HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IPL 2021 Auction: নিলামে কোন কোন ভারতীয় ব্যাটসম্যানের জন্য ঝাঁপাতে পারে KKR, বড়সড় ইঙ্গিত নাইটদের

IPL 2021 Auction: নিলামে কোন কোন ভারতীয় ব্যাটসম্যানের জন্য ঝাঁপাতে পারে KKR, বড়সড় ইঙ্গিত নাইটদের

কেকেআরের হাতে মাত্র ১০.৭৫ কোটি টাকা পড়ে আছে। তাই ক্রিকেট মহলের মতে, তারকা ক্রিকেটারের পিছনে ছুটবে না কেকেআর।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফর্মের উপর ভিত্তি করে ভারতীয় খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @BCCIdomestic)

দলে নামভারী বিদেশি আছেন। কিন্তু কার্যকরী ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা একেবারে হাতেগোনা ছিল। তার জেরে ত্রয়োদশ আইপিএলে ভুগতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মিনি নিলামের কৌশল ঠিক করবে শাহরুখ খানের টিম। 

তবে কেকেআরের হাতে মাত্র ১০.৭৫ কোটি টাকা পড়ে আছে। তাই ক্রিকেট মহলের মতে, তারকা ক্রিকেটারের পিছনে ছুটবে না কেকেআর। বরং সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফর্মের উপর ভিত্তি করে ভারতীয় খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। সেই ভিত্তিতে নিলামে কোন ভারতীয় ব্যাটসম্যানের জন্য নিলামে ঝাঁপাতে হতে পারে, তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে কেকেআর, দেখে নিন সেই তালিকা -

১) অভি ব্যারট (বেস প্রাইজ ২০ লাখ) : এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরু থেকেই ভালো ফর্মে ছিলেন। শেষপর্যন্ত পাঁচ ম্যাচে ২৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন। স্ট্রাইক রেটও দারুণ - ১৮৪.৯৬। হাঁকিয়েছেন ৩২ টি বাউন্ডারি এবং ১২ টি ছক্কা। তার মধ্যে গোয়ার বিরুদ্ধে ১২২ রান এবং বিদর্ভের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংস খেলেছেন।

কেকেআরকে এমনিতেই এবার ভারতীয় উইকেটকিপার নিতে হবে। সেই হিসেবে ভালো বিকল্প হতে পারেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। সেই সঙ্গে ওপেনও করেছেন। ফলে ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গী হতে পারেন। যদিও গতবার গিলের সঙ্গে ওপেন করেছিলেন নীতিশ রানা। কেকেআর সেই কম্বিনেশন না ভাঙতে চাইলেও উইকেটকিপার এবং মারকুটে ব্যাটসম্যান হিসেবে ব্যারটকে নিলাম নিতে পারে কেকেআর।

২) শেলডন জ্যাকসন (বেস প্রাইজ ২০ লাখ) : কেকেআরের এবার একজন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান লাগবেই। আর নাইটদের ভাগ্য ভালো যে এবার একাধিক ভারতীয় উইকেটরক্ষক সৈয়দ মুস্তাক আলিতে ভালো ফর্মে ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শেলডন জ্যাকসন। পাঁচ ম্যাচে করেছেন ২৪২ রান। স্ট্রাইক রেট ১৫৫.১২। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১০৬ রানের ইনিংস খেলেছেন। আর তিন নম্বরে নামতেন। পাশাপাশি কেকেআরেও ছিলেন। সেদিক থেকে তাঁর জন্য নিলামে ঝাঁপাতেই পারে কেকেআর।

৩) কেদার দেভধর (বেস প্রাইজ ২০ লাখ) : কেকেআরের নজরে থাকতে পারেন বরোদার অধিনায়কও। যিনি বিভিন্ন কারণে সহ-অধিনায়ক দীপক হুডা এবং অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া দল ছেড়ে যাওয়ার পর বরোদার অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন। সেখান থেকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আট ম্যাচে করেছেন ৩৪৯ রান। সেমিফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে  ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৯৯ রান করেছিলেন। ধারাবাহিকতা থাকলেও তাঁর স্ট্রাইক রেট (১১৩.৬৮) নিয়ে প্রশ্ন আছে।

কেকেআরের কাছে ভালো বিকল্প হতে পারেন তিনি। বরোদার হয়ে ওপেন করেছেন। ফলে দেভধরের উপস্থিতিতে কেকেআরের ওপেনিংয়ে বিকল্প বাড়বে। সঙ্গে উইকেটকিপারও তিনি।

৪) রাহুল গহলৌত (বেস প্রাইজ ২০ লাখ) : কেকেআরের ঠাসা মিডল-অর্ডারে জায়গা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে এবার এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকতার বিষয়টি বিবেচনা করে তিন নম্বর জায়গায় বিকল্প হিসেবে তাঁকে দলে নিতে পারে কেকেআর। এমনিতে সদ্য সমাপ্ত ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ২৪৪ রান করেছেন। তিনি অর্ধশতরানও আছে ঝুলিতে। স্ট্রাইক রেট প্রায় ১৭৭।

৫) ভেঙ্কটেশ আইয়ার (বেস প্রাইজ ২০ লাখ) : এবার সৈয়দ মুস্তক আলি ট্রফিতে ভালো ফর্মে ছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ডানহাতি মিডিয়াম পেসের বোলিংও যথেষ্ট কার্যকারী। পাঁচ ম্যাচে ২২৭ রান করেছেন মধ্যপ্রদেশের ওপেনার। স্ট্রাইক রেট ১৪৯.৩৪। তার মধ্যে সৌরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রান এবং গোয়ার বিরুদ্ধে ৮৭ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে দুটি উইকেটও নিয়েছেন। সার্বিকভাবে টি-টোয়েন্টি তাঁর বোলিংয়ে ইকোনমিও বেশি ভালো - ৬.৯৮। ফলে কেকেআরে একসঙ্গে ওপেনার এবং অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারবেন ভেঙ্কটেশ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা আজই ৫ লাখ কোটি টাকা গায়েব! ভোটের মধ্যে কেন লোকসভা ভোটে ধস নামল? এখনই ঠিক হবে? ডুবে যাওয়া টাইটানিকের ধনী যাত্রীর সোনার পকেট ঘড়ি নিলামে, কত দাম উঠল BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে বেতনে পাবেন দু'টি প্রাইভেট জেট কেনার টাকা! উইপ্রোর নতুন সিইওর বেতন আকাশছোঁয়া আপনি কি খুব তাড়াতাড়ি খান? এটি কীভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, জানুন ভারতে ব্যবসা নিয়ে আত্মবিশ্বাসী Apple সিইও টিম কুক, জানালেন ভবিষ্যতের পরিকল্পনা কথা বলার ক্ষমতাটাই প্রায় হারিয়ে ফেলেছি…বিষ্ণুপুরে বললেন মমতা, কী হয়েছে? জুটল ‘অপেশাদার’ তকমা! মঞ্চে নখ কাটছেন অরিজিৎ, গায়কের আচরণ ঘিরে সমালোচনার ঝড়

Latest IPL News

BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