একেবারে শুরুতেই চোট পেয়ে রাজস্থান রয়্যালসের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ন্যাথন কুল্টার-নাইল। অজি তারকা বহু আগেই দেশে ফিরেছেন। তবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি লিগের একেবারে শেষপ্রান্তে এসে তাঁর পরিবর্ত খুঁজে নেয়।
লিগে রাজস্থানের মোটে ২টি ম্যাচ বাকি রয়েছে। তবে তাদের প্লে-অফে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে। সেদিকে নজর রেখেই কুল্টার-নাইলের বদলে করবিন বোশকে দলে নেয় রয়্যালস। ২৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার নেট বোলার হিসেবে রাজস্থানের বায়ো-বাবলে উপস্থিত ছিলেন আগে থেকেই।
করবিন এখনও পর্যন্ত মোট ৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন। ১৫১ রান করার পাশাপাশি ১৮টি উইকেট নিয়েছেন তিনি। তাঁকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান। কুল্টার-নাইলের বদলে করবিনের আইপিএলের অন্দরমহলে ঢুকে পড়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের তরফেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, এবছর আইপিএলের মেগা নিলাম থেকে ন্যাথন কুল্টার-নাইলকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার ২০ লক্ষ টাকার আনকোরা ক্রিকেটার তাঁর খামতি ঢাকতে পারেন কিনা, সেটাই হবে দেখার। করবিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নেমেছেন।
রাজস্থান রয়্যালস আপাতত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা চলতি আইপিএলের লিগ টেবিলে তিন নম্বরে অবস্থান করছে। তাদের শেষ চারের পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রবল।