বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > সিনিয়রদের ব্যাগ জুনিয়রদের দিয়ে বইয়েছিলেন, কনস্টানটাইনের বিরুদ্ধে গুরবিন্দরের অভিযোগ

সিনিয়রদের ব্যাগ জুনিয়রদের দিয়ে বইয়েছিলেন, কনস্টানটাইনের বিরুদ্ধে গুরবিন্দরের অভিযোগ

স্টিফেন কনস্টানটাইনের বিরুদ্ধে গুরবিন্দর সিং-এর অভিযোগ

কনস্টানটাইনের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডার গুরবিন্দর সিং। এমন অভিযোগ নিঃসন্দেহে লজ্জায় ফেলবে লাল হলুদ কোচকে। একসময়ের ময়দান কাঁপানো ডিফেন্ডার। কনস্টানটাইনের কোচিংয়ে ক্লাব স্তরে না খেললেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরবিন্দরের।

বর্তমানে চলতি ইন্ডিয়ান সুপার লিগের টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল। এবারের টুর্নামেন্টে এখনও চার ম্য়াচের মধ্যে একটি মাত্র ম্যাচ জিতেছে লাল হলুদ ব্রিগেড। তবে তার মধ্যেই লাল হলুদের বিকর্তের ছোঁয়া। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডার গুরবিন্দর সিং। এমন অভিযোগ নিঃসন্দেহে লজ্জায় ফেলবে লাল হলুদ কোচকে। একসময়ের ময়দান কাঁপানো ডিফেন্ডার। কনস্টানটাইনের কোচিংয়ে ক্লাব স্তরে না খেললেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরবিন্দরের।

আরও পড়ুন… ICC T20 World Cup 2022: কোহলি কি আম্পায়ারদের উপর চাপ তৈরি করছেন? ওয়াকারের যুক্তিকে ধুয়ে দিয়ে বিরাটের পাশে আক্রম

জুনিয়র ফুটবলারদের সঙ্গে কনস্টানটাইন কী রকম ব্যবহার করতেন সেই কথাই জানিয়েছেন ইস্টবেঙ্গলের জার্সিতে টানা আটবার কলকাতা লিগ জেতা সুপারস্টার গুরবিন্দর সিং। ইস্টবেঙ্গলের হয়ে তুখোড় পারফরম্যান্সের সুবাদে গুরবিন্দর জাতীয় দলে অভিষেক করেছিলেন ২০১৩ সালে। অন্যদিকে, ভারতের জাতীয় দলের কোচ হিসেবে ২০১৫-য় দ্বিতীয়বার প্রত্যাবর্তন করেন কনস্টানটাইন। তিক্ত স্মৃতি শেয়ার করে ইস্টবেঙ্গলের গুরবিন্দর সিং লিখেছেন, ‘প্ৰথমবার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। যখন আমি ওঁর কোচিংয়ে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম। দিল্লি বিমানবন্দরে ক্যাম্পে যাওয়ার পথে উনি সিনিয়র প্লেয়ারদের ব্যাগ পত্তর আমাকে দিয়ে বইয়েছিলেন। কারণ জাতীয় দলে প্ৰথমবার খেলতে গিয়েছিলাম।’ 

আরও পড়ুন… অবশেষে এল প্রথম জয়, ঘরের মাঠে জামশেদপুর এফসিকে হারাল এফসি গোয়া

গুরবিন্দর সিং আরও জানিয়েছেন, ‘২০১৪-১৫ সালে আমরা গুয়ামের বিরুদ্ধে খেলতে যাচ্ছিলাম। বিমানবন্দরে ওঁর নিয়ম ফলো না করায় আমাকে উনি প্ৰথম এগারোয় রাখেননি। তথাকথিত কোচের এটাই আসল চেহারা। যাঁর এত ছোট মানসিকতা, তিনি কীভাবে আমাদের ডার্বিতে জয় উপহার দেবেন, কতজন আমার বাঙালি ভাইয়েরা এমনটা মনে করেন?’ 

পঞ্জাবি ডিফেন্ডারের এমন অভিজ্ঞতার কথা জানতে পেরে অনেক ইস্টবেঙ্গল সমর্থকই অবাক হয়েছেন। অনেকে আবার প্রশ্ন তুলছেন স্টিফেন দীর্ঘদিন কোচ হয়েছেন। হঠাৎ এতদিন পর কেন অভিযোগ করছেন গুরবিন্দর সিং? তাহলে কী এর পিছনে অন্য কোনওঅঙ্ক কাজ করছে? ক্লাবে ভিতরে ভিতরে স্টিফেন বিরোধী হাওয়া এবং ফুটবলার নিযুক্তের দায়িত্বে থাকা অময় ঘোষালের বিরুদ্ধে একটা মতামত পার্থক্য তৈরি হচ্ছে। এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলকাতা ময়দান। 

একে লিগে খারাপ ফল, তার সঙ্গে ডার্বিতে হার, সব মিলিয়ে চাপে রয়েছেন স্টিফেন কনস্টানটাইন। তার মাঝেই কোচকে নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্ক। এমন অবস্থায় শুক্রবার চলতি আইএসএল-এর পরবর্তী ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ঘরের মাঠ সল্টলেক যুবভারতীতে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে রয়েছে চেন্নাইয়িন। এই ম্যাচ জিতে সকল বিতর্ককে পিছনে ফেলতে চাইবেন কনস্টানটাইন। 

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন