ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। নাগপুর ও পরে দিল্লিতে স্পিন সহায়ক পিচে অজি ব্যাটারদের একেবারে নাস্তানাবুদ করেছেন ভারতীয় স্পিন জুটি অশ্বিন-জাডেজা। দিল্লিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে ইতিমধ্যেই সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দুই ম্যাচ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি আপাতত নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় আড়াই দিনেই শেষ হয়েছে সিরিজের প্রথম দুটি টেস্ট। এবার দ্বিতীয় টেস্টের পরেই রোহিতের ভারতীয় দলের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে স্পিন সহায়ক পিচে এই মুহূর্তে কিন্তু রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলই সেরা। ভারতের দ্বিতীয় টেস্ট জয়ের পর সৌরভ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘ভারতকে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জিততে দেখে কিন্তু আমি বিন্দুমাত্র অবাক হইনি। ভারতীয় দলকে জয়ের অনেক শুভেচ্ছা। স্পিন সহায়ক পিচে ওরা (ভারতীয় দল) ম্যাচের যে কোনও সময়ে অন্য যে কোনও দলের থেকে বেশি ভালো ব্যাটিং এবং বোলিং করতে সক্ষম।’
আরও পড়ুন… বেশি ভেবেই ডুবছে অজিরা, প্যানিক করে একাদশ নির্বাচন করছে-ইয়ান চ্যাপেল
তবে শুধু ভারতীয় দল নয়, এবার রঞ্জি ট্রফি জেতায় সৌরাষ্ট্রকেও শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। রবিবার ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পাশাপাশি সৌরাষ্ট্রও ইডেন গার্ডেন্সে ৯ উইকেটে বাংলাকে দুরমুশ করে দ্বিতীয়বার রঞ্জি ট্রফি জিতেছে। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্রকে রঞ্জি জয়ের শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলাকে ফাইনালে পৌঁছনোর জন্যও মনোজ তিওয়ারিদের সাধুবাদ জানিয়েছেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সৌরাষ্ট্রকে রঞ্জি ট্রফি জয়ের অনেক অভিনন্দন। বাংলাকেও রানার্স আপ হওয়ার জন্য শুভেচ্ছা। তিন বছরের মধ্যে দুইবার ফাইনালে পৌঁছনোর কৃতিত্বটা কিন্তু একেবারেই কম নয়। শীঘ্রই ট্রফিটাও আসবে।’
আরও পড়ুন… IND W vs IRE W T20 World Cup Live: ভারতের প্রথম উইকেটের পতন, আউট শেফালি
১ মার্চ থেকে মধ্যপ্রদেশের হল্কার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ যদি ভারত নিজেদের নামে করতে পারে বা ড্র করতে পারে তাহলে সিরিজ নিজেদের দখলে রাখতে সক্ষম হবে রোহিত অ্যান্ড কোম্পানি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।