বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA WC-এর লম্বা অধ্যায়ে কারা কবে চ্যাম্পিয়ন হয়েছে ঠৌটস্থ আছে? না থাকলে জেনে নিন

FIFA WC-এর লম্বা অধ্যায়ে কারা কবে চ্যাম্পিয়ন হয়েছে ঠৌটস্থ আছে? না থাকলে জেনে নিন

১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার আর্জেন্তিনার হাতে উঠেছিল ফিফা বিশ্বকাপ।

কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্তিনার দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা। কারা জিতবে এ বার শিরোপা? মেসি বিশ্ব জয়ের আক্ষেপ মেটাতে পারবেন? চলছে নানা জল্পনা। তার মাঝেই পাতা ওল্টানো ১৯৩০-২০১৮-এর বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকার।

ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসেছে কাতারে। কাতার বিশ্বকাপ একেবারে শেষ লগ্নে এসে গিয়েছে। রবিবার ফাইনাল। আর এই হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি ফ্রান্স এবং আর্জেন্তিনা। দুই দলই তৃতীয় বারের মতো শিরোপা জিততে মরিয়া। ফ্রান্স তো আবার পরপর দু'বার বিশ্বকাপ জয়ের নজির গড়তে চাইবে। কারণ তারা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

এর আগে কারা কবে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা মুখস্থ আছে? না থাকলে দেখে নিন এক নজরে:

১৯৩০: উরুগুয়ে

বিশ্বকাপের উদ্বোধনী আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা-উরুগুয়ে। মন্টেভিডিওতে ফাইনালে আর্জেন্তিনাকে ৪-২ গোলে হারিয়ে উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ জেতে। প্রথম টুর্নামেন্টে ১৩টি দল অংশ নিয়েছিল, যার মধ্যে মাত্র চারটি দল ছিল ইউরোপ থেকে।

১৯৩৪: ইতালি

প্রি-কোয়ার্টার থেকেই এই টুর্নামেন্ট হয়েছিল ১৯৩৪ সালে। আয়োজক দেশ ইতালি ফাইনালে ২-১ হারায় চেকোস্লোভাকিয়াকে। এই বছর উরুগুয়েও অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। কারণ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আগের বিশ্বকাপেও অংশ নেয়নি।

১৯৩৮: ইতালি

চার বছর বাদে ফের চ্যাম্পিয়ন হয় ইতালি। প্রথম টিম হিসেবে পরপর দু'বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে তারা। ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারায় ইতালি। ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া) বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রথম এশিয়ান দল হিসেবে অংশ নেয় ১৯৩৮ সালে।

১৯৫০: উরুগুয়ে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বকাপ, যেখানে ইংল্যান্ডের অভিষেক হয়েছিল। বিখ্যাত ‘মারাকানাজো’ খেলায় আয়োজক ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতে উরুগুয়ে তাদের দ্বিতীয় ট্রফি দখল করে।

আরও পড়ুন: FIFA WC 2022-এর পুরস্কারমূল্য শুনলে চোখ ছানাবড়া হবে, লজ্জা পাবে IPL,অলিম্পিক্সও

১৯৫৪: জার্মানি

হাঙ্গেরির বিপক্ষে ফাইনালে ৩-২ গোলে জিতে পশ্চিম জার্মানি তাদের প্রথম শিরোপা জয়ের স্বাদ পায়।

১৯৫৮: ব্রাজিল

পেলে নামে একজন ১৭ বছরের তারকার অভিষেক হয়েছিল ব্রাজিলের জার্সিতে। তিনি ছয'টি গোল করেছিলেন সে বার এবং তাঁর দলকে ফাইনালে তুলেছিলেন এবং সুইডেনকে ৫-২ হারিয়ে শিরোপা জিততে সাহায্য করেছিলেন।

১৯৬২: ব্রাজিল

সান্তিয়াগোতে ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতে ব্রাজিল তাদের শিরোপা ধরে রেখেছিল।

১৯৬৬: ইংল্যান্ড

ইংল্যান্ড এই এক বারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তারা ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে জয় পায়। এই বিশ্বকাপে অভিষেক হয়েছিল উত্তর কোরিয়া এবং পর্তুগালের।

