বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গোলের খরা কাটাতে চুক্তি বাড়ল ২ স্ট্রাইকারের, ATK MB চুক্তি করল ১ মিডিয়োর সঙ্গেও

গোলের খরা কাটাতে চুক্তি বাড়ল ২ স্ট্রাইকারের, ATK MB চুক্তি করল ১ মিডিয়োর সঙ্গেও

এটিকে মোহনবাগান চুক্তি করল তিন ফুটবলারের সঙ্গে।

ডুরান্ড কাপ থেকেই গোল করার লোকের অভাব বেশ টের পাওয়া যাচ্ছে। গোল করতে না পারার কারণেই কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল এটিকে মোহনবাগান। এএফসি কাপেও ছিল একই রোগ। আইএসএলেও একই পরিস্থিতি থাকলে কপালে দুঃখ আছে বাগানের। তবে দেশীয় স্ট্রাইকারদের উপরেই ভরসা রাখছে এটিকে মোহনবাগান শিবির।

এটিকে মোহনবাগান ডুরান্ড কাপে নিরাশ করেছে। এএফসি কাপের সেমিফাইনালেও হতাশাজনক পারফরম্যান্স ছিল তাদের। কলকাতা লিগেও খেলছে না তারা। সব মিলিয়ে আইএসএলে সকলের বিশেষ নজর থাকবে এটিকে মোহনবাগানের উপর। সামনেই ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে তিন ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল সবুজ-মেরুন ব্রিগেড।

এই তিন জনের তালিকায় রয়েছেন লিস্টন কোলাসো, মনবীর সিং এবং দীপক টাংরি। এই মরসুমে এটিকে মোহনবাগানের সবচেয়ে বড় চিন্তা আক্রমণ ভাগ। ডুরান্ড কাপ থেকেই গোল করার লোকের অভাব বেশ টের পাওয়া যাচ্ছে। গোল করতে না পারার কারণেই কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল এটিকে মোহনবাগান। এএফসি কাপেও ছিল একই রোগ। আইএসএলেও একই পরিস্থিতি থাকলে কপালে দুঃখ আছে বাগানের। তবে দেশীয় স্ট্রাইকারদের উপর ভরসা রাখছে এটিকে মোহনবাগান শিবির। সে কারণেই মনবীর সিং এবং লিস্টন কোলাসোর সঙ্গে চুক্তি বাড়ানো হল।

আরও পড়ুন: কলঙ্কিত ভারতীয় ফুটবল-রক্তে মরফিনের নমুনা মেলায় ২বছর নির্বাসিত ATK MB-র প্রাক্তনী

গত বারের আইএসএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন লিস্টন কোলাসো। এ ছাড়া আধডজন গোল অ্যাসিস্ট করেছিলেন। এএফসি কাপেও চারটি গোল করেছেন। তাঁর সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান। চুক্তি বাড়ানোর পর লিস্টন বলছেন, ‘দেশের ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান। পরিবেশ, পরিকাঠামো খুবই ভালো। সে কারণেই আরও পাঁচ বছর থাকার সিদ্ধান্ত নিলাম। গত বছর ভালো খেলেও অল্পের জন্য আইএসএল ট্রফি জিততে পারিনি। এ বার ট্রফি জিততে চাই। আমাদের দল এ বার আরও অনেক বেশি শক্তিশালী। দলে অনেক নতুন ফুটবলার এসেছে। প্রস্তুতিও ভালো হয়েছে। সকলেই একশো শতাংশ দিতে তৈরি।’

আরও পড়ুন: প্রতিবন্ধীকে সাহায্য করে মানবিক বাগান ডিফেন্ডার, ATK MB তারকা মন জয় করলেন সকলের

জাতীয় দলের স্ট্রাইকার মনবীর সিংয়ের চুক্তিও পাঁচ বছরের জন্য বাড়ানো হল। মিডফিল্ডার দীপক টাংরির সঙ্গে চুক্তি হল আরও চার বছরের। তাঁরা বলছেন, ‘এখন আমাদের একমাত্র লক্ষ্য জয় দিয়ে আইএসএল মরসুম শুরু করা।’

তিন সপ্তাহ প্রস্তুতির পর দুর্গা পুজোর জন্য ফুটবলারদের ছুটি দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ৪ অক্টোবর থেকে আইএসএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে এটিকে মোহনবাগান। আইএসএলে এই মরসুমে তাদের প্রথম ম্যাচ ১০ অক্টোবর। যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য ১ কোটি টাকা নিয়ে অবসর! EPFO-তে জমবে আরও বেশি টাকা, বড় পরিবর্তন করতে পারে সরকার এখনও রমরমিয়ে চলছে বয়স ভাঁড়ানো, বিস্ফোরক সন্দেশ ঝিঙ্গান প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.