আগামী ২৩ ডিসেম্বর কোচিতে হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে যে অর্থ পড়ে থাকবে, সেটা ছাড়াও বাড়তি পাঁচ কোটি টাকা খরচ করতে পারবে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির 'পার্স' মোট ৯৫ কোটি টাকা থাকছে।
আরও পড়ুন: IPL 2023: লর্ডে ঘুচল মোহ, ১০.৭৫ কোটির অলরাউন্ডারকে ছাড়ছে DC, বাতিল আরও চার
এবার মিনি আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা থাকবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ কোন দল কোন খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে, তা সরকারিভাবে জানানো হয়নি। কোন কোন খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে, আগামী মঙ্গলবারের মধ্যে (১৫ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই তালিকা জমা দিতে হবে। তারপরই বোঝা যাবে যে কোন দল কত টাকা নিয়ে মিনি নিলামে নামতে চলেছে। তবে গতবার মেগা নিলামের পর কোন দলের হাতে কত টাকা পড়ে আছে, তা দেখে নিন -
- পঞ্জাব কিংস: ৩.৪৫ কোটি টাকা।
- চেন্নাই সুপার কিংস: ২.৯৫ কোটি টাকা।
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১.৫৫ কোটি টাকা।
- রাজস্থান রয়্যালস: ০.৫৫ কোটি টাকা।
- কলকাতা নাইট রাইডার্স: ০.৪৫ কোটি টাকা।
- গুজরাট টাইটানস: ০.১৫ কোটি টাকা।
- মুম্বই ইন্ডিয়ান্স: ০.১ কোটি টাকা।
- সানরাইজার্স হায়দরাবাদ: ০.১ কোটি টাকা।
- দিল্লি ক্যাপিটালস: ০.১ কোটি টাকা।
- লখনউ সুপার জায়েন্টস: কোনও টাকা নেই।
আরও পড়ুন: বিদেশি লিগে ভারতীয়দের খেলার প্রশ্নই নেই, পাঁচ বছরে IPL-এ হবে ৯৪টি ম্যাচ
কোন কোন খেলোয়াড় মিনি নিলামে থাকবেন?
একাধিক রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনি নিলামে নথিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেন স্টোকস, স্যাম কারান এবং ক্যামেরুন গ্রিনরা নিলামে অংশগ্রহণ করবেন কিনা, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে চলতি বছর ফ্র্যাঞ্চাইজিগুলি। যদি তাঁরা নিলামের জন্য নথিভুক্ত হন, তাহলে তাঁরা যে ঝড় তুললেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই কারও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।