আইপিএলের দ্বিতীয় পর্বে নাইট রাইডার্স কিন্তু বেশ ভাল ছন্দে। খুব অল্পের জন্য চেন্নাই ম্যাচ হাতছাড়া হলেও, এই পর্বে কলকাতা ব্রিগেড কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের মতো তথাকথিত হেভিওয়েট টিমগুলোকে হারিয়েছে। এতে আত্মবিশ্বাস বেড়েছে মর্গ্যান ব্রিগেডের। এখন প্লে-অফে পৌঁছানোর স্বপ্ন বিভোর তিলোত্তমা।
দিল্লিকে হারিয়ে চার নম্বর জায়গা ধরে রাখল নাইট রাইডার্স
১৬তম ওভারে কাগিসো রাবাডাকে পিটিয়ে ২১ রান নেয় কলকাতা। আর ওভারটাই ম্যাচের রং বদলে দেয়। এই ওভারে ৫ বলে নারিন একাই ১৯ রান করেন। তখনই দিল্লির হাত থেকে ম্যাচ বের হয়ে যায়। নারিনের পাশাপাশি ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন নীতিশ রানা। এই ম্যাচ জিততে তাঁর ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। উল্টোদিকে যখন একের পর এক উইকেট পড়ে চলেছে, তখন ক্রিজে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন রানা। তিনি আউট হয়ে গেলে কিন্তু কলকাতার হাত থেকেও ম্যাচ বের হয়ে যেতে পারত।
১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে নাইট রাইডার্স। ৩ উইকেটে ম্যাচ জেতে তারা। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থেকে গেল কলকাতা। দিল্লি আবার ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে থেকে গেল।
এ দিন বল হাতে আবেশ খান ৩ উইকেট নিয়েছেন। এছাড়া নরকিয়া, অশ্বিন, ললিত যাদব, রাবাডা ১টি করে উইকেট নিয়েছেন।
সাউদি আউট
শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। আর মাত্র ২ রান বাকি। হাতে ১২ বল। ৫ বলে ৩ করে আউট হয়ে গেলে সাউদি।
নারিন আউট
১০ বলে ২১ রান করে আউট হলেন সুনীল নারিন। তবে তাঁর ঝড়ো ইনিংস ম্যাচের রং পুরো বদলে দিয়েছে। ১২২ রানে ৬ উইকেট হারাল কলকাতা।
কলকাতার ইনিংস ১৬ ওভার: ১১৯/৫
রাবাডার এই ওভারে মোট ২১ রান নিল কলকাতা। পার করে ফেলল ১০০-র গণ্ডি। নারিন একাই জয়ের দরজায় পৌঁছে দিল কলকাতাকে। এই ওভারে তিনি মোট ১৯ রান করেছেন। দু'টো ছয় এবং একটি চার মেরেছেন। ৬ বলে ২০ রান নারিনের। ২২ বলে ৩১ রান রানার। ১৬ ওভারে ১১৯ রান কেকেআর-এর।
আউট দীনেশ কার্তিক
আবেশ খান এ বার দীনেশ কার্তিককে ফেরালেন। ১৪ বলে ১২ রান করে নিরাশ করলেন কার্তিক। তিনি টিকে গেলে হয়তো ম্যাচটা জিততে সুবিধে হত নাইটদের। ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে বলে থাকল কলকাতা। ম্যাচ কি ধীরে ধীরে হাত থেকে বের হয়ে যাবে ?
কলকাতার ইনিংস১৪ ওভার: ৯৬/৪
১৯ বলে ২৯ করে ফেলেছেন রানা। ১০ বলে ১২ করেছেন কার্তিক। ১৪ ওভারে ৯৬ রান হয়ে গিয়েছে নাইট রাইডার্সের। ৩৬ বলে ৩২ রান করতে হবে। হাতে ৬ উইকেট রয়েছে। কলকাতা কি পারবে এই ম্যাচ জিততে?
