HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > CSK vs KKR: শেষ ২ বলে ২ ছক্কা! বলের সঙ্গে KKR-কে কার্যত IPL-এর বাইরে ফেললেন জাদেজা

CSK vs KKR: শেষ ২ বলে ২ ছক্কা! বলের সঙ্গে KKR-কে কার্যত IPL-এর বাইরে ফেললেন জাদেজা

চেন্নাইয়ের সেই জয়ের সৌজন্যে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স।

দুবাইয়ে মারমুখী জাদেজা (ছবি সৌজন্য আইপিএল)

প্রথম লেগে ভুল করেছিল চেন্নাই সুপার কিংস। এবার আর কোনও ভুল হতে দিলেন না রবীন্দ্র জাদেজা। ১৯ তম ওভারেই খেলা শেষ করে দিয়েছিলেন। তারপর দু'বলে দুটি ছক্কা মেরে দলকে জেতালেন জাদেজা। আর চেন্নাইয়ের সেই জয়ের সৌজন্যে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। (আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)

CSK vs KKR আপডেটস:

  • ম্যাচের সেরা হলেন ঋতুরাজ গায়কোয়াড়। 'স্পার্ক দেখা না যাওয়া' খেলোয়াড় পরপর ২ ম্যাচে সেরা হলেন।
  • কলকাতার হারে প্লে-অফে মুম্বই, KKR-এর ভাগ্য ঝুলছে জটিল হিসাবে
  • আগামিকাল (শুক্রবার) কিংস ইলেভন পঞ্জাবের বিরুদ্ধে জিততে হবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিততে হবে। কিংস ইলেভনের শেষ ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে। তাহলে পঞ্জাবের স্কোর হবে ১২। আর সেক্ষেত্রে রাজস্থানকে শেষ ম্যাচ হারালে কেকেআরের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে পঞ্জাব ও সানরাইজার্সের (শেষ ম্যাচ জিতলে) পয়েন্ট হবে ১২ পয়েন্ট। সরাসরি প্লে-অফে উঠে যাবে কেকেআর। তবে পঞ্জাব একটি ম্যাচ জিতলেও কেকেআর যেতে পারে। সেক্ষেত্রে বড় ব্যবধানে হারতে হবে পঞ্জাবকে। তবে সানরাইজার্স ও কেকেআরের পয়েন্ট ১৪ হলে সেক্ষেত্রে ইয়ন মর্গ্যানদের কোনও সুযোগ নেই।
  • এই ম্যাচে হারলেও এখনও কেকেআরের সামনে সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অনেক জটিল হিসাবে এখনও সুযোগ আছে।
  • এই ম্যাচ হারের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে কেকেআর। নেট রানরেট ০.৪৬৭। কেকেআরের হারের ফলে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট লিগ টেবিলের শেষে থাকল চেন্নাই।
  • প্রথম লেগে ভুল করেছিল চেন্নাই সুপার কিংস। এবার আর কোনও ভুল হতে দিলেন না রবীন্দ্র জাদেজা। ১৯ তম ওভারেই খেলা শেষ করে দিয়েছিলেন। তারপর দু'বলে দুটি ছক্কা মেরে দলকে জেতালেন জাদেজা। আর সেই জয়ের সৌজন্যে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স।
  • শেষ দু'বলে ছক্কা মেরে জিতল চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে হারল কলকাতা।
  • শেষ ওভার করতে এলেন কমলেশ নাগরকোটি। শেষ ওভারে চাই ১০ রান। চেন্নাইয়ের হাতে পুরোপুরি ম্যাচ।
