বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC 2022: রোভম্যানের ১০৪ মিটার লম্বা ছক্কা, মাথায় হাত দিয়ে হাঁ করে দেখলেন আকিল- ভিডিয়ো

T20 WC 2022: রোভম্যানের ১০৪ মিটার লম্বা ছক্কা, মাথায় হাত দিয়ে হাঁ করে দেখলেন আকিল- ভিডিয়ো

রভম্যান পাওয়েলের বিশাল ছক্কায় হতবাক আকিল হোসেন।

পাওয়েল শেষ ওভারে যে দু'টি ছক্কা মারেন,তার মধ্যে একটি ছিল ১০৪ মিটারের একটি দীর্ঘ ছয়। ব্লেসিং মুজারাবানির ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে এই ছক্কা হাঁকান তিনি। পাওয়েলের এই ছক্কা দেখে নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান আকিল হোসেনও হতবাক হয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের মধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-বি-র কোয়ালিফায়ার ম্যাচটি হোবার্টের বেলেরিভ ওভাল মাঠে খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ দলটি তাদের শেষ ম্যাচে হেরেছে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ান দল ৭ উইকেটে ১৫৩ রান করে। উইন্ডিজের পক্ষে জনসন চার্লস ৪৫, রোভম্যান পাওয়েল ২৮ ও আকিল হোসেন ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারে ১৬ রান করেন। আর তার কৃতিত্ব পাওয়েলের। তিনি এই ওভারে দু'টি ছক্কা হাঁকান।

আরও পড়ুন: বড় ধাক্কা খেল ইংল্যান্ড, ছিটকে গেলেন তারকা পেসার,পরিবর্তে দলে মিলস

পাওয়ার হিটার পাওয়েল শেষ ওভারে যে দু'টি ছক্কা মারেন,তার মধ্যে একটি ছিল ১০৪ মিটারের একটি দীর্ঘ ছয়। ব্লেসিং মুজারাবানির ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে এই ছক্কা হাঁকান তিনি। পাওয়েল এর আগে প্রথম বলেও ছক্কা মেরেছিলেন, কিন্তু দ্বিতীয় ছক্কাটা বিশাল লম্বা ছিল। পাওয়েলের এই ছক্কা দেখে নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান আকিল হোসেনও হতবাক হয়ে যান। এবং তিনি শেষ পর্যন্ত বল দেখতে থাকেন। বল ছাদের ওপরে পৌঁছলে, পাওয়েলের শট দেখে আকিল তাঁর মাথায় হাত দিয়ে হতবাক হয়ে যান। তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতোই। আর আকিলের এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে জয় ছিনিয়ে নিলে বিশ্বকাপে ভেসে থাকল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে জিম্বাবোয়েকে হারাতেই হত। এই পরিস্থিতিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না করলেও, জনসন চার্লস এবং রোভম্যান পাওয়েল দলকে ভরসা জোগান। চার্লস ৪৫ রান করে আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ দিকে পাওয়েল ও আকিল হোসেন স্কোরকার্ডকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান করেন ২১ বলে ২৮ রান। আকিল হোসেন করেন ১৮ বলে ২৩ রান।

আরও পড়ুন: গলফ খেলতে গিয়ে ঘটালেন বিপদ, হাসপাতালে নিয়ে যেতে হল অজি কিপারকে

জবাবে রান করতে নেমে দুরন্ত শুরু করে জিম্বাবোয়ে। প্রথম ওভারে ওঠে ২১ রান। তবে ম্যাচের তৃতীয় ওভারে রেগিস চাকাভা আউট হলে ম্যাচের রং বদলাতে শুরু করে। এর পর নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। সিকান্দার রাজাকে ১৪ রানের মাথায় আউট করে জিম্বাবোয়েকে সব থেকে বড় থাক্কা দেন ওডেন স্মিথ। শেষ দিকে লুক জংউই কিছুটা চেষ্টা করেন। তবে দলকে জেতাতে পারেননি তিনি। সেই জোসেফের বলে ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। সেই সঙ্গে জিম্বাবোয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। ১২২ রানে অলআউট হয়ে যায় তারা। ৩১ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। একাই ৪ উইকেট নেন আলজারি জোসেফ।

এই জয়ের ফলে গ্রুপ বি-তে চারটি দলেরই পয়েন্ট ২। প্রত্যেকের বাকি একটি করে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI মমতাকে লেখা জহরের বিস্ফোরক চিঠির 'পয়েন্টের' সঙ্গে সহমত কুণালও! তবে কি এবার…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.