বৃষ্টির জন্য মাঠে নামার উপায় ছিল না। ম্যাচ কখন শুরু হবে, এমনকি আদৌ খেলা অনুষ্ঠিত হবে কিনা এমন সংশয়ের মাঝেই ভারত-নিউজিল্যান্ডের ক্রিকেটারর নিজেদের মধ্যে অন্য খেলায় মুখোমুখি হন। স্টেডিয়াম চত্বরেই দু'দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে ফুট-ভলির লড়াইয়ে নামেন।
সারিবদ্ধভাবে চেয়ার রেখে ক্রিকেটারদের ফুট-ভলি খেলতে দেখা যায় অনুশীলনের সময়। তবে এভাবে অন্য দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের আবহে ফুটভলি খেলার ছবি খুব বেশি দেখা যায় না।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা ছিলই। শুক্রবার সন্ধ্যায় ওয়েলিংটনে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয়। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। তবে বৃষ্টির জন্য পিছিয়ে দেওয়া হয় টসের সময়। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি ওয়েলিংটনে।
আরও পড়ুন:- IND vs NZ 1st T20: মাঠে নামা হল না হার্দিকদের, প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
শেষমেশ একটানা বৃষ্টিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ আয়োজন করাই সম্ভব হয়নি। প্রবল বৃষ্টিতে খেলা শুরু সম্ভব নয় বুঝেই আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজ কার্যত ২ ম্যাচের সিরিজে পরিণত হয়।
আগামী রবিবার বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। পরে ২২ নভেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ খেলবে দু'দল। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষে খেলা হবে ৩টি ওয়ান ডে ম্যাচ। ২৫, ২৭ ও ৩০ নভেম্বর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে অকল্যান্ড, হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।