকে মোহনবাগান। তার উপর কাউকোর চোট একেবারে গোদের উপর বিষফোঁড়া। এই পরিস্থিতিতে শনিবার এই মুহূর্তে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দল হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। যারা আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরেছি। সবুজ-মেরুন চাইবে ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবলে অক্সিজেন পেতে।

কিন্তু এর মধ্যে কাউকো ছিটকে যাওয়ায়, ফেরান্দোর সব স্ট্র্যাটেজিই ওলটপালট হয়ে গিয়েছে। এখন পরিস্থিতি সামাল দিতে ফ্লোরেন্তিন পোগবাই একমাত্র ভরসা। যদিও পল পোগবার ভাই এখনও পর্যন্ত নজর কাড়েননি। তাই বাগান যে তীব্র চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

বন্ধ করুন
Live Score