বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ফের টপকালেন ৪০০-র গণ্ডি, এক মরশুমের ব্যর্থতায় ওয়ার্নারকে ছেঁটে ফেলে নিশ্চিত পস্তাচ্ছে SRH, দেখুন চমকে দেওয়া ধারাবাহিকতা

ফের টপকালেন ৪০০-র গণ্ডি, এক মরশুমের ব্যর্থতায় ওয়ার্নারকে ছেঁটে ফেলে নিশ্চিত পস্তাচ্ছে SRH, দেখুন চমকে দেওয়া ধারাবাহিকতা

ডেভিড ওয়ার্নার। ছবি- আইপিএল।

একটি মরশুমে ব্যাট হাতে ব্যর্থ হওয়াতেই ডেভিড ওয়ার্নারকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। ফিনিশ নন, ফিনিক্স হয়ে ছাই থেকে মাথা তুলে দাঁড়ালেন ডেভিড।

আইপিএলের মাত্র একটি মরশুমে তুলনায় রংচটা দেখায় ডেভিড ওয়ার্নারকে। তাতেই অধৈর্য্য হয়ে ওয়ার্নারকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। যাঁকে ফিনিশ ভেবে ছুঁড়ে ফেলে হায়দরাবাদ, তিনি যে এভাবে ফিনিক্সের মতো ছাই থেকে মাথা তুলে দাঁড়াবেন, তা বোধহয় অনুমান করতে পারেনি অরেঞ্জ আর্মি।

ডেভিড ওয়ার্নার এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ছন্দে। ১০টি ম্যাচে মাঠে নেমে ইতিমধ্যেই ৫টি হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন। টপকে গিয়েছেন ৪০০ রানের গণ্ডি। ৬১.০০ গড় ও ১৫২.৫০ স্ট্রাইক-রেটে অজি তারকা সংগ্রহ করেছেন ৪২৭ রান।

আরও পড়ুন:- IPL Points Table: রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল দিল্লি, চোখ রাখুন লিগ টেবিলে

উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে আইপিএলে নিজের শেষ ৯টি মরশুমের মধ্যে ৮ বার ৪০০ রানের গণ্ডি টপকে গেলেন ওয়ার্নার। কেবলমাত্র গত মরশুমেই যা থেমে যেতে হয়েছিল দু'শোর কাছে। যদিও ওয়ার্নারকে মাত্র ৮টি ম্যাচে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছিল গতবার।

আরও পড়ুন:- RR vs DC: ব্যাটে-বলে দুর্দান্ত মার্শ, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকা সব দলের মুখে হাসি ফোটাল দিল্লি

ওয়ার্নারের আইপিএল কেরিয়ার:-
২০০৯: ৭ ম্যাচে ১৬৩ রান।
২০১০: ১১ ম্যাচে ২৮২ রান।
২০১১: ১৩ ম্যাচে ৩২৪ রান।
২০১২: ৮ ম্যাচে ২৬৫ রান।
২০১৩: ১৬ ম্যাচে ৪১০ রান।
২০১৪: ১৪ ম্যাচে ৫২৮ রান।
২০১৫: ১৪ ম্যাচে ৫৬২ রান।
২০১৬: ১৭ ম্যাচে ৮৪৮ রান।
২০১৭: ১৪ ম্যাচে ৬৪১ রান।
২০১৯: ১২ ম্যাচে ৬৯২ রান।
২০২০: ১৬ ম্যাচে ৫৪৮ রান।
২০২১: ৮ম্যাচে ১৯৫ রান।
২০২২: ১০ ম্যাচে ৪২৭ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন