টানা আট ম্যাচে হেরে প্রথম দল হিসেবে আইপিএল ২০২২-এর প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ রাউন্ডের ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। তারা ১৩টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩টি ম্যাচ। হেরেছে ১০টি ম্যাচে।
চলতি আইপিএলে সব থেকে বেশি ম্যাচ হারের সুবাদে স্বাভাবিকভাবেই লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ রাউন্ডের ম্যাচের ফলাফলের নিরিখে লাস্ট বয় হিসেবে টুর্নামেন্ট শেষ করতে নাও হতে পারে মুম্বইকে।
চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে। ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগ টেবিলের ৯ নম্বরে। দেখে নেওয়া যাক যে, শেষ রাউন্ডের ম্যাচের ফলাফল কেমন হলে মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাইকে টপকে নয় নম্বরে উঠে আসতে পারে।
আরও পড়ুন:- ENG vs NZ: স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন ব্রড-অ্যান্ডারসন, শিকে ছিঁড়ল না বাটলারের ভাগ্যে
প্রথমত, চেন্নাইকে রাজস্থান রয়্যালসের কাছে শেষ ম্যাচে ৫০ রানের বেশি ব্যবধানে পরাজিত হতে হবে। অথবা রাজস্থান পরে ব্যাট করলে ১৪-১৫ ওভারেই জয় তুলে নিতে হবে তাদের।
দ্বিতীয়ত, দিল্লি ক্যাপিটালসকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫০ রানের বেশি ব্যবধানে হারতে হবে। মুম্বই পরে ব্যাট করলে ১৪-১৫ ওভারে জয় তুলে নিতে হবে তাদের।
আরও পড়ুন:- PBKS vs DC: অবিশ্বাস্য! একই তারিখ, একই দল, একই প্রতিপক্ষ, ৯ বছর পরে IPL-এ ফের গোল্ডেন ডাক ওয়ার্নারের
এই দু'টি শর্তের অন্যথা হলেই মুম্বইয়ের পক্ষে লিগ টেবিলের নয় নম্বরে উঠে আসা সম্ভব নয়। সেক্ষেত্রে তারা একেবারে শেষে থেকে টুর্নামেন্ট শেষ করবে। চেন্নাই সেক্ষেত্রে ৯ নম্বরে থেকে অভিযান শেষ করবে এবছরের মতো।