বিশ্বকাপের সূচি প্রকাশের পর কি নিজেকে বলেছিলেন, 'এবারের জন্মদিনের সেরা উপহারটা হবে বিশ্বকাপ!' সেই উত্তরটা অবশ্য জানা নেই। আর সেই জন্মদিনের সেরা উপহার পাওয়া থেকে মাত্র এক ধাপ দূরে হরমনপ্রীত কৌর।
১৯৮৯ সালের আজকের দিনেই পঞ্জাবে জন্মেছিলেন হরমনপ্রীত। আর সেই ৩১ তম জন্মদিনের দিন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের ফাইনালে ওঠার পর তাই জন্মদিনের উপহার হিসেবেই বিশ্বকাপ জিততে মরিয়া হরমনপ্রীত।
আরও পড়ুন : ICC Women's T20 World Cup-প্রতিপক্ষ হিসাবে ভারতকে অপছন্দ অজি পেসার মেগান স্কাটের
ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা জানালেন। ভারতীয় অধিনায়কের কথায়, 'শুধুমাত্র জন্মদিনের উপহার হিসেবে বিশ্বকাপ পেতে চাই।' দলের অন্যান্য খেলোয়াড়রাও জন্মদিনের উপহার হিসেবে যে অধিনায়কের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, তার রেশ আগেই পাওয়া গিয়েছিল জেমাইমা রদ্রিগেসের গলায়। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, '(বিশ্বকাপ) ফাইনাল জিতে আমাদের অধিনায়ককে (হরমনপ্রীত) জন্মদিনের সেরা উপহার দিতে চাই।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।