আমদাবাদ টেস্ট ভারতের কাছে বড় অগ্নিপরীক্ষা হতে চলেছে। আর সেই টেস্টে খেলতে নামার আগে অজিদের তুলনায় চাপে থাকবে ভারতই। কারণ ভারতের কাছে এই টেস্ট মরণ-বাঁচন লড়াই। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে এই টেস্টে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। সেখানে ভারতকে ইন্দোরে হারিয়ে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার মুখে ঋষভ পন্তের নাম। তিনি বুধবার সাংবাদিক বৈঠকে এসে স্পষ্ট জানিয়ে দেন, ঋষভ পন্তের না থাকাটা ভারতের কাছে কত বড় ক্ষতি।
আরও পড়ুন: IND vs AUS, 4th Test: ভরতের পরিবর্তে ইশান? সিরাজ বাদ? কী হবে টিম ইন্ডিয়ার একাদশ?
বৃহস্পতিবার কেএস ভরত নাকি ইশান কিষাণ কাকে খেলানো হবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মাঝে কোনও রকম রাখঢাক না করে রোহিত স্পষ্ট ভাষায় বলে দেন, ‘সত্যিই পন্তকে খুব মিস করছি। বিশেষত এই ধরনের ঘূর্ণি পিচের ক্ষেত্রে। আমরা সবাই জানি পন্ত ব্যাট হাতে কী করতে পারে। তা ছাড়া উইকেটকিপিংয়েও গত দু’বছরে ও অনেক সাহায্য করেছে আমাদের। ঘূর্ণি উইকেটে ওর কিপিং বাকি সবার থেকে আলাদা।’
আরও পড়ুন: বাইরের লোক কী বলল যায় আসে না- শাস্ত্রীর ‘আত্মতুষ্টি’ মন্তব্যের কড়া জবাব রোহিতের
আসলে পন্তের বিকল্প হিসেবে কেএস ভরত এখনও নজর কাড়তে পারেননি। প্রথম তিন টেস্টে ব্যাট হাতে যেমন সে ভাবে রান পাননি, তেমনই উইকেটের পিছনে তাঁর পারফরম্যান্স আহামরি নয়। তবে রোহিত এত তাড়াতাড়ি ভরতের উপর থেকে আস্থা হারাতে নারাজ। তিনি বলে দিয়েছেন, ‘ভরত প্রচুর সময় কাটিয়েছে ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফি, ভারত এ, আঞ্চলিক ক্রিকেট খেলে অনেক রানও করেছে। তাই এই উইকেটে মাত্র তিনটে ম্যাচে ভরতের কিপিং দেখে ওকে বিচার করা মুশকিল। সবাইকে যথেষ্ট ম্যাচ খেলতে দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সঙ্গে রোহিত আরও বলেন, ‘সিরিজের আগে ওর সঙ্গে কথা হয়েছিল। ওকে বলেছিলাম, কী ধরনের পিচে খেলা হতে চলেছে তা নিয়ে চিন্তা কোরো না। পিচ সহজ নয় ঠিকই। কিন্তু নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ পাবে। আসলে এ ধরনের পিচে খেললে কিছু ম্যাচে হয়তো ব্যর্থ হতেই হবে। কিন্তু নতুন ছেলেদের পাশে দাঁড়ানোটা দরকার। ভরতের জন্যে ঠিক সেটাই করছি আমরা।’
ভারত অধিনায়ক বরাবরই জুনিয়রদের পাশে দাঁড়ান। যে কারণে হিটম্যান এ কথাও বলতে ভুললেন না, ‘ইশানের সঙ্গে কথা হয়েছে। ও যখন দলে সুযোগ পাবে, তখন ওর পাশেও আমরা থাকব। একটা-দু'টো ম্যাচে ব্যর্থ হলে ওকে বসিয়ে দেব না। তা হলে সেটা অবিচার হবে।’