  • ১৯ তম ওভারে উঠল ২০ রান। ওয়াইড দিয়ে শুরু করেছিলেন ফার্গুসন। ভালো বল করছিলেন। কিন্তু চতুর্থ বল থেকেই খেলা ঘুরে যায়। নো-বল করেন ফার্গুসন। সেই বলে ইয়র্কার মিস হয়ে চার হয়। তারপরের বলে নো-বল হয়। ফ্রি-হিটে ছক্কা মারেন জাদেজা। শেষ বলে ব্যাটের কাণায় লেগে চার পায়। চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ১৬৩ রান।
  • ১৯ তম ওভারে পেলেন লকি ফার্গুসন। কমলেশ নাগরকোটি তাহলে শেষ ওভার পাবেন?
  • দুরন্ত ১৮ তম প্যাট কামিন্সের। কেকেআরকে ম্যাচে সুযোগ দিলেন আবার। দিলেন মাত্র চার রান। নিলেন সেট হয়ে যাওয়া ঋতুরাজকে। ২ ওভারে চেন্নাইয়ের চাই ৩০ রান।
  • ১৮ তম ওভারে দুরন্ত শুরু প্যাট কামিন্সের। প্রথম বল নিখুঁত ছিল। দ্বিতীয় বলে প্যাডল সুইট মারতে গিয়ে বোল্ড হলেন ঋতুরাজ গায়কোয়াড়। ৫৩ বলে ৭২ রান করলেন। ১৭.২ ওভারে চেন্নাইয়ের স্কোর চার উইকেটে ১৪০ রান।
  • ১৮ তম ওভারে বল পেলেন প্যাট কামিন্স। ১৮ বলে চাই ৩৪ রান।
  • কাকে বল দেবেন মর্গ্যান? তিন ওভার বাকি। নারিন ও বরুণের কোটা শেষ। হাতে আছে কামিন্সের এক ওভার। ২ ওভার আছে নাগরকোটির। এক ওভারে ফার্গুসনের।
  • নিজের স্পেলের শেষ বলে স্যাম কারানের ক্যাচ ফস্কালেন বরুণ চক্রবর্তী। সোজা ক্যাচ ছিল। বড় ধাক্কা হতে পারত চেন্নাইয়ের কাছে। ১৫ ওভারে দিলেন মাত্র এক রান। নিলেন এক উইকেট। চেন্নাইয়ের স্কোর তিন উইকেট ১২১ রান। রানরেট কিছুটা বাড়লেও এখনও চেন্নাইয়ের হাতে আছে ম্যাচ।
  • প্রথম লেগেও ধোনিকে বোল্ড করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ধোনিকে বোল্ড করলেন বরুণ চক্রবর্তী। ঘণ্টায় ১০৭ কিলোমিটারের বলে ধোনিকে আউট করলেন। পুরো লাইন মিস করলেন ধোনি।
  • ১৪ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১২০ রান।
  • ক্রমশ ম্যাচ হাতছাড়া হচ্ছে কেকেআরের। তারইমধ্যে আউট হলেন আম্বাতি রায়াডু। প্যাট কামিন্সকে মারতে গিয়ে মিড-অফে জমা পড়লেন। ২০ বলে করলেন ৩৮ রান।
  • তাঁদের মধ্যে স্পার্কের অভাব দেখেছিলেন। আর সেই ঋতুরাজ গায়কোয়াড় পরপর দু'ম্যাচে ৫০ করলেন। ৩৭ বলে সেই অর্ধশতরান পূরণ করলেন।
  • দশম ওভারে উঠল ১৬ রান। একধাক্কায় নীতিশ রানার ওভারের সৌজন্য রিকোয়ার্ড রানরেট ১০-এর নীচে নেমে গেল। শেষ ১০ ওভারে ৯৯ রান চাই। চেন্নাইয়ের স্কোর এক উইকেটে ৭৪।
  • একের পর এক ডট বল খেলছিলেন। রানরেট বাড়তে থাকায় শেন ওয়াটসনের উপর ক্রমশ চাপ বাড়ছিল। বড় শট মারতে গিয়ে বরুণ চক্রবর্তীর বলে লং-অনে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়লেন। চেন্নাইয়ের স্কোর ৭.৩ ওভারে এক উইকেটে ৫০ রান।
  • ৬ ওভারে স্কোর বিনা উইকেটে ৪৪ রান। আবারও পাওয়ার প্লে'তে উইকেট নিতে ব্যর্থ কেকেআর।
  • ষষ্ঠ ওভারেই এলেন বরুণ চক্রবর্তী।
  • এই প্রথম পাওয়ার প্লে'তে বল করতে এলেন লকি ফার্গুসন। পঞ্চম ওভারে তাঁকে আনলেন ইয়ন মর্গ্যান। সম্ভবত বরুণ চক্রবর্তীকে শেষের জন্য তুলে রাখছে কেকেআর।
