শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারত শুক্রবার ত্রিনিদাদে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ প্রথম সারির প্লেয়ারদের অনুপস্থিতিতে, ধাওয়ান দলের অধিনায়কত্ব করবেন। প্রসঙ্গত, গত বছর শ্রীলঙ্কায় দিয়ে তাদের বিরুদ্ধে সিরিজেও অধিনায়ক ছিলেন শিখর।
তবে ধাওয়ানের ভারতের সামনে আজকে একটা নয়, জোড়া বিশ্ব রেকর্ড করার সুযোগ রয়েছে-
১) ২০০৭ থেকে ২০২২ সাল অবধি ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১১টি একদিনের সিরিজ জিতেছে। ভারত ছাড়া এমন নজির রয়েছে একমাত্র পাকিস্তানের। পাকিস্তান জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১১টি একদিনের সিরিজে জয়লাভ করেছে। ফলে এ বার ক্যারিবিয়ান সফরে ভারত নিকোলাস পুরাণের দলকে হারালেই একক ভাবে গড়বে টানা একদিনের সিরিজ জয়ের নয়া বিশ্বরেকর্ড।
পাশাপাশি ২০০৬ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনও একদিনের সিরিজ হারেনি ভারত। সেই ধারা ধরে রেখে নজির গড়ার বড় সুযোগ রয়েছে শিখর ধাওয়ানদের সামনে।
আরও পড়ুন: শিখরের সঙ্গে ওপেন করবেন কে? জাদেজা না খেললে কী হতে পারে ভারতের একাদশ
২) আশি কিংবা নব্বইয়ের দশকে ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সুবিধা করতে না পারলেও বিগত কয়েক বছর ধরেই দাপট নিয়েই সে দেশে খেলে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান সফরে ভারত ২৭টির মধ্যে ১৪টিতে জয়লাভ করেছে। একদিনের ম্যাচে পারস্পরিক দ্বৈরথে ১৩৬টির মধ্যে ভারতের জয়ের সংখ্যা ৬৭। ২০০৭ থেকে ধরলে দেশের বাইরে কোনও একটি স্টেডিয়ামে জয়-পরাজয়ের অনুপাতের নিরিখে আফগানিস্তানকে পিছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়তে পারে ভারত।
আরও পড়ুন: প্রথম ODI-এর আগে বাধ সাধল বৃষ্টি, ইন্ডোর অনুশীলন করতে বাধ্য হন শিখররা
ভারত জিম্বাবোয়ের হারারেতে ১১টি ম্যাচে ৯টিতে জিতেছে, হেরেছে ২টিতে, জয়-পরাজয়ের অনুপাত বা রেশিও ৪.৫। একই নজির আফগানিস্তানের রয়েছে হারারেতেই। ভারত পোর্ট অব স্পেনে ১২টি ম্যাচ খেলেছে, ৯টিতে জিতেছে। ২টিতে হেরেছে। একটি ম্যাচ পরিত্যক্ত। এখানেও রেশিও সেই ৪.৫। আজ জিতলেই সেটিকে বাড়িয়ে নিয়ে নতুন রেকর্ড গড়বে ভারত। আবার যেখানে একদিনের সিরিজ খেলা হবে সেখানে ২০০৮ সালের পর কোনও একদিনের আন্তর্জাতিক জেতেনি ওয়েস্ট ইন্ডিজ।
এ ছাড়াও ভারত এক ক্যালেন্ডার ইয়ারে সাত অধিনায়ক নামিয়ে আজ শ্রীলঙ্কার রেকর্ড স্পর্শ করবে। চলতি বছর ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, হার্দিক পাণ্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ। আজ শিখর ধাওয়ান টস করতে নামলেই লঙ্কার মাইলস্টোন স্পর্শ করে ফেলবে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।