পারফরম্যান্স নয়, বরং পক্ষপাতিত্বের জেরেই বারবার জাতীয় দলে জায়গা পাচ্ছেন কেএল রাহুল। এমনই গুরুতর অভিযোগ তুলেছেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। শনিবার নাগপুর টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে নাকানিচোবানি খাইয়ে ভারত ইনিংস এবং ১৩২ রানে জয় পেয়েছে। সেই দিনই ভারতের দল নির্বাচন নিয়ে বড়সড় অভিযোগ তুলেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ।
তবে প্রসাদের একেবারে উল্টো পথে হেঁটে সুনীল গাভাসকর পাশে দাঁড়ালেন কেএল রাহুলের। তিনি বরং রাহুলের গত এক-দু'বছরের পারফরম্যান্স বিবেচনা করে দিল্লি টেস্টে তাঁকে সুযোগ দেওয়ার দাবিই তুলেছেন।
প্রসাদ টুইটে লিখেছিলেন, ‘রাহুলের নির্বাচন মোটেই পারফরম্যান্স নয়, পক্ষপাতিত্বের ভিত্তিতে হচ্ছে। বরাবরের মত ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব রয়েছে ওঁর খেলায়। যে জাতীয় দলের সঙ্গে আট বছর ধরে রয়েছে, সে মোটেই নিজের যোগ্যতাকে পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করতে পারছে না।’ রাহুলের জায়গায় ছন্দে থাকা শুভমন গিলকে খেলানোর দাবি তুলেছেন অনেকেই। প্রসাদ তো শুভমনের পাশাপাশি সরফরাজ খানকে সুযোগ না দেওয়া নিয়েও নির্বাচকদের এক হাত নিয়েছেন। পাশাপাশি রাহুলকে সহ অধিনায়ক নির্বাচন করার জন্যও ক্ষোভ উগরেছেন তিনি।
আরও পড়ুন: ভারতে খেলতে হলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে- ঘুরিয়ে অজি ব্যাটারদের কটাক্ষ রোহিতের
সেখানে না থেমে প্রসাদ প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞদেরও এর প্রতিবাদ এবং সমালোচনা না করার জন্য ধুইয়ে দিয়েছেন। প্রসাদের দাবি ছিল, ‘অনেক প্রাক্তন ক্রিকেটারই জাতীয় দলে এরকম পক্ষপাতিত্ব দেখে চুপ করে রয়েছেন। আইপিএলের লোভনীয় চুক্তি হাতছাড়া হওয়ার আশঙ্কায়। বিসিসিআই মোটেই একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনকে চটাতে চায় না। এখনকার দিনে সকলেই জো-হুজুরি পছন্দ করে। বেশিরভাগ সময় শুভেচ্ছাকারীরাই সবথেকে বড় সমালোচক হন। তবে এখন সময় বদলেছে। এখন মানুষ আর সত্যিটা শুনতে পছন্দ করেন না।’
প্রসাদের এই টুইট প্রসঙ্গে কথা বলতে গিয়ে, ইন্ডিয়া টুডে-তে একটি সাক্ষাৎকারে গাভাসকর পাল্টা দাবি করেছেন, গত ১-২ বছরে রাহুলের যা পারফরম্যান্স, সেই পরিপ্রেক্ষিতে তাঁকে নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দলে রাখা উচিত। এবং এই ম্যাচেও খারাপ খেললে তখন শুভমন গিলকে তাঁর জায়গায় খেলানোর কথা ম্যানেজমেন্ট ভাবতেই পারে।
আরও পড়ুন: হাতে মলম লাগানোর জন্য জাদেজাকে শাস্তি, জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দিল ICC
গাভাসকর বলেছেন, ‘আমি মনে করি, গত ১-২ বছরে ওর ব্যাটিং পারফরম্যান্স বেশ ভালো ছিল। আমার মনে হয়, ওকে আরও একবার সুযোগ দেওয়া উচিত। আমি নিশ্চিত, দিল্লিতে টেস্ট ম্যাচের দলে ওকে রাখা হবে। এর পরে না পারপর্ম করলে, ওকে নিয়ে ভাবা যেতে পারে। কারণ একজন ফর্মে থাকা ব্যাটার শুভমন গিল ওর জায়গায় খেলার জন্য প্রস্তুত রয়েছে।’
ভারতের প্রাক্তন অলরাউন্ডার মদন লাল, যিনি আলোচনার অংশ ছিলেন, তিনিও গাভাসকরের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ওর অবশ্যই সুযোগ পাওয়া উচিত। এমন কী বিক্রম রাঠোরও সংবাদ সম্মেলনে এসে মনে করিয়ে দিয়েছিলেন যে, রাহুল দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছিল। ওর সামর্থ্য আছে। কিন্তু ইদানীং ও ফর্মে নেই...অস্ট্রেলিয়ার বিপক্ষে রান করা একটা বড় চ্যালেঞ্জ এবং সেই রান পাওয়া মনোবল বাড়ায়। ওর সামর্থ্যের ভিত্তিতে আরও একটি সুযোগ পাওয়া উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।