বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Euro 2024 Qualifier: আগুনে মেজাজে রোনাল্ডো, ৬-০ জয় পর্তুগালের, জিতল ইংল্যান্ড, ইতালিও

Euro 2024 Qualifier: আগুনে মেজাজে রোনাল্ডো, ৬-০ জয় পর্তুগালের, জিতল ইংল্যান্ড, ইতালিও

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

লাক্সেমবার্গের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে জয় ছিনিয়ে নিলেন রোনাল্ডোরা। জোড়া গোল করেন সিআরসেভেন। এ দিকে মাল্টাকে ২-০ হারিয়েছে ইতালিও। গোল করেন মাতেও রেতেগুই এবং মাতেও পেসিনা। ছুটছে ইংল্যান্ডের জয় রথও। ইংল্যান্ড ফের জয় ছিনিয়ে নিয়েছে। ২-০ গোলে তারা হারিয়েছে ইউক্রেনকে।

দেশের জার্সিতে ইউরোর যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার হাত ধরে ইউরো যোগ্যতা অর্জন পর্বে দাপুটে জয় ছিনিয়ে নিল পর্তুগাল। লাক্সেমবার্গের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে জয় ছিনিয়ে নিলেন রোনাল্ডোরা। জোড়া গোল করেন সিআরসেভেন। এর বাইরে গোল করেছেন জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিয়ো এবং রাফায়েল লিয়ো।

এ দিকে মাল্টাকে ২-০ হারিয়েছে ইতালিও। গোল করেন মাতেও রেতেগুই এবং মাতেও পেসিনা। ছুটছে ইংল্যান্ডের জয় রথও। ইংল্যান্ড ফের জয় ছিনিয়ে নিয়েছে। ২-০ গোলে তারা হারিয়েছে ইউক্রেনকে। হ্যারি কেন এবং বুকায়ো সাকা গোল করেছেন।

পর্তুগালের বড় জয়

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর রোনাল্ডোকে নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, সিআরসেভেন বোধহয় শেষের পথে। তবে তিনি যে এখন ফুরিয়ে যাননি, সেটা আবার প্রমাণিত হল। ৩৮ বছর বয়সেও তিনি লড়াকু রাজা। ইউরোর যোগ্যতা অর্জন পর্বে দেশের জার্সিতে তিনি টগবগ করে ফুটছেন। ফের দেখা যাচ্ছে রোনাল্ডোর জাদু।

আরও পড়ুন: জোড়া গোল এমবাপের, ডাচেদের উড়িয়ে দিল ফ্রান্স, লুকাকুর হ্যাটট্রিক, জিতল বেলজিয়াম

লাক্সেমবার্গের বিরুদ্ধে জোড়া গোল করার পর এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ১২২-এ। এর মধ্যে লাক্সেমবার্গের বিপক্ষেই ১১টি গোল করেছেন। লাক্সেমবার্গের ঘরের মাঠেই এ দিন দাপটে মেজাজে ছিলেন রোনাল্ডো এবং তাঁর দল। ম্যাচের ৯ মিনিটের মাথায় পর্তুগালকে এগিয়ে দেন সিআরসেভেন। নুনো মেন্দেসের হেড থেকে বল পেয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় তা জালে জড়ান রোনাল্ডো। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ফেলিক্স। বের্নার্দো সিলভার মাপা ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। তিন মিনিট পর নিজেই হেডে ফের গোল করেন বের্নার্দো সিলভা। ৩-০ করে পর্তুগাল। বিরতির আগেই লাক্সেমবার্গের আরও এক গোল হজম করে। ৩১ মিনিটে দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। প্রথমার্ধেই ৪-০ পিছিয়ে মারাত্মক চাপে পড়ে যায় লাক্সেমবার্গ।

দ্বিতীয়ার্ধেও তারা আর ম্যাচ ফিরতে পারেনি। বরং আরও ২ গোলের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেয় পর্তুগাল। ৬৬ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন কোচ মার্টিনেস। মাঠে নামান বিশ্বকাপে হ্যাটট্রিক করা গঞ্জালো রামোসকে। কিন্তু এ বার খালি হাতেই ফিরতেই হয় তাঁকে। তবে ওতাভিয়ো এবং রাফায়েল লিয়ো হাফ ডজন গোলের লক্ষ্যে পৌঁছে গেন পর্তুগালকে। মাঠে নামার দুই মিনিটের মধ্যে ম্যাচের ৭৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান ওতাভিয়া। আর ৮৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। তবে গোল করতে ব্যর্থ হন রাফায়েল লিয়ো। তবে চার মিনিট পরেই অবশ্য দারুণ একটি গোলে শাপমোচন করেন তিনি। পর্তুগালের ৬ নম্বর গোলটি শেষ পর্যন্ত আসে লিয়োর পা থেকেই।

