IPL 2022: বুমরাহর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ‘গতির সওদাগর’ উমরান মালিক
1 মিনিটে পড়ুন . Updated: 18 May 2022, 01:01 PM IST- মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই বুমরাহর রেকর্ড ভেঙে তা নিজের দখলে আনেন উমরান।
ওয়াংখেড়ে ময়দানে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ভারতের সম্ভাব্য দুই সেরা সীমিত ওভারের বোলার জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার মাঠে নেমেছিলেন। তবে দুই তারকার মাঝেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়ে গেলেন তরুণ প্রতিভা উমরান মালিক।
এ মরশুমে নিজের গতির দ্বারা তাক লাগিয়ে দিয়েছেন উমরান। আইপিএলের এ বারের সবচেয়ে দ্রুত বলটি তিনিই করেছেন। তবে শুধু ‘গতির সওদাগর’ নয়, উমরানের উইকেট সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ওভারে ১৭ রান দেওয়ার পর, নিজের পরিপক্কতা দেখিয়ে দারুণভাবে ফিরে আসেন উমরান। বাকি দুই ওভারে তিন উইকেট নিয়ে সম্পূর্ণভাবে খেলার গতিই বদলে দেন। এই তিন উইকেট নেওয়ার সুবাদেই এক নতুন ইতিহাসও গড়ে ফেললেন কাশ্মীরজাত ফাস্ট বোলার। ২২ বছর ১৭৬ দিনে উমরান এক মরশুমে ২০ বা তার বেশি আইপিএল উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন।
মুম্বইয়ের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার সুবাদে উমরানের এবারের উইকেট সংখ্যা দাঁড়াল ২১। এতদিন পর্যন্ত জসপ্রীত বুমরাহর দখলে সবথেকে কম বয়সি ভারতীয় বোলার হিসাবে এক মরশুমে ২০ বা তার অধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল। ২০১৭ মরশুমে বুমরাহ ২৩ বছর ১৬৫ দিনে ২০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন। সেই রেকর্ড এখন উমরানের দখলে। প্রসঙ্গত, ‘পার্পল ক্যাপ’র দৌড়ে উমরান বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন।