বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘ধোনি হতে যাস তো মাঠে চলে যা’, নো বল বিতর্কের মধ্যেই ভাইরাল ওয়াটসন-পন্তের ছবি!

IPL 2022: ‘ধোনি হতে যাস তো মাঠে চলে যা’, নো বল বিতর্কের মধ্যেই ভাইরাল ওয়াটসন-পন্তের ছবি!

ভাইরাল ঋষভ পন্ত এবং শেন ওয়াটসনের ছবি। (ছবি সৌজন্যে টুইটার)

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দিল্লির। তৃতীয় বলটি কোমরের উপর হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনফিল্ড আম্পায়াররা নো বল দেননি। তৃতীয় আম্পায়রের কাছেও বিবেচনার জন্য পাঠানো হয়নি। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তারইমধ্যে পাওয়েলদের মাঠ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত করতে থাকেন পন্ত। সেইসময় দিল্লি অধিনায়কের কাছে চলে আসেন ওয়াটসন। দু'জনকে কিছু কথা বলতে দেখা যায়।

আইপিএলে নো বলের সিদ্ধান্ত নিয়ে অব্যাহত বিতর্ক। দুটি পক্ষও তৈরি হয়ে গিয়েছে। তারইমধ্যে মাঠের একাধিক দৃশ্য নেটদুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। ভাইরাল হয়ে গিয়েছে সেইসব ছবি এবং ভিডিয়ো।

আরও পড়ুন: DC vs RR: নজিরবিহীন ঝামেলা IPL-এ, আম্পায়ার নো বল না দেওয়ায় ক্ষুব্ধ পন্ত দল তুলে নিতে চান মাঠ থেকে, ভিডিয়ো

সেভাবেই দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন এবং অধিনায়ক ঋষভ পন্তের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, পন্ত মাথা নীচু করে আছেন। ওয়াটসন মাঠের দিকে হাত দেখিয়ে কিছু একটা বলছেন। কী বলছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা, তা নিয়ে নেটিজেনদের চিন্তাভাবনা অন্য পর্যায়ে পৌঁছে যায়। এক নেটিজেন সেই ছবি পোস্ট করে লেখেন, ‘(পন্তকে ওয়াটসন বলছেন যে) ধোনি হতে যাস তো মাঠে চলে যা।’ অপর এক নেটিজেন বলেন, 'ঋষভ পন্ত দলকে ফিরিযে নিচ্ছেন দেখে শেন ওয়াটসন বলছেন বাচ্চা নাকি?' অপর একজনের বক্তব্য, ‘ওয়াটসন বলছেন যে এবার আম্পায়ারিংও করে নে।’

কী হয়েছিল ঘটনাটি?

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দিল্লির। প্রথম তিনটি বলে ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। কিন্তু তৃতীয় বলটি কোমরের উপর হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনফিল্ড আম্পায়াররা নো বল দেননি। তৃতীয় আম্পায়ারের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়নি। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

ব্যাটার পাওয়েল প্রথমে আম্পায়ার নীতিন মেননের সঙ্গে তর্ক জুড়ে দেন। তারইমধ্যে পাওয়েলদের মাঠ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত করতে থাকেন পন্ত। সেইসময় দিল্লি অধিনায়কের কাছে চলে আসেন ওয়াটসন। দু'জনকে কিছু কথা বলতে দেখা যায়। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। পন্তের সঙ্গে কথা বলে মাঠে নেমে আসেন দিল্লির কোচ প্রবীণ আমরে।

আরও পড়ুন: DC vs RR: আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল ওয়াংখেড়ের গ্যালারি, আওয়াজ উঠল চিটার-চিটার, ভিডিয়ো

উল্লেখ্য, ২০১৯ সালে এই রাজস্থানের বিরুদ্ধেই নো বল বিতর্কে মাঠে ঢুকে এসেছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোমরের উপর বল ছিল কিনা, তা নিয়েই বিতর্ক হয়েছিল। সেই ঘটনা নিয়েও তুমুল শোরগোল পড়েছিল।

বন্ধ করুন