আউট হলেন মর্গ্যান
অশ্বিনের সঙ্গে ঝামেলার জের। ক্রিজে নেমেই ২ বল খেলে শূন্য রানে অশ্বিনের বলেই আউট হলেন মর্গ্যান। ৬৭ বলে ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে কলকাতা।
আউট হলেন গিল
৩৩ বলে ৩০ রান করে আউট হলেন শুভমন গিল। তৃতীয় উইকেট হারাল কলকাতা। ১১ ওভারে ৩ উইকেটে ৬৭ রান নাইটদের। নেমেছেন মর্গ্যান।
কলকাতার ইনিংস ১০ ওভার: ৬৭/২
৬০ বলে ৬১ রান দরকার। এই রান করাটা কঠিন নয়। তবে উইকেট পড়ে গেলেই সমস্যা। ২ উইকেট হারিয়ে ৬৭ রান করে ফেলেছে কলকাতা। শুভমন গিল ২৭ বলে ৩০ করেছেন। ১৩ বলে ১২ করেছেন নীতিশ রানা।
ত্রিপাঠি আউট
আইয়ারের পর এ বার সাজঘরে ফিরলেন রাহুল ত্রিপাঠিও। আবেশ খানের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ত্রিপাঠি। ৫ বলে ৯ রান করেছিলেন তিনি। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান কলকাতার। ক্রিজে রয়েছেন শুভমন গিল (১৫বলে ১৯ রান) এবং নিতিশ রানা (১ বলে ০ রান)।
ভেঙ্কটেশ আইয়ার আউট
ভেঙ্কটেশ আইয়ারকে বোল্ড করলেন ললিত যাদব। শুরুতেই বড় ধাক্কা খেল নাইট রাইডার্স। ১৫ বলে ১৪ করেছিলেন আইয়ার। তাঁর বদলে নেমেছেন রাহুল ত্রিপাঠি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৬ রান কেকেআর-এর।
কলকাতার ইনিংস ৪ ওভার: ২৬/০
এই ওভারে মাত্র ৪ রান দিলেন অক্ষর। ৪ ওভারে ২৬ রান কলকাতা নাইট রাইডার্সের। ১৩ বলে ১৩ রান আইয়ারের। ১১ বলে ১২ রান গিলের।
কলকাতার ইনিংস ৩ ওভার: ২২/০
এই ওভারে ছয় রান দিলেন অশ্বিন। ৩ ওভারে ২২ রান কলকাতা নাইট রাইডার্সের। ১০ বলে ১১ রান আইয়ারের। ৮ বলে ১০ রান গিলের।
কলকাতার ইনিংস২ ওভার: ১/০
২ ওভারে ১৬ রান করে ফেলেছে কলকাতা। শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার ক্রিজে রয়েছেন। দু'জনেই ৬ বলে ৮ করে করেছেন। এই পিচে ১২৮ রান তাড়া করে জেতাটা কিন্তু খুব সহজ নয়।
কলকাতার ইনিংস শুরু
কলকাতার হয়ে ওপেন করেছেন শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার। ১২৮ তাড়া করে জিততে পারবে তো কলকাতা?
শেষ ওভারে উত্তেজনা, ১২৮ রানের লক্ষ্য কেকেআর-এর
কলকাতা নাইট রাইডার্স বল করার সময়ে কি শেষ ওভার বারবার উত্তেজনায় ভরা হবে? চেন্নাই ম্যাচে শেষ ওভারে নাটকের পর, দিল্লির বিরুদ্ধেও চরম নাটক হল শেষ ওভারে। টিম সাউদিকে শেষ ওভারে বল দেন মর্গ্যান। প্রথম বলেই অশ্বিনকে আউট করেন তিনি। অশ্বিন সাজঘরে ফেরার সময়ে প্রকাশ্যে ঝামেলায় জড়ান দুই তারকা প্লেয়ার। এর এক বল পরেই পন্ত রান আউট হন। শেষ বলে আবেশ খান রান আউট হন। শেষ ওভারে তিন উইকে পড়ে। ৯ উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারে ১২৭ রান করে দিল্লি। শারজার স্লো পিচে এই রান তাড়া করাটাও কিন্তু সহজ হবে না।
এ দিন বল হাতে নজর কাড়ে ভেঙ্কটেশ আইয়ার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। সুনীল নারিন, লকি ফার্গুসনও ২টি করে উইকেট নিয়েছেন। টিম সাউদি ১ উইকেট নিয়েছেন।
পরপর আউট হলেন অশ্বিন, পন্ত, উত্তপ্ত বাক্য বিনিময় অশ্বিন-সাউদির
শেষ ওভারে বল করতে এসে প্রথম বলেই অশ্বিনকে ফেরান টিম সাউদি। অশ্বিন যখন ৮ বলে ৯ করে সাজঘরে ফিরছিলেন, তখন টিম সাউদি কিছু মন্তব্য করেন। যা শুনে খেপে যান অশ্বিন। ফিরে এসে পাল্টা জবাব দেন। এর পরেই প্রকাশ্যে দু'জনকে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা গেল। মাঝে ইয়ন মর্গ্যান এসে কিছু মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করে দিয়েছিলেন। তকে দীনেশ কার্তিক এসে পরিস্থিতি সামলায়। অশ্বিনকে ঝামেলার জায়গা থেকে সরিয়ে দেন। পন্তকেও শান্ত করেন। এর এক বল পরেই পন্ত ৩৬ বলে ৩৯ করে রান আউট হন।
দিল্লি ইনিংস ১৮ ওভার: ১১০/৬
৮ রান দিলেন টিম সাউদি। ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান দিল্লির। ৩০ বলে ২৯ রান পন্তের। ৬ বলে ৮ রান অশ্বিনের।
অক্ষর আউট
দ্বিতীয় উইকেট নিলেন ভেঙ্কটেশ আইয়ার। শূন্য রানে অক্ষরকে ফেরালেন আইয়ার। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক চাপে দিল্লি। নেমেছেন অশ্বিন।
দিল্লি ইনিংস১৫ ওভার: ৮৯/৫
এই ওভারে ১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নারিন। উইকেট কিন্তু ক্রমেই স্লো হচ্ছে। ঋষভ পন্ত ২০ বলে ১৯ করে অপরাজিত রয়েছেন। অক্ষর সবে নেমেছেন। এখনও খাতা খোলেননি। তবে দিল্লি যদি ১৪০ মতো রান করে দেয় তবে কিন্তু চাপে পড়ে যাবে কলকাতা। তাইযত দ্রুত সম্ভব দিল্লিকে অল আউট করতে হবে। বা ১০০-র কাছাকাছি রানে দিল্লির ইনিংস শেষ করে দিতে হবে।
ললিত যাদব আউট
শূন্য রানে নারিনের বলে এলবিডব্লিউ হলেন ললিত যাদব। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে দিল্লি। নেমেছেন অক্ষর প্যাটেল।
হেটমায়ার আউট
ব্যাট হাতে তো নিজেকে প্রমাণ করেছেন। এ বার বল হাতেও ভরসা জোগাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। সিমরান হেটমায়ারকে (৫ বলে ৪) আউট করে দিল্লিকে আরও চাপে ফেলল আইয়ার। ১৪ ওভারে ৪ উইকেটে ৮৮ রান দিল্লির।
স্মিথ আউট
একেবারে সঠিক সময়ে স্মিথকে আউট করলেন ফার্গুসন। ভাল বল করছেন লকি ফার্গুসন। ৩৪ বলে ৩৯ করে আউট হলেন স্মিথ। ১২.২ ওভারে ৩ উইকেটে ৭৭ রান দিল্লির।
দিল্লির ইনিংস ১০ ওভার: ৬৪/২
এই ওভারে ১০ রান দিলেন বরুণ। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করে ফেলল দিল্লি। ২৬ বলে ৩১ রান করে ফেলেছেন স্মিথ। ৯ বলে ৭ রান পন্তের।
দিল্লির ইনিংস ৮ ওভার: ৪৭/২
এই ওভারে ৫ রান দিলেন বরুণ। ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে দিল্লি। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (১৮ বলে ১৮) এবং ঋষভ পন্ত (৫ বলে ৩)।
শ্রেয়স আইয়ার আউট
বল করতে এসেই নিজের ওভারের দ্বিতীয় বলে শ্রেয়সকে বোল্ড করলেন সুনিল নারিন। ৫ বল খেলে মাত্র ১ রান করেন তিনি। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি। আইয়ার আউট হওয়ায় নেমেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত।
দিল্লির ইনিংস ৬ ওভার: ৩৯/১
পঞ্চম ওভারে বরুণ চক্রবর্তী মাত্র৪ রান দিল। আসলে শিখরের উইকেট হারিয়ে বড় ধাক্কা খেয়েছে দিল্লি। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (১৩ বলে ১২ রান) এবং শ্রেয়স আইয়ার (৪ বলে ১ রান)।
ধাওয়ান আউট
২০ বলে ২৪ করে আউট হলেন শিখর ধাওয়ান। লকি ফার্গুসন ৫ ওভারের শেষ বলে আউট করেন ধাওয়ানকে। ক্যাচ ধরেন ভেঙ্কটেশ আইয়ার। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রান দিল্লির।
দিল্লির ইনিংস ৪ ওভার: ২৯/০
