গ্রুপ পর্যায়ের ম্যাচের শেষদিনে পর্তুগালকে গতকাল ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়ায়। সেই ম্যাচেই রোনাল্ডোর বিতর্কিত আচরণ ঘিরে জল্পনা তৈরি হল। গতকাল দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে যখন মাঠ থেকে তুলে নেওয়া হয়, তখন তাঁকে গজগজ করতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, খেলার ৬৫ মিনিটে রোনাল্ডোর পরিবর্ত নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস। তখন মাঠ ছাড়ার সময় বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে বচসায় জড়ান পুর্তুগিজ তারকা। রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোকে বলতে শোনা যায়, ‘আমার মাঠ ছাড়ার বড্ড তাড়া তোমার...’। এদিকে এই ঘটনায় শেষ পর্যন্ত ডিফেন্ডার পেপে-কে এসে হস্তক্ষেপ করতে হয়।
উল্লেখ্য, রোনাল্ডোকে পরিবর্তন করার জন্য যখন বোর্ডে নাম ওঠে, তখন পর্তুগিজ তারকা খুব ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন। তখন দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড় এসে তাঁকে জলদি মাঠ ছাড়তে বলেন। তাতেই ক্ষেপে ওঠেন রোনাল্ডো। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনাল্ডো নিজেই জানান সেই ঘটনার কথা। তিনি বলেন, ‘আমাকে তুলে নেওয়ার সময় এক কোরিয়ান প্লেয়ার এসে আমাকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরতে বলে। আমি ওকে চুপ করে থাকতে বলি।’ সিআর৭-এর কথায়, ‘আমি কীভাবে মাঠ ছাড়ব, তা বলার কোনও অধিকার ওঁর নেই। আমি যদি সত্যিই ধীর গতিতে আসতাম, তাহলে রেফারি তা বলতে পারতেন।’
এদিকে রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে কোরিয়ান ফুটবলারকেই কাঠগড়ায় দাঁড় করান পর্তুগিজ কোচও। স্যান্টোস এই বিষয়ে বলেন, ‘সবাই দেখেছে রোনাল্ডো কোরিয়ান ফুটবলারের উপর রেগে গিয়েছিলেন। আসলে ওই ফুটবলার রোনাল্ডোকে অপমান করেন। রোনাল্ডোকে তাড়াতাড়ি মাঠ ছাড়তে বলেন। সেই জন্যই মেজাজ হারায় রোনাল্ডো।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।