গতবছর আরসিবির হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন রজত পতিদার। বিশেষ করে প্লে-অফে তাঁর পারফর্ম্যান্স চমকে দেয় সকলকে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরে দুর্দান্ত শতরান করেন রজত। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে আরসিবি হেরে গেলেও পতিদারের হাফ-সেঞ্চুরি নজর কাড়ে সবার।
স্বাভাবিকভাবেই এবছর রজত পতিদারকে নিয়ে আরসিবি সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। তবে তাদের সেই প্রত্যাশার বেলুনে পিন ফোটায় রজতের চোটের খবর। গোড়ালির চোটের জন্য আইপিএলের প্রথমার্ধে পতিদারের মাঠে নামা অনিশ্চিত বলে খবর সামনে আসার পরেই মাথায় হাত আরসিবি অনুরাগীদের।
যদিও রবিবার সমর্থকদের সাময়িক স্বস্তি দিয়ে আরসিবির অন্দরমহলে ঢুকে পড়েন রজত। পুরোপুরি চোট সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে এবং সেই তিন সপ্তাহ তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকতে হতে পারে বলে খবর শোনা যাচ্ছিল। বাস্তবে রবিবারই আরসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দেন পতিদার।
রয়্যাল চ্যালেঞ্জার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় পতিদারের টিম হোটেলে ঢুকে পড়ার কথা জানানো হয়। রজতের ছবি পোস্ট করে আরসিবি লেখে, ‘আপনারা রজতকে খুঁজছিলেন, ও এখানে। হ্যাপি হোমকামিং রা-পা।’ উল্লেখ্য, গতবছর আরসিবির হয়ে মাত্র ৭টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ৫৫.৫০ গড়ে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৩৩ রান সংগ্রহ করেন রজত। তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন।
একা পতিদার নন, ইতিমধ্যেই আরসিবি শিবিরে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ, যাঁকে মিয়াঁ বলে সম্বোধন করে ব্যাঙ্গালোর। সিরাজের টিম হোটেলে ঢোকার ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি।'
আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাবোর শিবিরে এসে পৌঁছেছেন কিউয়ি অল-রাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। চোটের জন্য এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামতে পারবেন না ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান উইল জ্যাকস। তাঁর পরিবর্ত হিসেবেই আরসিবি দলে নেয় কিউয়ি তারকাকে, যিনি বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি একজন ডানহাতি অফ-স্পিনার
এবছর আইপিএলের নিলাম থেকে ইংল্যান্ডের উইল জ্যাকসকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বড়সড় অঙ্কে দলে নেয় আরসিবি। যদিও জ্যাকসের পরিবর্ত হিসেবে ব্রেসওয়েলকে অনেক কম টাকায় দলে নেয় আরসিবি। গত আইপিএল নিলামে অবিক্রিত থাকেন কিউয়ি তারকা। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ব্রেসওয়েলকে তাঁর বেস প্রাইস ১ কোটিতেই দলে নিয়েছে ব্যাঙ্গালোর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।