  • চার ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৮ রান।
  • রান তাড়া শুরু করল চেন্নাই। ব্যাট হাতে শেন ওয়াটসন ও রুতুরাজ গায়কোয়াড়। বল হাতে প্যাট কামিন্স।
  • এবারের আইপিএলে ১০ ওভারের পরে নামলেই কার্তিকের স্ট্রাইক রেট ১৭৭-এর কাছাকাছি। বৃহস্পতিবারও দুবাইয়ে সে কথা প্রমাণ করলেন কার্তিক। ১০ বলে ২১ রানে অপরাজিত থাকলেন।
  • ২০ তম ওভারে উঠল ৯ রান। পাঁচ উইকেটে  ১৭২ রান।
  • ১৯ ওভারে উঠল ১৩ রান। কেকেআরের স্কোর ১৬৩ রান চার উইকেটে।
  • দ্বিতীয় বলে উইকেট পড়ার পর ১৮ তম ওভারে ১৪ রান উঠল। চার বলে ১২ রান করেছেন দীনেশ কার্তিক। আট বলে ৬ রান করেছেন ইয়ন মর্গ্যান। কেকেআরের স্কোর চার উইকেটে ১৫০ রান।
  • আউট হয়ে গেলেন নীতিশ রানা। বড় শট মারতে গিয়ে লুঙ্গি এনগিদির ঢিমেতালের বলে আউট হয়ে গেলেন রানা। ৬১ বলে করলেন ৮৭ রান। দারুণ ক্যাচ ধরলেন স্যাম কারান।
  • ১৭ ওভারে ১১ রান উঠল। কেকেআরের স্কোর তিন উইকেটে ১৩৬ রান। শেষ তিন ওভারে কমপক্ষে ১৭০-১৮০-র ঘরে পৌঁছাতে চাইবে কেকেআর।
  • কর্ণ শর্মার ওভারে উঠল ১৯ রান। প্রথম তিন বলে তিন ছক্কা মারেন নীতিশ রানা।  ১৬ তম ওভারে কেকেআরের স্কোর তিন উইকেটে ১২৫ রান। ৫৫ বলে ৭৭ রানে অপরাজিত রানা। ৬ বলে ৪ রান করেছেন ইয়ন মর্গ্যান।
  • ১৫ ওভারে কেকেআরের স্কোর তিন উইকেটে ১০৬।
  • ১৪ ওভারে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৯৭।
  • অর্ধশতরান পূরণ করলেন নীতিশ রানা। প্রথম বলেই আউট হয়েছিলেন পঞ্জাবের বিরুদ্ধে। চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ৫০ করলেন। তবে অনেক ডট বল খেলেছেন।
  • ছক্কা মারার আমন্ত্রণ জানিয়েছিলেন মিচেল স্যান্টনার। তা গ্রহণ করেন সুনীল নারিন। কিন্তু দুবাইয়ের বাউন্ডারি টপকাতে পারলেন না। রবীন্দ্র জাদেজার হাতে জমা পড়লেন। সাত বলে করলেন সাত রান। কেকেআরের স্কোর ২ উইকেটে ৬০ রান।
  • টাইম আউটের পর দ্বিতীয় বলেই আউট হলেন শুভমন গিল। কর্ণ শর্মার স্পিনের জন্য খেলতে গিয়েছিলেন গিল। কিন্তু কিছুটা যেন ঝিমিয়ে ছিলে। ব্যাট ও প্যাডের মধ্যে এত ফাঁক ছিল যে বল লেগ স্টাম্পকে শুইয়ে দিল। ৭.২ ওভারে কেকেআরের স্কোর এক উইকেটে ৫৩ রান।
  • সাত ওভারে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৫২ রান। তার মধ্যে ১৯ টি ডটবল হয়েছে।
  • ১৩ ম্যাচে প্রথমবার! এবারের আইপিএলে প্রথমবার ৫০ রানের পার্টনারশিপ পূরণ করল কেকেআর।
  • কোনও উইকেট ছাড়াই পাওয়ার প্লে পার করল কেকেআর। ৬ ওভারে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৪৮ রান।  রানা করেছেন ২২ বলে ২৪ রান। শুভমন করেছেন ১৪ বলে ২৪ রান।
  • ২ ওভারে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৬ রান।
