বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: কুল্টার-নাইলের পরিবর্ত হিসেবে আনকোরা নেট বোলারকে দলে নিল রাজস্থান রয়্যালস

IPL 2022: কুল্টার-নাইলের পরিবর্ত হিসেবে আনকোরা নেট বোলারকে দলে নিল রাজস্থান রয়্যালস

ন্যাথন কুল্টার-নাইলের পরিবর্ত ক্রিকেটার দলে নিল রাজস্থান। ছবি- আইপিএল।

লিগের একেবারে শুরুতে ছিটকে গিয়েছেন কুল্টার-নাইল। একেবারে শেষ পর্যায়ে এসে অজি তারকার বদলি খুঁজে নিল রাজস্থান রয়্যালস।

একেবারে শুরুতেই চোট পেয়ে রাজস্থান রয়্যালসের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ন্যাথন কুল্টার-নাইল। অজি তারকা বহু আগেই দেশে ফিরেছেন। তবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি লিগের একেবারে শেষপ্রান্তে এসে তাঁর পরিবর্ত খুঁজে নেয়।

লিগে রাজস্থানের মোটে ২টি ম্যাচ বাকি রয়েছে। তবে তাদের প্লে-অফে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে। সেদিকে নজর রেখেই কুল্টার-নাইলের বদলে করবিন বোশকে দলে নেয় রয়্যালস। ২৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার নেট বোলার হিসেবে রাজস্থানের বায়ো-বাবলে উপস্থিত ছিলেন আগে থেকেই।

আরও পড়ুন:- IPL 2022 Points Table: প্লে-অফের লড়াইয়ে KKR-এর সঠিক অবস্থান জানিয়ে দিচ্ছে পয়েন্ট টেবিল, চোখ রাখুন

করবিন এখনও পর্যন্ত মোট ৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন। ১৫১ রান করার পাশাপাশি ১৮টি উইকেট নিয়েছেন তিনি। তাঁকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান। কুল্টার-নাইলের বদলে করবিনের আইপিএলের অন্দরমহলে ঢুকে পড়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের তরফেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, এবছর আইপিএলের মেগা নিলাম থেকে ন্যাথন কুল্টার-নাইলকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার ২০ লক্ষ টাকার আনকোরা ক্রিকেটার তাঁর খামতি ঢাকতে পারেন কিনা, সেটাই হবে দেখার। করবিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নেমেছেন।

আরও পড়ুন:- IPL 2022 Playoffs Scenario: কলকাতাকে রান-রেটের নিরিখে প্লে-অফে যেতে হলে অন্তত ৩টি দলকে হারতে হবে

রাজস্থান রয়্যালস আপাতত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা চলতি আইপিএলের লিগ টেবিলে তিন নম্বরে অবস্থান করছে। তাদের শেষ চারের পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রবল।

বন্ধ করুন