জিতল ইতালি এবং ইংল্যান্ড

ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে দীর্ঘ ৬২ বছর পর হেরে বড় ধাক্কা খেয়েছিল ইতালি। তবে সেই হারের ধাক্কা কাটিয়ে উঠতে রবিবার সহজ প্রতিপক্ষই পেয়েছিল ইতালি। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে র‍্যাঙ্কিংয়ে ১৬৭ নম্বর স্থানে থাকা মাল্টাকে ২-০ হারাল ইতালি।

আরও পড়ুন: ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই পরিস্থিতি খারাপ ছিল- অকপট রোনাল্ডো

মজার বিষয় হল, ইতালিকে ম্যাচের ১৫ মিনিটের মাথায় লিড এনে দেন এক আর্জেন্তাইন। ২৩ বছর বয়সী মাতেও রেতেগুই ইতালিকে লিড এনে দেয়। রেতেগুই-এর জন্ম আর্জেন্তিনায়। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তবে দেশের হয়ে সিনিয়র দলে খেলার সুযোগ না পেয়ে, এখন ইতালির জাতীয় দলের জার্সিতেই তিনি ফুল ফোটাচ্ছেন। যেহেতু তাঁর দিদা ইতালীয়। সেই সূত্রেই তিনি এই দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষেও তাঁর অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন। রেতেগুই এখনও পর্যন্ত ইতালির কোন ক্লাবের হয়ে কখনও খেলেননি। তিনি বোকা জুনিয়রসের খেলোয়াড়, কিন্তু এখন লোনে খেলছেন আর্জেন্তাইন ক্লাব টাইগারে। এর পর ম্যাচের ২৭ মিনিটে গোল করেন মাতেও পেসিনা। প্রথম হাফেই দুই গোলে এগিয়ে যায় ইতালি। তবে বিরতির পর কোনও দলই গোলের মুখ খোলেনি। বরং ইতালি গোল ধরে রাখতে কিছুটা ডিফেন্সিভ হয়ে পড়ে।

এ দিকে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। এ দিন কেন ফের গোল পেলেন। এই নিয়ে ৫৫তম গোলটি করে ফেললেন তিনি। সঙ্গে বুকায়ো সাকার গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

প্রথমার্ধেই হয় ২ গোল। ৩৭ মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে হ্যারি কেন এগিয়ে দিয়েছিল ইংল্যান্ড। তিন মিনিটের মধ্যে ২-০ করেন বুকায়ো সাকা। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। ইংল্যান্ড যদি বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করতেন, তবে গোলের ব্যবধান বাড়তে পারত। তবে গ্রুপ ‘সি’-তে টানা দুই জয় নিয়ে ইংল্যান্ড এখন বেশ ফুরফুরে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে লাকি কারা? ২৪ এপ্রিল ২০২৫র রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? রইল ২৫ এপ্রিল ২০২৫ সালের রাশিফল ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে ১ টাকার কয়েন রাখতেন গুরু আচরেকর? কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে? পোলার্ডের ছক্কার রেকর্ড চুরমার করে কোহলির পাশে রোহিত, ১২ হাজারের শিখরে হিটম্যান ‘একদিনেই আইনজীবী হয়ে গেল?’ ‘মিত্তির বাড়ি’র জোনাকির নিউ লুকে কী বলছে নেটপাড়া? ধাওয়া করে প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গুলি, বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে নিহত ব্যক্তি ‘PAIR’-এ নাম নেই বাংলার বিশ্ববিদ্যালয়ের, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব ব্রাত্য একটা ভুলই রক্ষা করল প্রাণ, কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়ে এখনও আটকে কোন্নগরের গায়ক ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI

Latest sports News in Bangla

কেন জার্সিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি লিখতে দেওয়া হল না? নীতু সরকারের অভিযোগ Kalinga Super Cup 2025-এ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কোয়ার্টারে ইন্টার কাশী কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.