শুভব্রত মুখার্জি: বর্তমান টেনিস বিশ্বের অবিসংবাদিত নায়ক রাফায়েল নাদাল। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্রান্ড স্ল্যামের খেতাব। নোভাক জকোভিচের সঙ্গে যৌথভাবে এই মুহূর্তে সর্বাধিক গ্রান্ড স্ল্যাম জয়ের নায়ক তিনি। ২২টি খেতাবের মধ্যে ১৪টি এসেছে ফরাসি ওপেন জেতার মধ্যে দিয়ে। লাল সুড়কির কোর্ট আর রাফা যেন একে অপরের সমার্থক। ক্লে কোর্টে যে দাপটের সঙ্গে গত এক দশকের বেশি সময় খেলে চলেছেন নাদাল তা অবিশ্বাস্য। আর চোটের কারণে আসন্ন ফরাসি ওপেনে নাদালের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে মুখ খুলে অপর কিংবদন্তি রজার ফেডেরার জানিয়েছেন ফরাসি ওপেনে নাদাল খেলতে না পারলে তা হবে অত্যন্ত 'নিষ্ঠুর' ঘটনা।
রজার আশা প্রকাশ করেছেন সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠে ফরাসি ওপেনে খেলবেন রাফায়েল নাদাল। নাদাল এই মুহূর্তে সমস্যায় রয়েছেন তাঁর পশ্চাৎ দেশের চোট নিয়ে। গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনে এই চোট পেয়েছিলেন তিনি। যেই চোট থেকে সেরে উঠতে তিনি এখনও লড়াই চালাচ্ছেন। চোট পুরোপুরি সেরে না ওঠার ফলে ইতালিয়ান ওপেন থেকেই নাম প্রত্যাহার করেন নাদাল। তারপরেই তাঁর চোট নিয়ে আশঙ্কা দেখা দেয়। এর পাশাপাশি নাদাল মাদ্রিদ ওপেন, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ওপেন, মন্টে কার্লো এবং বার্সেলোনা ওপেনেও খেলেননি তিনি।
সম্প্রতি তাঁর প্রিয় বন্ধুকে নিয়ে মুখ খুলেছেন রজার ফেডেরার। তাঁর মতে, 'বিষয়টি খুব নিষ্ঠুর হবে (যদি ফরাসি ওপেনে নাদাল খেলতে না পারেন)।' ফর্মুলা ওয়ানের মায়ামি ওপেন চলার সময়ে স্কাই স্পোর্টসে এমন মন্তব্য করেছেন ২০ বারের গ্রান্ড স্ল্যামজয়ী । তিনি আরও যোগ করেন, 'আমি এখনও আশাবাদী নাদাল ফরাসি ওপেনে খেলবেন। আমি দেখেছি ও (নাদাল) রোম ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। পাশাপাশি নোভাক জকোভিচও খুব বেশি খেলছে না। আশা করছি ও ফিট রয়েছে, শক্তিশালী রয়েছে। পাশাপাশি অনেক নবীন তারকা উঠে এসেছে। ফলে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে সকলকে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।