বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 playoffs schedule: হার্দিক বনাম ধোনি, ক্রুণাল বনাম রোহিত- IPL-র প্লে-অফের পুরো সূচি দেখে নিন

IPL 2023 playoffs schedule: হার্দিক বনাম ধোনি, ক্রুণাল বনাম রোহিত- IPL-র প্লে-অফের পুরো সূচি দেখে নিন

হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, ক্রুণাল পান্ডিয়া এবং রোহিত শর্মা। (ছবি সৌজন্যে আইপিএল, পিটিআই, এএফপি ও পিটিআই)

গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়েন্টসের পর আইপিএলের প্লে-অফে উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএলের চারটি প্লে-অফের দল নির্ধারিত হয়ে গেল। রবিবার মধ্যরাত পেরিয়ে (ইংরেজি মতে সোমবার) গুজরাট টাইটানসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যাওয়ার পরই প্লে-অফের টিকিট পেয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে নির্ধারিত হয়ে যায় আইপিএলের পুরো প্লে-অফের পুরো সূচি। লিগ তালিকার শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে গুজরাট এবং চেন্নাই। এলিমিনেটরে খেলবে লখনউ এবং মুম্বই। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই হবে। এলিমিনেটরে লড়াই হবে কর্ুণাল পান্ডিয়া এবং রোহিত শর্মার। যে দুটি ম্যাচ হবে ধোনিদের চেন্নাইয়ের মাঠে। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

আইপিএলের প্লে-অফের সূচি

১) প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে, মঙ্গলবার, এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

২) এলিমিনেটর: লখনউ সুপার জায়েন্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ২৪ মে, বুধবার, এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

৩) দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৬ মে, শুক্রবার, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

৪) ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৮ মে, রবিবার, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

আরও পড়ুন: RCB vs GT: ব্যর্থ কোহলির শতরান, গিলের সেঞ্চুরি প্লে-অফের টিকিট এনে দিল মুম্বইকে

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন