বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ‘RCB আমাদের আউটপ্লে করেছে’, রাখঢাক না করে সত্যিটা মেনে নিলেন SRH অধিনায়ক কেন

IPL 2022: ‘RCB আমাদের আউটপ্লে করেছে’, রাখঢাক না করে সত্যিটা মেনে নিলেন SRH অধিনায়ক কেন

ম্যাচ শেষে সানরাইজার্স ও আরসিবি খেলোয়াড়দের সৌজন্য বিনিময়। ছবি- আইপিএল।

এই নিয়ে টানা চার ম্যাচে পরাজিত হল সানরাইজার্স।

ওয়াংখেড়ের ময়দানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের ১১তম ম্যাচ খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। টানা তিন ম্যাচ হারের পর লক্ষ্য ছিল জয়ের সরণীতে ফেরার। সে গুড়ে বালি। ৬৭ রানে পরাজিত হল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স।

ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই পাঁচ উইকেট নিয়ে সানরাইজার্সের মিডল অর্ডার গুড়িয়ে দেন। চার ম্যাচ হারের পর দলকে নতুন কিছু ভাবনাচিন্তা করতে হবে স্বীকার করে নিচ্ছেন কেন, পাশাপাশি মেনে নিচ্ছেন তাঁর দল সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। ‘আজ আমরা পুরোপুরি আউটপ্লে হয়েছি। আরসিবি খুবই মজবুত দল। তবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের উন্নতি অবশ্যই করা দরকার, তবে অহেতুক বেশি চিন্তাভাবনা করার মানে হয় না।’

আরসিবির বিরুদ্ধে ১৯৩ রান তাড়া করতে নেমে সানরাইজার্সের দুই ওপেনারই শূন্য রানে সাজঘরে ফেরেন। উইলিয়ামসনের মেনে নিচ্ছেন, তার দল এই বড় রান তাড়া করার জন্য প্রয়োজনীয় পার্টনারশিপই গড়তে পারেনি। ‘ওরা এই পিচ অনুযায়ী বেশ ভালই রান করেছিল এবং আমাদের শুরুটাও ভাল হয়নি। পিচে বল একটু থেমে আসছিল এবং স্পিনও হচ্ছিল। আমাদের পার্টনারশিপ গড়ে ম্যাচটাকে শেষ অবধি নিয়ে যাওয়া উচিত ছিল। তবে আমরা সেটা পারিনি। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। পরের ম্য়াচের আগে সময় আছে একটু। আমরা নিজেদের ভুল শুধরে ইতিবাচকভাবে আবার মাঠে নামব।’

বন্ধ করুন