  • চলতি আইপিএলে কেন ব্যর্থ চেন্নাই? কারণ বিশ্লেষণ করলেন লারা
  • প্রথম ওভারে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৩ রান। প্রথম বলেই চার মেরে শুরু করেন গিল।
  • ওপেনিংয়ে নেমেছেন শুভমন গিল এবং নীতিশ রানা। বল হাতে দীপক চাহার।
  • চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ : রুতুরাজ গায়কোয়াড়, শেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি, এন জগদীশন, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, কর্ণ শর্মা, দীপক চাহার এবং লুঙ্গি এনগিডি।
  • খেলছেন না আন্দ্রে রাসেল। কেকেআরের একাদশে একটি পরিবর্তন হয়েছে। দলে এসেছেন রিঙ্কু সিং। বাড়তি ব্যাটসম্যান খেলাচ্ছে কেকেআর। প্রথম একাদশ -শুভমন গিল, সুনীল নারিন, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগারকোটি এবং বরুণ চক্রবর্তী।
  • টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচেও তাড়া করে জিতেছিল মহেন্দ্র সিং ধোনি বাহিনী।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত', রাজ্যপালের ঘটনায় চুপ থাকায় মোদীকে তোপ মমতার T20 WC 2024-এর দল ঘোষণা করল ওমান, অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল আকিব ইলিয়াসকে ১১দিন নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’,গুরুচরণ সিং অন্তর্ধান আসলে ভুয়ো! নারিন KKR-এর সুপারম্যান, রাসেল হলেন ফ্যাশন-সচেতন- দুই ক্যারিবিয়ানে মুগ্ধ শাহরুখ ৩টি T20-তে ২৬৫ রান, ১টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান, IPL তারকাদেরও টেক্কা রোহিতের আগামিকাল বরুথিনী একাদশী, জেনে নিন এই দিন কী করা উচিত নয়, কোন বিষয়ে থাকবেন সতর্ক ভারতীয় মহিলা হকি দলের ক্য়াপ্টেন পরিবর্তন, সবিতা পুনিয়ার জায়গায় এলেন সালিমা চুইংগাম পেটে চলে গেলে কী হয়? ভিতরে আটকে যেতে পারে কি দেবাশিস ধরকে ঠাণ্ডা করতে উদ্যোগ নিল বিজেপি, আনা হল দলের রাজ্য কমিটিতে শরীর করবে হাইড্রেট, গরম থেকে বাঁচতে পান করুন জলজিরা দিয়ে তৈরি এই বিশেষ পানীয়

Latest IPL News

নারিন KKR-এর সুপারম্যান, রাসেল হলেন ফ্যাশন-সচেতন- দুই ক্যারিবিয়ানে মুগ্ধ শাহরুখ RR-র বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ, IPL 2024-এ এক বিরল নজির গড়ল প্যাট কামিন্সের SRH কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক রিঙ্কুকে দেখতে পেয়েই ডেকে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভাঙানোর চেষ্টা? ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! TRP তালিকায় চমক কথার, জগদ্ধাত্রী হেরে গেল? স্কাই এমন কি করলেন যে মুচকি হেসে ফেললেন নারিন! ভাইরাল দুই তারকার ভিডিয়ো রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই? কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.