ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর অবসর নিয়ে জোর জল্পনা চলছে। তার মাঝেই তিনি ২২ গজে নজর কাড়লেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছিলেন সুনীল। এবং তিনি ফিল্ডিং ড্রিলের অংশও হয়েছিলেন। ক্যাচিং ড্রিলের সময়ে সুনীল সকলের মন জয় করে নেন। একটি চমকপ্রদ ক্যাচ নেন সুনীল। যার জন্য তাঁকে ডান দিকে পূর্ণ-দৈর্ঘ্যে ডাইভ দিতে হয়েছিল। ডাইভ করে নজর কাড়া ক্যাচ ধরেন তিনি। দলের সকলেই তাঁকে হাততালি দিয়ে অভিবাদন জানান। এবং ক্যাচটি সুনীল ধরেন বিরাট কোহলির উপস্থিতিতেই। সুনীলের বন্ধু কোহলিও এই ক্যাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত।
একটি প্রোমোশোনাল অনুষ্ঠানের জন্যই আরসিবি শিবিরে এসেছিলেন সুনীল। এমনিতে বেঙ্গালুুরু এফসি-র হয়ে খেলেন সুনীল। তাই এই শহর এখন আপাতত তাঁর ঠিকানা। তাই আরসিবি-র প্রতি টানটাও রয়েছে সুনীলের। আর শুক্রবার আরসিবি-র প্রশিক্ষণ সেশনে যোগ দেওয়ার সুযোগ পেয়ে, হাতছাড়া করতে চাননি তিনি। ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, ‘আমি বেঙ্গালুরু এফসির হয়ে খেলি এবং সেই সূত্রেই আরসিবির ভক্ত। এ ছাড়া বিরাট কোহলির সঙ্গে আমার সম্পর্কের সমীকরণটাও খুব ভালো। তাই আরসিবি আমার প্রিয় দল। এবং আমি আরসিবিকে সমর্থন করছি। এখানে এসে বিরাট কোহলির সঙ্গে অনুপ্রেরণা যোগ করছি।’
আরও পড়ুন: ধোনির চোট নিয়ে উদ্বিগ্ন সবাই, কতটা গুরুতর, রহস্য ফাঁস CSK কোচের
আরসিবি-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে সুনীল ছেত্রীকে আরসিবি-র সঙ্গে অনুশীলন যেমন করতে দেখা গিয়েছে। তেমনই বিরাট কোহলি, দীনেশ কার্তিকদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারতেও দেখা গিয়েছে।
বিরাটের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে সুনীল বলেন, ‘বিরাটের সঙ্গে দেখা হলে আমরা সব সময়ে মজা করি। বিরাট কিন্তু মানুষ হিসাবে দারুণ মজাদার।’ তিনি আরও যোগ করেন, ‘এখানে আমি কাউকে পরামর্শ দিতে আসিনি, আরসিবির খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে আমার নিজের ভালো লাগে সেই কারণেই আসা। দুই বছরের পর আবারও ঘরের মাঠে ম্যাচ আয়োজিত হচ্ছে। আমি দলের কোচদের সঙ্গে কথা বলছিলাম, সকলেই কিন্তু আবারও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে।’
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতা থেকে বোলারদের রান বিলানো, মিসফিল্ডিং- CSK-এর হারের হাফডজন কারণ
এখানেই থামেননি সুনীল। আরও বলেছেন, ‘এই মাঠের পরিবেশটা বরাবরই আর পাঁচটা মাঠের থেকে ভিন্ন রকম। আমি নিশ্চিত আমাদের দলের সকলেই সমর্থকদের সামনে খেলতে পারার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। আমি শুধু বলব মাঠে নেমে খেলাটা উপভোগ কর, বাকিটা আপনা আপনিই হয়ে যাবে।’
আরসিবি ২০২৩ আইপিএলের অভিযান শুরু করবে রবিবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তারা নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। এটি একটি ব্লকবাস্টার সংঘর্ষ হবে বলে আশা করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।