বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: জাদেজাকে কোলে তুলে ধোনির আনন্দশ্রু, ধুয়ে সাফ সব অভিমান- ভিডিয়ো

GT vs CSK, IPL 2023 Final: জাদেজাকে কোলে তুলে ধোনির আনন্দশ্রু, ধুয়ে সাফ সব অভিমান- ভিডিয়ো

প্রকাশ্যে চোখের জলে ভাসলেন ধোনি।

শেষ বল সুইপ করেই সেলিব্রেট করতে শুরু করেন জাদেজা। মাঠে ঢুকে পড়ে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। কিন্তু তখনও সাইডলাইনে চোখ বন্ধ করে বসে ধোনি। জানেন না দল জিতে গিয়েছে। সটান দলনেতার কাছে ছুটে যান জাদেজা। জাড্ডুকে কোলে তুলে নেন ধোনি। ঝরে পড়ে আনন্দাশ্রু।

মহেন্দ্র সিং ধোনিও রক্তমাংসেরই মানুষ। যতই তিনি নিজের আবেগ আড়াল করার চেষ্টা করুন না কেন, সব সময়ে সেটা পেরে ওঠেন না। বিশেষ করে বয়সের সঙ্গে সঙ্গে তাঁর আবেগগুলোও মাঝেমাঝে প্রকাশ্যে চলে আসছে। ইদানীং প্রকাশ্যেই তাঁকে চোখের জলে ভাসতে দেখা যাচ্ছে।

সোমবার যেমন আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয় পাওয়ার পর চোখের জলে ভাসতে দেখা গেল ধোনিকে।

শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রান। ডাগআউটে চোখ বন্ধ করে বসেছিলেন ধোনি। গ্যালারিতে সব উদ্বিগ্ন মুখ। কে ভেবেছিল এই জায়গা থেকে জিতবে চেন্নাই সুপার কিংস! কিন্তু অসম্ভবকে সম্ভব করলেন জাড্ডু‌। শেষ দুই বলে পরপর ছয় এবং চার। ভূমিপুত্রের কাছেই হার গুজরাটের।

আরও পড়ুন: জাদেজা ম্যাচ জেতানোর পর ঘোমটা টেনে মাঠে হাজির স্ত্রী, মুগ্ধ নেটপাড়া

শেষ বল সুইপ করেই সেলিব্রেট করতে শুরু করেন জাদেজা। মাঠে ঢুকে পড়ে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। কিন্তু তখনও সাইডলাইনে চোখ বন্ধ করে বসে ধোনি। জানেন না দল জিতে গিয়েছে। সটান দলনেতার কাছে ছুটে যান জাদেজা। জাড্ডুকে কোলে তুলে নেন ধোনি। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়।

আর জাড্ডুকে কোলে তুলে জড়িয়ে ধরতেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখ বন্ধ করে কেঁদে ফেলেনষ আনন্দাশ্রু অবশ্য তৃপ্তি দেয়। এই চোখের জল মহামূল্যবান। এই ছবি শেয়ার করা হয়েছে চেন্নাই সুপার কিংসের তরফে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘হ্যাপি টিয়ারস’।

সোমবার মধ্যরাতে আহমেদাবাদের মোতেরায় ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাট। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা নষ্ট হওয়ায় ১৫ ওভারে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ১৭১। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। ঘড়ির কাঁটায় তখন ঠিক দেড়টা। প্রথম বলে রান নিতে পারেনি চেন্নাই। প্রথম চার বলে হল মাত্র ৩ রান। এখানেই ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল। বাকিটা ইতিহাস। পাঁচ বার আইপিএল জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে স্পর্শ করে ফেলল চেন্নাই।

আরও পড়ুন: মান-অভিমানের পালা শেষে ধোনির মতো ইনিংস খেলে ঘরের মাঠে CSK-কে বাঁচালেন সেই জাড্ডুই

রোহিতকে ছুঁলেন ধোনি। মুম্বই, চেন্নাইয়ের পর তৃতীয় দল হিসেবে পরপর আইপিএল জেতা হল না গুজরাট টাইটান্সের। রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির ক্লাবে নাম লেখাতে পারলেন না হার্দিক পাণ্ডিয়া। ঘরের মাঠে খেতাব হাতছাড়া গুজরাটের। অন্যদিকে মধুরেণ সমাপয়েৎ মহেন্দ্র সিং ধোনির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

উৎসবের বিরোধিতা, এদিকে সিনেমার পোস্টার শেয়ার! স্বস্তিকাকে কটাক্ষ TMC-র 'যদি মমতার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটত…', কড়া ভাষায় জবাব RG করের তরুণী মায়ের ধনু, মকর, কুম্ভ, মীন এই চার রাশির মধ্যে লাকি কারা? রইল ১০ সেপ্টেম্বরের রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.