প্লে-অফের দৌড়ে টিকে থাকতে জিততেই হতো দিল্লিকে। এমন ডু অর ডাই ম্যাচে মরিয়া হয়ে লড়াই চালানো উচিত ছিল ক্যাপিটালসের। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তেমন তাগিদ মোটেও চোখে পড়েনি দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে। চিপকে দিল্লি দলনায়ক ডেভিড ওয়ার্নারের একগাদা ভুলের মাশুল দিয়ে ম্যাচ হারতে হয় ক্যাপিটালসকে। প্রশ্ন উঠছে দিল্লির ডাগ-আউটে উপস্থিত তারকাখচিত থিঙ্কট্যাঙ্কের ভাবনা-চিন্তা নিয়েও।
আসলে চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লির বোলিং খারাপ হয়নি। তবে তাদের ব্যাটিং দেখে একবারের জন্যও মনে হয়নি যে, তারা জেতার জন্য মাঠে নেমেছে। বরং হারটাকেই ভবিতব্য ধরে নিয়ে যেন কোনও রকমে ম্যাচ শেষ করার চেষ্টা চোখে পড়ে দিল্লির খেলায়। দেখে নেওয়া যাক ম্যাচে কোন কোন ভুলের মাশুল দিতে হয় দিল্লিকে। তাছাড়া দিল্লির হারের জন্য কাদের কাঠগড়ায় তোলা যায়, চোখ রাখা যাক সেদিকেও।
১. প্রথমত, জয়ের লক্ষ্যমাত্রা দিল্লির নাগালের মধ্যেই ছিল। এই অবস্থায় ধীরে-সুস্থে ওপেনাররা দলকে শক্তি ভিতে বসিয়ে দিতে পারতেন। তবে ক্যাপ্টেন ওয়ার্নার ফের দরকারের সময় ডুবিয়ে দেন দলকে। প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে দিল্লিকে চাপে ফেলেন ডেভিড।
২. মণীশ পান্ডের ভুলে রান-আউট হতে হয় ফর্মে থাকা মিচেল মার্শকে। ৩.১ ওভারে মার্শকে ডেকে রান-আউট করেন মণীশ। নিজের উইকেট বাঁচিয়ে দলকে বিপদের মুখে ঠেলে দেন তিনি।
৩. পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে বসার পরে ঠুকঠুকে ব্যাটিং শুরু করেন দিল্লির দুই মিডল অর্ডার ব্যাটার মণীশ পান্ডে ও রিলি রসউ। ক্রমাগত বল নষ্ট করে মণীশ সাজঘরে ফেরেন। রিলি রসউও সংগৃহীত রানের থেকে বেশি বল নষ্ট করেন। দুই ব্যাটসম্যান সেট হয়ে যাওয়া সত্ত্বেও রানের গতি বাড়ানোর চেষ্টা করেননি। প্রয়োজনীয় রান-রেট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলেও মণীশরা নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত ছিলেন।
৪. অক্ষর প্যাটেল দুর্দান্ত ফর্মে রয়েছেন। তা সত্ত্বেও তাঁর আগে রিপল প্যাটেলকে ব্যাট করতে পাঠায় দিল্লি। যতক্ষণ ম্যাচ ক্যাপিটালসের নাগালে ছিল, ততক্ষণ অক্ষরকে ডাগ-আউটে বসিয়ে রাখে দিল্লির টিম ম্যানেজমেন্ট। রিপল ক্রিজে এসে কার্যত টেস্ট খেলা শুরু করেন। দিল্লি যখন কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, তখন ব্যাট করতে পাঠানো হয় অক্ষরকে। অথচ অক্ষর মাঠে নেমে বুঝিয়ে দেন, তাঁকে আগে ব্যাট করতে পাঠালে ম্যাচ রং বদলে দিতে পারতেন।
ডাগ-আউটে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বিচক্ষণ কোচিং ও সাপোর্ট স্টাফরা বসে থাকা সত্ত্বেও দিল্লির অক্ষরকে যথাযথভাবে ব্যবহার না করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আকাশ চোপড়ার মতো ধারাভাষ্যকারও। কেনই বা মণীশ পান্ডে-রিপল প্যাটেলদের ব্যাট চালানোর নির্দেশ দেয়নি টিম ম্যানেজমেন্ট, সাধারণ ক্রিকেটপ্রেমীদের পক্ষে সেটাও বুঝে ওঠা মুশকিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।