ভারতে খেলতে আসার বিষয়ে পিসিবির প্রাথমিক সম্মতি পেয়েই আইসিসি আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেয়। স্থির হয় ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ভারত-পাক মহারণ। যদিও পাকিস্তানের ক্রিকেট বোর্ড পরে জানায় যে, বাবরদের ভারতে খেলতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পাক সরকারের সম্মতির উপরে।
পাকিস্তান সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটিও গড়েছে। এখন নতুন করে জটিলতা তৈরি হয় সেই কমিটির অন্যতম সদস্য তথা পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির কথায়। পাক ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তবে পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না। অর্থাৎ, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের উপর চাপ তৈরি করতে প্রাথমিকভাবে যে কৌশল নিয়েছিল, সেই একই সুর শোনা যাচ্ছে পাক ক্রীড়ামন্ত্রীর গলায়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলোচনার সময় মাজারি এই প্রসঙ্গে বলেন, ‘যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রকের অধীনে রয়েছে, তাই আমার ব্যক্তিগত মত এই যে, ভারত যদি এশিয়া কাপ খেলার জন্য নিরপেক্ষ কেন্দ্রের দাবি জানিয়ে থাকে, তবে বিশ্বকাপ খেলার জন্য আমাদেরও তাই করা উচিত।’
পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী যে কমিটি গড়েছেন, সেই সম্পর্কে আপডেট দিয়ে মাজারি বলেন, ‘কমিটির নেতৃত্বে থাকবেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আমি কমিটির বাকি ১১ সদস্যের একজন। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে নিজেদের মতামত জানাব। প্রধানমন্ত্রী নিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পেট্রন ইন চিফ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রীই।'
মাজারি জানিয়েছেন, আগামী সপ্তাহের যে কোনও সময়ে কমিটি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিতে পারে। তার পরেই জাকা আফরাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে আইসিসির সভায় যোগ দেবেন। বিসিসিআই সচিব জয় শাহ, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান, তিনিও উপস্থিত থাকবেন ডারবানের সভায়। সেখানে জয় শাহর সঙ্গে এশিয়া কাপ নিয়েও পিসিবি প্রতিনিধির আলোচনা হবে হবে জানা যাচ্ছে।
বিশ্বকাপের সূচি ঘোষণা করা হলেও এখনও এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়নি। তবে এটা স্থির করা হয়েছে যে, এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ খেলা হবে দ্বীপরাষ্ট্রে। স্বাভাবিকভাবেই ভারত তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।