Csk vs dc
সেরা খবর
সেরা ভিডিয়ো
গুরুকে হারিয়ে গুরুদক্ষিণা। ভারতীয় ক্রিকেটে ঋষভ পন্তকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। পন্ত নিজেও ধোনিকে গুরু হিসেবেই বর্ণনা করেন। এবার আইপিএলে নেতা হিসেবে আবির্ভাব হয় ঋষভের। ক্যাপ্টেন হিসেবে তাঁর প্রথম ম্যাচ ছিল ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
দুই প্রজন্মের দুই উইকেটকিপার-ব্যাটসম্যান দলকে নেতৃত্ব দিতে নামেন আইপিএল ২০২১-এর দ্বিতীয় ম্যাচে। অভিজ্ঞ ধোনিকে এক্ষেত্রে হার মানতে হয় শিষ্য পন্তের কাছে। দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে পরাজিত করে চেন্নাই সুপার কিংসকে।
প্রথমে ব্যাট করে চেন্নাই ৭ উইকেটে ১৮৮ রান তোলে। সুরেশ রায়না ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করেন। শূন্য রানে আউট হন ধোনি। আবেশ খান ২৩ রানে ২ উইকেট নেন। ১৮ রানে ২ উইকেট নিয়েছেন ক্রিস ওকস।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯০ রান তুলে ম্যাচ জিতে যায়। পৃথ্বী শ ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রান করেন। শিখর ধাওয়ান ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৮৫ রান করেন। পন্ত ১২ বলে ১৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা হন ধাওয়ান।
সেরা ছবি
- CSK Vs DC: করোনা পিছু ছাড়ছে না দিল্লি ক্যাপিটালসের। এর আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচের আগে একই ভাবে করোনা থাবায় জর্জরিত হয়ে ঘরবন্দি হতে হয়েছিল ঋষভ পন্তদের। তবে এবার ম্যাচের দিন জানা গেল যে দিল্লির একজন করোনা আক্রান্ত। এই আবহে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি আজকে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপারকিংসের ম্যাচ না হয়, তাহলে কী হবে?