বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কাতারের ছিটকে যাওয়া, নেদারল্যান্ডস, ইংল্যান্ডের ড্র- পয়েন্ট টেবলের অঙ্ক কী বলছে?

কাতারের ছিটকে যাওয়া, নেদারল্যান্ডস, ইংল্যান্ডের ড্র- পয়েন্ট টেবলের অঙ্ক কী বলছে?

নকআউটের অঙ্ক কিন্তু জটিল হয়ে রয়েছে।

এ দিকে গ্রুপ বি-তে এ দিন ইংল্যান্ডকে আটকে দিয়ে লড়াই জমিয়ে দিয়েছে আমেরিকা। উল্টোদিকে ওয়েলসকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছে ইরান। গ্রুপ বি-র যা পরিস্থিতি তাতে, অঙ্কের বিচারে এখন চার দলেরই নকআউটে ওঠার সুযোগ রয়েছে।

গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে এ দিন মোট ৪টি ম্যাচ হয়েছে। তার মধ্যে গ্রুপ এ থেকে ইতিমধ্যে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গিয়েছে কাতার। যদিও তাদের একটি ম্যাচ বাকি রয়েছে। এ দিকে নেদারল্যান্ডসকে আটকে দিয়েছে ইকুয়েডর। ম্যাচ ড্র হয়েছে। সেনেগাল আবার কাতার হারিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তাই কাতার বাদে গ্রুপ এ-র বাকি তিন দলের সামনেই নক আউটে যাওয়ার সুযোগ রয়েছে।

এ দিকে গ্রুপ বি-তে এ দিন ইংল্যান্ডকে আটকে দিয়ে লড়াই জমিয়ে দিয়েছে আমেরিকা। উল্টোদিকে ওয়েলসকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছে ইরান। এই গ্রুপের যা পরিস্থিতি তাতে, অঙ্কের বিচারে এখন চার দলেরই নকআউটে ওঠার সুযোগ রয়েছে।

কাতার বিশ্বকাপের পয়েন্ট টেবল এক নজরে:

গ্রুপ-এ

নেদারল্যান্ডস- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৪

ইকুয়েডর- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৪

সেনেগাল- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -০, পয়েন্ট: ৩

কাতার- ম্যাচ: ২, জয়: ০, হার: ২, ড্র: ০, গোল পার্থক্য: -৪, পয়েন্ট: ০

আরও পড়ুন: আমেরিকা গাঁট হয়েই থাকল, গোলশূন্য ড্র করল ইংল্যান্ড

গ্রুপ-বি

ইংল্যান্ড- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ৪, পয়েন্ট: ৪

ইরান- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ৩

ইউএসএ- ম্যাচ: ২, জয়: ০, হার: ০, ড্র: ২, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ২

ওয়েলস- ম্যাচ: ২, জয়: ০, হার: ১, ড্র: ১, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ১

গ্রুপ-সি

সৌদি আরব- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

পোল্যান্ড- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

মেক্সিকো- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

আর্জেন্তিনা- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

গ্রুপ-ডি

ফ্রান্স- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ৩, পয়েন্ট: ৩

তিউনিশিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

ডেনমার্ক- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

অস্ট্রেলিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -৩, পয়েন্ট: ০

আরও পড়ুন: ব্রাজিল সমর্থকদের মাথায় বাজ, গ্রুপ পর্বের বাকি ম্যাচ খেলতে পারবেন না নেইমার

গ্রুপ-ই

স্পেন- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ৭, পয়েন্ট: ৩

জাপান- ম্যাচ: ০, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

জার্মানি- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

কোস্টারিকা- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -৭, পয়েন্ট: ০

গ্রুপ-এফ

বেলজিয়াম- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

ক্রোয়েশিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

মরোক্কো- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

কানাডা- ম্যাচ: ০, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ০

গ্রুপ-জি

ব্রাজিল- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৩

সুইজারল্যান্ড- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

ক্যামেরুন- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

সার্বিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ০

গ্রুপ-এইচ

পর্তুগাল- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

দক্ষিণ কোরিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

উরুগুয়ে- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

ঘানা- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

বন্ধ করুন