সাউদির এই ওভারে শিখরের পায়ে বল লাগলে এলবিডব্লিই-এর অ্যাপিল করেছিল কেকেআর। কিন্তু আউট দেননি আম্পায়ার। ডিআরএস নেন মর্গ্যান। তাতেও সিদ্ধান্ত পাল্টায়নি। ৪ ওভারে ২৯ রান দিল্লির। ১৬ বলে ২৩ রান ধাওয়ানের। ৮ বলে ৬ রান স্মিথের।
দিল্লির ইনিংস ৩ ওভার: ২২/০
সন্দীপ এই ওভারে ১০ রান দেন। ৩ ওভারে ২২ রান দিল্লির। ১১ বলে ১৭ রান করে ফেলেছেন ধাওয়ান। ৭ বলে ৫ রান স্মিথের।
দিল্লির ইনিংস ২ ওভার: ১২/০
এই ওভারে টিম সাউদি ৭ রান দিলেন। ৪ বলে ৪ রান স্মিথের। ধাওয়ানের সংগ্রহ ৮ বলে ৮।
দিল্লির ইনিংস১ ওভার: ৫/০
প্রথম ওভারে সন্দীপ ওয়ারিয়র ৫ রান দিলেন। ক্রিজে রয়েছেন ধাওয়ান (৪) এবং স্মিথ (১)।
দিল্লির ইনিংস শুরু
পৃশ্বী শ'র জায়গায় ওপেন করছেন স্টিভ স্মিথ। সঙ্গে রয়েছেন শিখর ধাওয়ান। আগের ম্যাচে খেলতে পারেননি ধাওয়ান। তাই আজ নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন তিনি। স্মিথও দলে ফিরে নিজেকে প্রমাণ করতে চাইবেন।
কলকাতা এবং দিল্লির প্রথম একাদশ
কলকাতার প্রথম একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র।
মুম্বইয়ের প্রথম একাদশ: শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, সিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।
দিল্লি টিমে একটিই পরিবর্তন করা হয়েছে
পৃথ্বী শ'কে চোটের জন্য পাওয়া যাবে না। তাঁর জায়গায় দলে ঢুকছেন স্টিভ স্মিথ।
কেকেআর-এর দলে দু'টি পরিবর্তন, অভিষেক হচ্ছে সাউদির
আন্দ্রে রাসেলকে পাবে না কেকেআর। এ দিকে প্রসিধ কৃষ্ণার জন্য চেন্নাই ম্যাচ হারতে হয়েছে। তাঁকে এই ম্যাচে খেলানো হচ্ছে না। তাঁদের জায়গা দলে ঢুকছেন টিম সাউদি এবং সন্দীপ ওয়ারিয়র। আজ কেকেআর-এর জার্সিতে অভিষেক হতে চলেছে টিম সাউদির।
টসে জিতল কেকেআর
টসে জিতে ফিল্ডিং নিলেন ইয়ন মর্গ্যান। কিন্তু প্রশ্ন উঠেছে, মর্গ্যানের এই সিদ্ধান্ত কি সঠিক? কেকেআর অধিনায়কের মতে, রাসেল খেলছেন না আজ। অনেক ভাবনাচিন্তা করেই নাকি তিনি দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছেন। আসলে কেকেআর-এর বোলিং ততটা শক্তিশালী নয়। আগের ম্যাচে বোলিং-এর জন্য ম্যাচ হাতছাড়া হয়েছে। সেই তুলনায় ব্যাটিং অর্ডার শক্তিশালী। রান তাড়া করে জেতাটা নাইটদের পক্ষে সুবিধেজনক মনে করেছেন বলেই সম্ভবত ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছেন মর্গ্যান। পন্ত আবার মনে করছেন, এই উইকেটে প্রথমে ব্যাট করে ১৫০-১৬০ রান কঠিন টার্গেট হবে।
গাভাসকরের পরামর্শ
যে দল টসে জিতবে, তাদের প্রথমে ব্যাট করার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কর। কারণ শারজার পিচে রান তাড়া করে জেতার রেকর্ড মোটেও ভাল নয়। পিচ স্লো হয়ে যাচ্ছে। বল ঘুরছে। পরে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়ছেন ক্রিকেটাররা।
জিতবে কারা
কেকেআর-এর ব্যাটিং পারফরম্যান্স কিন্তু বেশ ভাল। কারণ রানরেটে তারা এগিয়ে রয়েছে। মার খেয়ে যাচ্ছে বোলিং বিভাগ। সেই সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন, কলকাতা দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের ছোটখাটো কিছু ভুলই চাপে ফেলে দিচ্ছে নাইটদের। অন্য দিকে দিল্লি আত্মবিশ্বাসী এবং প্রত্যেকটি প্লেয়ার ছন্দে রয়েছে। চোট সারিয়ে দলে ফিরে শ্রেয়স আইয়ারও ভালো খেলছে। সব মিলিয়ে দিল্লি এখন ব্যালেন্সড দল।