শনিবার, ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টিম ইন্ডিয়া মুখোমুখি হওয়ার আগে বেশ চাপে রয়েছে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দুই ম্যাচেই নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে এক উইকেট ও পাঁচ রানে জিতেছে টাইগাররা। তবে সিরিজ হাত থেকে চলে গেলেও নিয়মরক্ষার ম্যাচে জিতে নিজেদের মান বাঁচাতে চায় টিম ইন্ডিয়া। এমন অবস্থায় রোহিত শর্মার চোট চিন্তা বাড়িয়েছে। কী হবে টিম ইন্ডিয়ার একাদশ? তাই নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।
আরও পড়ুন… Aus vs WI: লড়াই করছেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে, দ্বিতীয় দিনে ম্যাচের রাশ অজিদের হাতেই
অধিনায়ক রোহিত শর্মার চোট থাকায় তার ডেপুটি কেএল রাহুল তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। অভিষেক হওয়া রজত পতিদার হয়তো রোহিতের জায়গায় প্লেয়িং ইলেভেনে জায়গা করে নেবেন বলে অনেকেই মনে করছেন। এরফলে কেএল রাহুল হয়তো ওপেন করবেন বলে আশা করা হচ্ছে। এমন অবস্থায় বিরাট কোহলিকে তার স্বাভাবিক জায়গায় অর্থাৎ ৩ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। শ্রেয়স আইয়ার সম্ভবত চার নম্বরে, ওয়াশিংটন সুন্দরের ৬ নম্বরে এবং অক্ষর প্যাটেলকে সাত নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। পাঁচে ব্যাট করতে দেখা যেতে পারে রজত পতিদারকে।
ইনজুরিতে আক্রান্ত দীপক চাহারের অনুপস্থিতিতে, রিস্ট স্পিনার কুলদীপ যাদব খেলবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের পাশাপাশি খেলবেন কুলদীপ যাদব খেলবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও পেস আক্রমণটা শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং উমরান মালিকের হাতে থাকবে।
আরও পড়ুন… ব্রাজিলের বিরুদ্ধে নামার আগেই অবসর নিয়ে মুখ খুললেন লুকা মদ্রিচ! কী বললেন ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন?
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত সিরিজে খুব একটা ভালো কিছু করতে পারেনি। প্রথম ওয়ানডেতে, বোলাররা ভালো কাজ করলেও ব্যাটিং ব্যর্থ হয় কিন্তু দশম উইকেট নিতে ব্যর্থ হয়েছেন বোলাররা। দ্বিতীয় ওয়ানডেতে, বোলাররা শুরুতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল কিন্তু পরের দিকে মাহমুদউল্লাহ এবং মেহেদি হাসান মিরাজের উইকেট তুলতে ব্যর্থ হয় এবং সপ্তম উইকেট জুটি বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর করতে সাহায্য করেছিল।
টেস্টের আগে তৃতীয় ওয়ানডেতে সান্ত্বনা জয়ের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। ভক্তরা আশা করছেন সিনিয়র শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির ব্যাট এবারে কথা বলবে। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ দেখে নিন-
ওপেনার: শিখর ধাওয়ান, কেএল রাহুল
মিডল অর্ডার: বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রজত পতিদার
অলরাউন্ডার: ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল
স্পিনার: কুলদীপ যাদব
পেসার: মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমরান মালিক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।