বুধবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার টুতে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিনের ম্যাচে দুরন্ত খেলেছিলেন RCB-র দুই তারকা রজত পতিদার ও হার্ষাল প্যাটেল। এদিনের ম্যাচের সেরা রজত পতিদার হলেও হার্ষালের স্পেলকে ভুলতে পারবেন না কেউই। সেই কারেণ ম্যাচের পরে এই দুই তারকার প্রশংসা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি।
ম্যাচের পরে তিনি বলেন, ফ্যাফ ডু’প্লেসি বলেন ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা আবেগের মধ্যে রয়েছি এবং আমরা খুব খুশি। আমি অনুভব করেছি যে আমরা অনেক উঁচুতে ছিলাম এবং আমরা খেলার জন্য নিজেদের স্বচ্ছতা বজায় রেখেছি এবং শান্ত থাকার চেষ্টা করেছি।’
রজত পতিদারকে নিয়ে বলতে গিয়ে ফ্যাফ ডু’প্লেসি বলেন, ‘এটি একটি বিশেষ দিন ছিল। রজত যেভাবে খেলেছে তাতে আমি চাঁদের উপরে আছি বলে মনে হচ্ছে। এই সব ম্যাচে চাপটা একটু বেশি থাকে। সে যেভাবে খেলেছে এবং সেঞ্চুরি করেছে, তাতে আমি মনে করি যে তার দক্ষতা রয়েছে। রজতের কাছে সব ধরনের শট রয়েছে এবং সে যেভাবে আক্রমণ করেছে... প্রতিবারই আমরা একটু চাপের মধ্যে থাকি, যেভাবে সে এসে আক্রমণ করেছে। আমরা যে কঠোর পরিশ্রম করেছি তার জন্য সেলিবের্শন করাটা খুব দরকার।’
তবে শুধু রজত পতিদারই নয়, হার্ষাল প্যাটেলকে নিয়েও দারুণ খুশি ছিলেন ফ্যাফ ডু’প্লেসি। নিজের দলের অন্যতম প্রধান বোলারকে নিয়ে বলতে গিয়ে ফ্যাফ বলেন, ‘সে তো তুরুপের তাস, তাই না? ’ হার্ষালের সঙ্গে ফ্যাফের কথা প্রসঙ্গে RCB ক্যাপ্টেন বলেন, ‘সে একজন হাই প্রেসারের সময়কার বোলার এবং আমি যখনই চাপে থাকি তখনই আমি তার কাছে যাই। তিনি আমাকে বলেছিলেন যে আমি চাপ কমাতে চাই, যা তার সাথে আমার প্রথম কথোপকথন ছিল।’