বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: এই ধরনের ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করে ঠাণ্ডা মাথায় ভালো খেলা কঠিন- সাবধানী ফেরান্দো

ISL 2022-23: এই ধরনের ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করে ঠাণ্ডা মাথায় ভালো খেলা কঠিন- সাবধানী ফেরান্দো

জুয়ান ফেরান্দো।

মোহনবাগান তাদের শেষ ৩টি ম্যাচ জিতেছে। আর হায়দরাবাদ শেষ পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২টিতে। লিগের শেষ পর্যায়ে তারা হারে ওড়িশা, জামশেদপুরে কাছে। ড্র করে মুম্বইয়ের বিরুদ্ধে। হারায় মোহনবাগান এবং কেরালাকে। অন্য দিকে, ইস্টবেঙ্গল, কেরালার পরে প্লে অফের প্রথম ম্যাচে ওড়িশা-কে হারায় বাগান ব্রিগেড।

চলতি আইএসএলের ফাইনালে পৌঁছতে তাদের সামনে আর মাত্র দু’ধাপ। কিন্তু এই দু’ধাপ পেরোতেই যে তাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজেদের উজাড় করে দিতে হবে, তা খুব ভালো করেই জানেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়, যখন সেরাটা দিয়েও সাফল্য পাওয়া যায় না। গত বারের সেমিফাইনালে যেমন হয়েছিল। দ্বিতীয় লেগে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালে উঠতে পারেনি সবুজ-মেরুন বাহিনী। কারণ, প্রথম লেগে তারা ১-৩ গোলে হেরে গিয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হত তাদের। সেই সুযোগও পেয়েছিল তারা। কিন্তু একের পর এক অবিশ্বাস্য সুযোগ হাতছাড়া করে ব্যর্থ হয় তারা।

এ বার দ্বিতীয় লেগ পর্যন্ত চাপটা জিইয়ে রাখতে চায় না এটিকে মোহনবাগান ব্রিগেড। প্রথম লিগেই কাজ অনেকটা এগিয়ে রাখতে চায় তারা। হায়দরাবাদ ম্যাচের আগে সাংবাদিকদের ফেরান্দো সে রকমই বলেছেন।

আরও পড়ুন: ATKMB-র কাছে বদলার ম্যাচ, হায়দরাবাদ মরিয়া গত বারের পুনরাবৃত্তি ঘটাতে

বাগানের স্প্যানিশ কোচের দাবি, ‘এখন আমাদের ১৮০ মিনিট নিজেদের পরিকল্পনা বজায় রেখে, ছোটখাটো ব্যাপারগুলো নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যা মোটেই সহজ কাজ নয়। প্রথম ম্যাচেই তো আর ফাইনালে ওঠা যাবে না। গত বার যেমন ১-৩-এ হারার পরে দ্বিতীয় লেগে এক গোলে জেতাটা ছিল বেশ কঠিন। তাই প্রথম লেগেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়া জরুরি। প্রথম লেগে ভাল ফল হলে ফাইনালে ওঠা অনেকটা সহজ হবে।’

দলের অন্যতম সেরা তারকা হুগো বৌমাসও কোচের কথায় সায় দিয়ে বলেন, ‘গত বার প্রথম ম্যাচে আমরা ভালো খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই আমাদেরই আধিপত্য ছিল। কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করার পরে একটার বেশি গোল করতে পারিনি আমরা। এ বার আশা করি, আমরা প্রথম লেগেই ভালো খেলব। তবে প্রতিপক্ষকে শ্রদ্ধা করতেই হবে। ওরা বেশ ভালো দল। ম্যাচটা জেতা মোটেই সহজ হবে না।’

বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়নদের ঘরের মাঠে তাদের হারানো যে বেশ কঠিন হবে, তা স্বীকার করে নিয়ে কোচ ফোরান্দোও জানান, তাঁরা ধাপে ধাপে এগোতে চান। বলেন, ‘এই ধরনের ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করে, ঠাণ্ডা মাথায় নিখুঁত খেলা বেশ কঠিন। একটা হলুদ বা লাল কার্ড বা যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিই ম্যাচের রঙ বদলে দিতে পারে। তাই আমাদের আগে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমার্ধ, তার পরে দ্বিতীয়ার্ধ নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে। ধাপে ধাপে না এগোলে সাফল্য পাওয়া যাবে না।’

আরও পড়ুন: কেরলে Super Cup-এ ৯, ১০ এপ্রিল নামছে EB-ATKMB, বাগানের তুলনায় কঠিন চ্যালেঞ্জ লাল-হলুদের

কিন্তু এ রকম গুরুত্বপূর্ণ সময়েও চোট-আঘাত তাদের সঙ্গী হয়ে রয়েছে। আশিক কুরুনিয়ান গোড়ালির চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন কি না, তা অনিশ্চিত। ফেরান্দো তা মেনে নিয়েই বলেন, ‘চোট-আঘাত লেগেই থাকে। কার্ড-সমস্যাও থাকে। এ সব নিয়েই চলতে হয়। আমাদের স্কোয়াডে ২৫ জন রয়েছে। কেউ না খেলতে পারলে অন্য কেউ খেলতে পারে আমাদের দলে। আশিকের চোটটা গুরুতর। অবশ্যই সে জন্য আমরা খুশি নই। ওকে যে ট্যাকলটা করা হয়েছিল ওই সময়ে, তা খুবই হতাশাজনক। চোট, কার্ড এগুলো ফুটবলেরই অঙ্গ। তবে গত দু'দিনে একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আশিক না খেলতে পারলেও আমাদের মাঠে নামতে হবে। এগুলো তো আর আমাদের হাতে নেই।’

গত বারের হারের বদলা এ বার নিতে চান কি না, জিজ্ঞাসা করা হলে স্প্যানিশ কোচ বলেন, ‘অতীতে কী হয়েছে না হয়েছে ভেবে লাভ নেই। দুই দলের সামনেই ফাইনালে ওঠার রাস্তা খোলা। দুই দলই ১৮ মার্চ গোয়ায় খেলতে চাই। তাই এখন সামনের ম্যাচটাতেই পুরোপুরি মন দিতে চাই আমরা। চোট পাওয়ার ঝুঁকি, প্রতিপক্ষের ফুটবলার এসব নিয়ে বেশি ভেবে লাভ নেই। নিজেদের খেলোয়াড়, পরিকল্পনা নিয়ে এখন বেশি ভাবতে হবে। নিজেদের পদ্ধতির ওপর আস্থা রাখতে হবে। আশা করি আগামী দুই ম্যাচের পরে আমরা ফাইনালের দরজা খুলে ফেলতে পারব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.