২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12-এ পৌঁছানো দুই দলের ছবিটা হয়তো আজ বৃহস্পতিবার পরিষ্কার হয়ে যাবে। এদিন কোয়ালিফিকেশন রাউন্ডে গ্রুপ এ দলগুলো একে অপরের সঙ্গে মুখোমুখি হবে। ভারতীয় সময়ে সকাল ৯.৩০ মিনিটে গ্রুপ A-র শীর্ষে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে শ্রীলঙ্কা মুখোমুখি হবে।আর অন্য ম্যাচে নামিবিয়া তাদের শেষ ম্যাচটি UAE-এর বিরুদ্ধে দুপুর ১.৩০ খেলতে নামবে। প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ এ থেকে ছিটকে গেছে সংযুক্ত আরব আমির শাহি। এখন শুধু শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার।
আরও পড়ুন… T20 WC 2022: বিশ্রি বোলিং করে অ্যাসোসিয়েট টিমের বিরুদ্ধে লজ্জার নজির আইরিশ ক্রিকেটারের
শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের মধ্যে খেলা আজকের প্রথম ম্যাচের কথা বলতে গেলে, প্রথম দুটি ম্যাচের মধ্যে দুটি জিতে নেদারল্যান্ডস +০.১৪৯ নেট রান রেট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তারা সরাসরি সুপার 12 জায়গা পেয়ে যাবে। একই সঙ্গে হারের পরও শ্রীলঙ্কান খেলোয়াড়দের চোখ থাকবে নামিবিয়ার দিকে। পরের ম্যাচে নামিবিয়াকে যদি UAE হারাতে পারে তাহলে বিষয়টি আটকে যাবে নেট রান রেটে।
অন্যদিকে শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারায়,তাহলে তাদেরও চার পয়েন্ট হবে,তাহলে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা উভয়েরই চোখ থাকবে নামিবিয়া বনাম সংযুক্ত আরব আমির শাহির ম্যাচের দিকে। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমির শাহি জিতলে,নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা সুপার ১২-এ পৌঁছানোর দুটি দল হয়ে উঠবে,আর নামিবিয়া জিতলে,তিনটি দলের জন্যই নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে।
আরও পড়ুন… Asia Cup Controversy: ভারতের মর্জি অনুযায়ী সবটা চলতে পারে না- Asia Cup বিতর্কে ঘি ঢাললেন রামিজ রাজা
শ্রীলঙ্কা স্কোয়াড: পথুম নিসাঙ্কা,কুসল মেন্ডিস (ডব্লিউকে),ধনঞ্জয়া ডি সিলভা,ভানুকা রাজাপাকসে, চরিত আসলাঙ্কা,দাসুন শানাকা (সি),ভানিন্দু হাসারাঙ্গা,চামিকা করুণারত্নে, প্রমোদ মদুশান,মহেশ থেকশানা,বিনুরা ফার্নান্দো,লাহিরু কুমারা,লাহিরু কুমারা,। দিলশান মাদুশঙ্কা,দানুশকা গুনাথিলাক
নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ওড,বিক্রমজিৎ সিং,বাস ডি লিড,টম কুপার,কলিন অ্যাকারম্যান,স্কট এডওয়ার্ডস (ডব্লিউ/সি),টিম প্রিংল,রোয়েলফ ভ্যান ডার মারওয়ে,টিম ভ্যান ডের গুগেন,ফ্রেড ক্লাসেন,পল ভ্যান মেকারেন,স্টেফান মাইবার্গ,লোগান ভ্যান বিক, তেজা নিদামানুরু, ব্র্যান্ডন গ্লোভার, শারিজ আহমেদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।