বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘৩৬০ ডিগ্রি খেলে’,নিজের টিম LSG-তে ভারতীয় বেবি এবি-র সন্ধান পেলেন কেএল

IPL 2022: ‘৩৬০ ডিগ্রি খেলে’,নিজের টিম LSG-তে ভারতীয় বেবি এবি-র সন্ধান পেলেন কেএল

লখনউ সুপার জায়ান্টসের ২২ বছরের তরুণে মুগ্ধ কেএল রাহুল।

পাওয়ারপ্লে ওভারে সুপার জায়ান্টসরা মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে দীপক হুডা এবং আয়ুশ বাদোনির ব্য়াট ভর করে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ করে লখনউ। অভিষেক ম্যাচে বলিষ্ঠ ব্যাটিং করে সবচেয়ে বেশি নজর কাড়েন আয়ুশ।

অভিষেক ম্যাচেই দুরন্ত হাফ সেঞ্চুরি। তাও ছয় নম্বরে ব্যাট করতে নেমে। আইপিএলে নয়া নজিরও গড়ে ফেলেছেন তরুণ আয়ুশ বাদোনি । আইপিএলের ইতিহাসে তিনিই হলেন প্রথম প্লেয়ার, যিনি অভিষেক ম্যাচে ছ'নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে ৫০ বা তার বেশি রান করলেন। আর ২২ বছরের তরুণে একেবারে মুগ্ধ এলএসজি অধিনায়ক কেএল রাহুল।

পাওয়ারপ্লে ওভারে লখনউ সুপার জায়ান্টসরা মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে দীপক হুডা এবং আয়ুশ বাদোনির ব্য়াট ভর করে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ করে লখনউ। অভিষেক ম্যাচে বলিষ্ঠ ব্যাটিং করে সবচেয়ে বেশি নজর কাড়েন আয়ুশ। আর ২২ বছরের তরুণের দুরন্ত ব্যাটিং দেখে তাঁকে ‘বেবি এবি’ আখ্যা দিয়েছেন স্বয়ং রাহুলই।

ম্যাচের পর তিনি বলেছেন, ‘ও বেবি এবি। প্রথম দিন থেকেই ও অসাধারণ। একটি ছোট ছেলে, অথচ দুরন্ত পাঞ্চ মেরেছে। এবং ৩৬০ ডিগ্রী খেলেছে। ও সুযোগটি পেয়ে, সেটা অসাধারণ ভাবে কাজে লাগিয়েছে, যা দেখে আমি খুশি। আমাদের ৪ উইকেট পড়ে যাওয়ার পর, সেই চাপের মধ্যে ও হাল ছাড়েনি। বরং সেই চাপ নিয়ে দুরন্ত পারফরম্যান্স করেছে। এবং আশা করি ও এমনটাই খেলে যাবে।’

সোমবার টসে জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। শুরুতেই ব্যাট করতে নেমে বড় ধাক্কা খান লখনউ অধিনায়ক। ম্যাচের প্রথম বলেই শূন্য করে আউট হন কেএল রাহুল। তাঁকে ফেরান জাতীয় দলে তাঁরই সতীর্থ মহম্মদ শামি।

মহম্মদ শামি এ দিন শুরু থেকেই একেবারে আগুনে মেজাজে ধরা দিয়েছেন। ৫ ওভারের মধ্যে এ দিন গুজরাটের ৪ উইকেট পড়ে যায়। তার মধ্যে মহম্মদ শামি একাই নেন ৩ উইকেট। বাকি ১টি উইকেট নিয়েছেন বরুণ অ্যারন। রাহুল ছাড়াও কুইন্ট ডি'কক-কে (৯ বলে ৭ রান) বোল্ড করেন শামি। এর পর শামির বলেই ৫ বলে ৬ করে বোল্ড হন মণীশ পাণ্ডেও। এভিন লুইস ৯ বলে ১০ রান করে বরুণ অ্যারনের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় লখনউ।

সেই কঠিন পরিস্থিতিতে লখনউ জায়ান্টসের হাল ধরেন দীপক হুডা এবং ২২ বছরের তরুণ বাদোনি। আয়ুশ বাদোনির এই ম্যাচেই অভিষেক হয়। এই জুটি পঞ্চম উইকেটে ৮৭ রান যোগ করেন। দীপক হুডা ৪১ বলে ৫৫ করে আউট হন। তাঁকে ফেরান রশিদ খান। বাদোনিকে ফেরান বরুণ অ্যারন। তিনি আবার ৪১ বলে ৫৪ করেছেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার এবং তিনটি ছয়। এই দুই ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স এবং সাত নম্বরে ব্যাট করতে নেমে ক্রুনাল পাণ্ডিয়ার ১৩ বলে ২১ রানের সৌজন্য লখনউ সুপারজায়ান্টস ১৫০ রানের গণ্ডি টপকায়।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই বড় ধাক্কা খায় গুজরাট টাইটানস। মাত্র ৩ বল খেলে শূন্যতে আউট হন শুভমন গিল। তাঁকে ফেরান দুষমন্ত চামেরা। এর পরেই চামেরার বলে মাত্র ৬ রান করে আউট হন বিজয় শঙ্করও। দলের ১৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। কিন্তু এর পর দলের হাল ধরার চেষ্টা করেন ম্যাথু ওয়েড এবং হার্দিক পাণ্ডিয়া। ২৮ বলে ৩৩ রান করে ক্রুণাল পাণ্ডিয়ার বলে মণিশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হার্দিক। হার্দিক আউট হওয়ার পরেই ২০ বলে ৩০ করে দীপক হুডার বলে বোল্ড হন ম্যাথু ওয়েডও।

পঞ্চম উইকেটে হাল ধরেছিলেন ডেভিড মিলার এবং রাহুল তেওয়াটিয়া। ২১ বলে ৩০ রান করে আবেশ খানের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিলার। কিন্তু হাল ধরে থাকেন তেওয়াটিয়া। ২৪ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জয় এনে দেন। ৭ বলে ১৫ রান করে অভিনব মনোহর তাঁকে যোগ্য সঙ্গত করেন। ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৬১ রান করে গুজরাট। ৫ উইকেটে ম্যাচ জিতে যায় হার্দিকের টিম।

তবে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ হারলেও, তাদের তরুণ প্রতিভা আয়ুশের পারফরম্যান্সে মুগ্ধ রাহুলের পাশাপাশি ভারতের ক্রিকেট মহলও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বিরাটই আমার দেখা সেরা, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার’! ইডেনে এসে বললেন সৌরভ কনের অবতারে ইয়ামি! ফুলশয্যায় বরের সামনে চালালেন গুলি, শুরু ‘ধুম ধাম’ ইতি পড়েনি আরজি কর মামলায়, নিম্ন আদালতে চলবে শুনানি বার্তাবাহক জয়শঙ্কর! শপথের দিনে ট্রাম্পের জন্য গেল মোদীর চিঠি নিজের বা সমর্থকদের জন্য নয়, এই বিশেষ কারণে ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলেন সচিন তিন মিনিটের রিল পোস্ট করা যাবে এখন থেকে! ইনস্টাগ্রামে দারুণ নিয়ম Unknown Facts: সূর্যাস্তের পর কেন ফুল ও পাতা ছেঁড়া উচিত নয়? শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… কুবেরদেবের কৃপাধন্য এই রাশিগুলির প্রাপ্তির ঝুলি লম্বা! কী কী লাভ হয়? রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ-জিৎ-ঋতুপর্ণা! কোয়েলের মেয়ে দেখতেই কি এই জমায়েত

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.