১৯৭০: ব্রাজিল

ইতালির বিপক্ষে ৪-১ গোলে জিতে ব্রাজিল তাদের তৃতীয় শিরোপা পায়। পেলের শেষ বিশ্বকাপ ছিল এটি।

১৯৭৪: জার্মানি

ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে পশ্চিম জার্মানি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। এই বছর টুর্নামেন্টে নতুন ট্রফি চালু করা হয়েছিল।

১৯৭৮: আর্জেন্তিনা

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে জিতে আর্জেন্তিনা প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। সেই টুর্নামেন্টে মেক্সিকোর বিপক্ষে তিউনিসিয়ার ৩-১ ব্যবধানে জয় প্রথম বারের মতো কোনও আফ্রিকান দলের বিশ্বকাপের ম্যাচে জয়।

১৯৮২: ইতালি

স্পেনে পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে ইতালি তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে প্রথম বারের মতো পেনাল্টি টাইব্রেকারের ব্যবহার করা হয়েছিল।

১৯৮৬: আর্জেন্তিনা

আর্জেন্তিনার দিয়েগো মারাদোনার টুর্নামেন্ট ছিল এটি। এবং আর্জেন্তিনা দ্বিতীয় বার শিরোপা জেতে। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে রয়েছে এই বিশ্বকাপ।

আরও পড়ুন: প্রথম বার গোল্ডেন বুটের লড়াইয়ে একই ক্লাবের দুই তারকা! মেসি না এমবাপে- জিতবেন কে?

১৯৯০: জার্মানি

রোমে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে পশ্চিম জার্মানি তৃতীয় বারের মতো টুর্নামেন্ট জেতে। আর্জেন্তিনাকে হারিয়ে রজার মিলারের ক্যামেরুন প্রথম আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে।

১৯৯৪: ব্রাজিল

রোমারিও এবং বেবেতো ব্রাজিলকে ফাইনালে নিয়ে যান। একটি নিষ্প্রভ ম্যাচের পর, ব্রাজিল চতুর্থ বার শিরোপা জয় করে।

১৯৯৮: ফ্রান্স

এটি ছিল প্রথম বিশ্বকাপ, যেখানে ৩২টি দল অংশ নিয়েছিল। দিদিয়ের দেশঁ-র নেতৃত্বে আয়োজক ফ্রান্স ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল।

২০০২: ব্রাজিল

প্রথম বিশ্বকাপ দু'টি দেশ যৌথ ভাবে আয়োজন করে এবং প্রথম এশিয়ায় অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল পঞ্চম বার শিরোপা জয়ের স্বাদ পায়। রোনাল্ডোর মুকুটে যোগ হয় সবচেয়ে বড় সাফল্য।

২০০৬: ইতালি

ইতালি বার্লিনে ফ্রান্সকে পেনাল্টিতে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে। নির্দিষ্ট সময়ে ১-১ গোলে শেষ হয়। সেখান থেকে খেলা টাইব্রেকারে যায়। এই ম্যাতে জিনেদিন জিদান ঢুঁসো মারেন মাতেরাজ্জিকে। যা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম নিন্দনীয় ঘটনা।এর জন্য লালকার্ডও দেখেন জিদান। সঙ্গে তীব্র ভাবে সমালোচিত হন।

২০১০: স্পেন

প্রথম বারের মতো আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। ফাইনালে অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেন তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জেতে।

২০১৪: জার্মানি

ফাইনালে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে জার্মানি তাদের চতুর্থ শিরোপা জেতে।

২০১৮ - ফ্রান্স

ফ্রান্স তাদের দ্বিতীয় শিরোপা জেতে রাশিয়ায়। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারায় ফ্রান্স। কোচ দিদিয়ের দেশঁ অধিনায়ক এবং ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জয়ী দ্বিতীয় ব্যক্তি হন। এই বিশ্বকাপ থেকে ভার চালু হয়েছিল।

২০২২- ফ্রান্স না আর্জেন্তিনা?

২০২২ সালে ফের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্তিনা। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.