শুক্রবার আমদাবাদে ২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। গত মরশুমে সেই ভাবে দাগ কাটতে পারেনি সিএসকে। গত বছর টুর্নামেন্টের প্রথমে অধিনায়কত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেওয়া হলেও দল সেই ভাবে সাফল্য না পাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব ফের নিজে হাতে তুলে নেন ধোনি। গত মরশুমের খারাপ পারফরম্যান্সের পর ২০২৩ মরশুমের শুরু থেকেই এমএস ধোনি নেতৃত্বে দলটি শক্তিশালী প্রত্যাবতনের চেষ্টা করবে। কারণ আগের বছর তারা ৯ নম্বর স্থানে ছিল। ১৪টির মধ্যে মাত্র চারটি ম্যাচ জেতে তারা। চারবারের আইপিএ চ্যাম্পিয়নদের এমন পরিস্থিতি দেখে অনেকেই অবাক হয়ে যায়।
আরও পড়ুন: ওকে পেলে বোনাস হবে, তবে আশা কম- মহসিনের চোট নিয়ে আপডেট LSG কোচের
এই বছর মিনি নিলাম থেকে ফের নতুন করে দল গড়ে চেন্নাই। অনেক নতুন ক্রিকেটারকে দলে নেয় তারা। এই বছর সিএসকের হয়ে খেলবে মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি এবং তুষার দেশপাণ্ডে। তবে মুকেশ চৌধুরী চোটের জন্য প্রথম দিকের বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না। অন্য দুই ক্রিকেটার মরশুমে বড় ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল।
সিএসকের হয়ে গত বছর দেশপাণ্ডে মাত্র দুটি ম্যাচ খেলেন। সে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। যা তাঁকে মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেট খেলতে অনেকটাই সাহায্য করে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার সিএসকে শিবিরে থাকাকালীন এমএস ধোনির সঙ্গে কিছু কথোপকথন করেন। এই কথোপকথনের ফলে অনেকটাই সাহায্য হয়েছে তাঁর খেলায়।
আরও পড়ুন: মুকেশের চোট বড় ধাক্কা, স্টোকস-জাদেজারা শক্তি, কেমন হতে পারে CSK-র একাদশ?
দেশপাণ্ডে চেন্নাই সুপার কিংসকে বলেন, 'গত মরশুম শেষের পরে আমি মাহি ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় তিনি এমন কিছু জিনিস বলেন, যা আমাকে একজন বোলার হিসেবে ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম শ্রেণীর মরশুমে ভালো পারফরম্যান্স করতে খুবই সাহায্য করেছে। আমি মোট ৫১ টি উইকেট তুলেছি। যা আমার রাজ্য থেকে কেউ করতে পারেনি। এছাড়াও আমি মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যা এখন কাজে লাগছে। কীভাবে একটি ম্যাচে প্রধান বোলার হয়ে ওঠা সম্ভব সেই নিয়েও পরামর্শ দেন তিনি।'
তুষার দেশপাণ্ডে এবার তিনি তৃতীয় আইপিএল খেলবেন। ২০২০ সালে তিনি প্রথম দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করেন। সেই সময় তিনি দিল্লির হয়ে পাঁচ ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।