বাংলা নিউজ > ময়দান > IND vs ZIM: ওদের শেষ ম্যাচে সুযোগ না দিলে অন্যায় হবে-দলে ২টি বদলের দাবি CSK তারকার

IND vs ZIM: ওদের শেষ ম্যাচে সুযোগ না দিলে অন্যায় হবে-দলে ২টি বদলের দাবি CSK তারকার

জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করা লক্ষ্য ভারতের।

চেন্নাই সুপার কিংসের তারকা মনে করেন যে, হারারেতে তৃতীয় ওডিআইয়ের জন্য ভিভিএস লক্ষ্মণ এবং কেএল রাহুলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা উচিত। রাহুল ত্রিপাঠি এবং রুতুরাজ গায়কোয়াড়, যাঁরা এখনও সিরিজে সুযোগ পাননি, শেষ ওয়ানডেতে তাঁদের সুযোগ দেওয়া উচিত।

জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওডিআই সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতের। রবিন উথাপ্পা মনে করেন যে, হারারেতে তৃতীয় ওডিআইয়ের জন্য ভিভিএস লক্ষ্মণ এবং কেএল রাহুলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা উচিত। রাহুল ত্রিপাঠি এবং রুতুরাজ গায়কোয়াড়, যাঁরা এখনও সিরিজে সুযোগ পাননি, শেষ ওয়ানডেতে তাঁদের সুযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন: ভারতীয় টপ অর্ডারের জন্য বড় স্বস্তি-আফ্রিদি চোট নিয়ে কটাক্ষ প্রাক্তন পাক কোচের

সোনি স্পোর্টস নেটওয়ার্কে কথোপকথনের সময়, ৩৭ বছরের তারকা বলেছেন, ‘যত দূর ব্যাটিং সম্পর্কিত বিষয়, আমি জানি না ওরা খুব বেশি পরিবর্তন আনবে কিনা। শাহবাজকে একটি ম্যাচে রাখা যেতে পারে। রুতুরাজ গায়কোয়াড় এবং রাহুল ত্রিপাঠি অপেক্ষা করছে খেলার জন্য। ওরা যদি সুযোগ না পায়, তবে সেটা অন্যায় হবে। এবং এখন যে তরুণরা খেলছে, তাদের প্রতিও এটি অন্যায় করা হবে। যেমন শুভমান গিল, ও দুর্দান্ত ফর্মে রয়েছে।’

আরও পড়ুন: বারবার ১৬ বার, হুডা মানেই জিত, হল রেকর্ড

উথাপ্পা আরও মনে করেন, দীপক চাহার তৃতীয় ওডিআইয়ের জন্য একাদশে ফিরবেন। এবং শার্দুল ঠাকুরও দলে থাকবেন। তিনি বলেছেন, ‘অবশ্যই, আমি মনে করি, চাহার দলে ফিরে আসবে। পাশাপাশি আবেশ খান একটি ম্যাচ পেতে পারে। এবং প্রসিধ একটি ম্যাচে বিরতি পেতে পারে। হয়তো সিরাজও বিরতি পেতে পারে, শার্দুল খেলবে, আমি মনে করি।’

শার্দুল ঠাকুর প্রথম ওয়ানডে-তে খেলতে পারেননি, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তিনি সুযোগ পান। এবং ম্যাচে তিনি ৩ উইকেট নেন। আর ভারত পাঁচ উইকেটে ম্যাচটি জিতে যায়। এ দিকে চাহার প্রথম ওডিআই-তে খেলে তিন উইকেট নিয়েছিলেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডে-তে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। তৃতীয় ও শেষ ওয়ানডে সোমবার অনুষ্ঠিত হবে, এবং শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২টা ৪৫ থেকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন