বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs KKR: চার ম্যাচে ৪ হার! IPL-র ইতিহাসে অভিশপ্ত মাঠেই হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে KKR

RR vs KKR: চার ম্যাচে ৪ হার! IPL-র ইতিহাসে অভিশপ্ত মাঠেই হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে KKR

ব্রেবোর্নে বোল্ড শ্রেয়স আইয়ার। (ছবি সৌজন্যে আইপিএল)

সেই মাঠেই সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যে মাঠে আইপিএলের ইতিহাসে চারটি ম্যাচ খেলেছে নাইট বাহিনী। হেরেছে চারটি ম্যাচেই। 

অভিশপ্ত ব্রেবোর্ন স্টেডিয়াম। সেই মাঠেই সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যে মাঠে আইপিএলের ইতিহাসে চারটি ম্যাচ খেলেছে নাইট বাহিনী। হেরেছে চারটি ম্যাচেই। এবারও সেই ধারা বজায় থাকলে ১৫ তম আইপিএলে হারের হারের হ্যাটট্রিক হবে কেকেআরের।

ব্রেবোর্ন স্টেডিয়ামে কেকেআরের ইতিহাস

১) মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স: ২০১০ সালের ২২ মার্চ প্রথমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলেছিল কেকেআর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৫৫ রান তুলেছিল। সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। ৩৪ বলে মাত্র ৩১ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জবাবে সচিন তেন্ডুলকরের ৪৮ বলে অপরাজিত ৭১ রানের সুবাদে ন'বল বাকি থাকতে সাত উইকেটে জিতে যায় মুম্বই।

আরও পড়ুন: KKR vs RR Predicted XI: অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা KKR-র, RR-র হয়ে ফিরবেন বোল্ট

২) রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স: প্রথমে ব্যাট করে ছ'উইকেটে ১৯৯ রান তুলেছিল রাজস্থান। ৫৯ বলে ১০৪ রান করেছিলেন শেন ওয়াটসন। জবাবে ১৯০ রানে থেমে গিয়েছিল কেকেআর। হেরে গিয়েছিল ন'রানে। সেই ম্যাচে রাজস্থানের হয়ে খেলেছিলেন সঞ্জু স্যামসন। এখন তিনিই রাজস্থানের অধিনায়ক।

৩) দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স: এবারের আইপিএলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হরিয়ে ২১৫ রান তোলে দিল্লি। জবাবে মাত্র ১৭১ রানেই অলআউট হয়ে যায় কেকেআর। ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। চার ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নেন।

৪) সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স: গত শুক্রবার ব্রেবোর্নে সানরাইজার্সের বিরুদ্ধেও হেরে গিয়েছে কেকেআর। প্রথমে ব্যাট করে ১৭৫ রান তুলেছিল। জবাবে ১৩ বলে বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেন কেন উইলিয়ামসনরা। 

বন্ধ করুন